বুধবার মারাকানার গ্যালারিতে আর্জেন্তিনার দর্শকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনাটি একেবারেই ভালো ভাবে নেননি লিয়োনেল মেসি। দলের সতীর্থদের নিয়ে ছুটে গিয়েছিলেন আর্জেন্তিনার অধিনায়ক। পরিস্থিতি তবু শান্ত না হওয়ায়, প্রতিবাদে দল নিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পরে অবশ্য নির্ধারিত সময়ের অধ ঘণ্টা পরে খেলা শুরু হয়। আর ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচটি ১-০ জেতে আর্জেন্তিনা। তাও আবার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে প্রথম বারের মতো হারিয়ে।
ম্যাচের পর মেসি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, ম্যাচ শুরুর আগের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে। ক্ষুব্ধ মেসি বলেন, ‘অবশ্যই খুব খারাপ হল। লোকেদের কী ভাবে মেরেছে, সেটা আমরা দেখেছি। (কোপা) লিবার্তোদোরেসের ফাইনালেও এমন হয়েছিল, এখন আবারও লাঠিপেটা করা হল। খেলোয়াড়দের পরিবার সেখানে (গ্যালারি) ছিল। পরিবারই সবার আগে। তখন খেলার চেয়ে ওই চিন্তাটাই আগে আসে এবং বাকি সব গৌণ হয়ে পড়ে।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মারাকানায় গ্যালারির এক অংশে আর্জেন্তিনার সমর্থকদের পিটিয়েছে ব্রাজিলের পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতীয় সঙ্গীত বাজার সময় ব্রাজিল এবং আর্জেন্তিনার সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। পুলিশ আর্জেন্তিনার সমর্থকদের উপরেই লাঠিচার্জ করে। আর্জেন্তিনার সমর্থকেরা পুলিশের উপর গ্যালারির চেয়ার ছুঁড়ে মেরেছেন। কয়েক জন রক্তাক্ত সমর্থককেও দেখা গিয়েছে। অনেকের চোখেমুখেই ছিল ভয় এবং আশঙ্কার ছাপ।
এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময়ে বুধবার ভোর ছ'টায়। কিন্তু ঝামেলার জেরে ম্যাচটি শুরু হয় আধ ঘণ্টা দেরীতে সাড়ে ছ'টা নাগাদ। গ্যালারিতে দাঙ্গা বাধায় ম্যাচ দেরিতে শুরু হলেও জয় তুলে নেওয়ায় খুশি মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন দলের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘এই দলটা ঐতিহাসিক সব অর্জন করেই চলছে, যদিও এই দল যা যা অর্জন করেছে, তার মধ্যে এটাই (আজকের জয়) সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। তবে ব্রাজিলে জেতাটা সব সময়ই আনন্দের। কারণ, ঘরের মাঠে তাদের ইতিহাস এবং দলও খুব শক্তিশালী।’
এদিন দেশের সমর্থকদের উপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদের জবাব ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্তিনা। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিকোলাস ওটামেন্ডির গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। এর পর আর গোলশোধ করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৮১ মিনিট জোয়েলিনটন লালকার্ড দেখার পর, ১০ জনের ব্রাজিল আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। কোয়ালিফায়ারে টানা তৃতীয় ম্যাচে হেরে মাঠ ছাড়ল ব্রাজিল। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্তিনা। টানা তিন হারে টেবিলের ছয়ে নেমে গেল ব্রাজিল। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।