চ্যাম্পিয়ন্স লিগের এই মরশুমটা একেবারেই ভালো যায়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য। লাগাতার পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে তাদের। এমনকী টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছে তারা। বিপক্ষ দলগুলোর সামনে একেবারে দিশাহীন দেখায় এই জনপ্রিয় দলের রক্ষণভাগকে। স্বাভাবিকভাবে এই ব্যর্থতা দেখে হতাশ হয়ে পড়েছে তাদের সমর্থকেরা। হতাশ হয়ে পড়েছেন স্বয়ং দলের হেড কোচ এরিক টেন হাগও। এদিন তিনি তাঁর দলের এই পারফরম্যান্স নিয়ে মুখ খোলেন। এক সাক্ষাৎকারে হেড কোচ জানিয়েছেন যে তিনি চান তাঁর দল এই টুর্নামেন্টের পরবর্তী মরশুমে ফিরে আসুক একটি দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে। পাশাপাশি, তিনি দাবি করেছেন যে এই মুহূর্তে দলের সামনে রয়েছে আরও অনেক ম্যাচ। বিশেষ করে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ রয়েছে। সেই সব টুর্নামেন্টে ভালো ফল করতে চায় তারা।
চ্যাম্পিয়ন্স লিগের এই মরশুমে 'গ্রুপ এ'তে ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাদের গ্রুপের বাকি সদস্য বায়ার্ন মিউনিখ, কপেনহ্যাগেন এবং গালাটাসারে। তবে এই গ্রুপের একেবারে নীচে শেষ করে তারা। ৬টি ম্যাচ খেলে তাদের মোট সংগ্রহ চার পয়েন্ট যার মধ্যে রয়েছে একটি জয়, একটি ড্র ও চারটি হার। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের হাতে ১-০ গোলে পরাজিত হয়ে মরশুম শেষ করে তারা। দলের এই ব্যর্থতা রীতিমতো হতাশ করেছে হেড কোচ এরিক টেন হাগকে। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি চান পরবর্তী মরশুমে ম্যান ইউ ফিরে আসুক একটি শক্তিশালী দল হয়ে এবং পরাজিত করুক বিপক্ষ দলগুলিকে।
তিনি বলেন, 'দেখুন আমরা হেরে গিয়েছি এটা ঠিক। আমরা টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছি। তবে আমাদের সামনে পড়ে রয়েছে এখনও অনেক খেলা। যেমন এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে প্রিমিয়র লিগ এবং আপাতত সেটার উপরেই আমরা বেশি মনোযোগ দিতে চাই। আমরা বরাবরই চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চেয়েছিলাম। এমন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রতিযোগিতায় খেলতে হলে নিজেদের সেরাটা সবসময় দিতে হবে। তবে এখন যখন আমরা ছিটকে গিয়েছি, তাই আমাদের হাতে আর কিছু নেই। এখন এটাই জানাতে চাই যে ওরা যেন আগামী মরশুমের জন্য নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করে এবং ফিরে আসে একটি শক্তিশালী দল হয়ে। এছাড়াও আমাদের সামনে রয়েছে 'এফএ কাপ'। সুতরাং হতাশ হওয়ার মতো কিছু নেই। এখনও অনেক খেলা রয়েছে আমাদের কাছে। এখনও সুযোগ আছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।