উদীয়মান ফরোয়ার্ড গুরকিরাত সিংকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে গত বছর বেশ ভালো পারফর্ম করেন পঞ্জাবের তরুণ ফুটবলার। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জার্সিতে ৮ ম্যাচে ১১ গোল রয়েছে তাঁর। গত বছর অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সোনার বুট জিতেছিলেন। মুম্বই সিটি এফসির এই তরুণ ফুটবলারের উপরেই এখন ঝুঁকেছে ইস্টবেঙ্গলের কর্তাদের মন। এবার তাই গুরকিরাত সিংকে জালে তুলতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল।
আসলে রহিম আলির জন্য বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। সেই কারণেই বাংলার তরুণ ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে এখনও কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে লাল হলুদের কর্তারা। সেই কারণেই রহিম আলিকে নিয়ে এখনও কিছু ফাইনাল করেনি ইস্টবেঙ্গল কর্তারা। সূত্রের খবর, এ জন্যেই রহিমের আশায় না থেকে একজন ভালো মানের ভারতীয় স্ট্রাইকার খোঁজ চালাচ্ছিলেন লাল-হলুদের কর্তারা। এবার তাদের সেই তালিকায় এসেছে গুরকিরাত সিং-এর নাম।
২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপেও যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন গুরকিরাত সিং। চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার ২০২১ সালে মুম্বই সিটি এফসিতে সই করেছিলেন। আরও এক বছরের জন্য মুম্বই-এর এই দলের সঙ্গে চুক্তিবদ্ধ গুরকিরাত সিং। তবে এ বছরই গুরকিরাতকে ইস্টবেঙ্গলে নিয়ে আসতে চাইছেন লাল-হলুদ কর্তারা, তারা চাইছেন এই বছরই যেন ইস্টবেঙ্গলের জার্সি পরেন গুরকিরাত সিং।
নাওরেম মহেশ ইস্টবেঙ্গল জার্সিতেই প্রতিষ্ঠা পেয়েছেন। তাই সেটাকে মাথায় রেখেই প্রতিভাবান ফুটবলারদের নেওয়ার দিকে ঝুঁকছে ইস্টবেঙ্গল ক্লাব। গোলকিপার প্রভসুখন গিলকে নেওয়ার চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল। এখনও কিছু ফাইনাল হয়নি। এদিকে জুলাইয়েই শহরে আসার কথা লাল-হলুদের সিনিয়র দলের কোচের। তিনি শহরে এসেই অনুশীলন শুরু করার পাশাপাশি কলকাতা লিগের দিকেও নজর রাখবেন। প্রয়োজনে সেখান থেকেও ফুটবলার বাছাই করা হতে পারে।
সূত্রের খবর, ৩০ জুনের পর হয়তো অজি ডিফেন্ডারের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এ লিগে খেলা একজন অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। এ দিকে ৬ মাসের ক্ষতিপূরণ দিয়ে ইভান গঞ্জালেজকে ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। ইভানের বিকল্প হিসেবে কুয়াদ্রাতের নজরে রয়েছেন একজন স্প্যানিশ ডিফেন্ডার। তাঁকেই আনতে চাইছেন লাল হলুদ কোচ। তবে এর মাঝেই আই লিগের কয়েকজন ফুটবলারকে শর্টলিস্ট করেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। তাদেরকেও একবার দেখে নিয়ে ফাইনাল করতে চাইছেন লাল হলুদ কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।