বাংলা নিউজ > ময়দান > অবসর নিয়ে ফেলেছি, ওয়ানডে বিশ্বকাপে খেলার জল্পনা উড়িয়ে দিলেন বেন স্টোকস

অবসর নিয়ে ফেলেছি, ওয়ানডে বিশ্বকাপে খেলার জল্পনা উড়িয়ে দিলেন বেন স্টোকস

অবসরের জল্পনা উড়িয়ে দিলেন বেন স্টোকস (ছবি-এপি)

অ্যাশেজের পঞ্চম টেস্টের আবহেই বেন স্টোকসকে প্রশ্ন করা হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে অবসর ভেঙে ফেরার কোন পরিকল্পনা আছে কিনা তাঁর। যার উত্তরে তিনি বলেন, ‘আমি অবসর নিয়ে নিয়েছি। অবসর ভেঙে ফেরার কোনও ভাবনাই নেই।’ পাশাপাশি অ্যাশেজের পর তিনি যে ছুটি কাটাতে যেতে চান তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

শুভব্রত মুখার্জি: ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের নায়ক তিনি। ইংল্যান্ডকে তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়ার অবিসংবাদিত নায়ক অলরাউন্ডার বেন স্টোকস। ফাইনালে খাদের কিনারা থেকে টেনে তুলে দলকে জিতিয়েছিলেন তিনি। চার বছর বাদে ফের একবার আয়োজন হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের। তবে ইতিমধ্যেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে অবসরও নিয়ে নিয়েছেন তারকা ইংল্যান্ড অলরাউন্ডার। অ্যাশেজের পঞ্চম টেস্টের আবহেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে অবসর ভেঙে ফেরার কোন পরিকল্পনা আছে কিনা তাঁর। যার উত্তরে স্টোকস স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি অবসর নিয়ে নিয়েছি। অবসর ভেঙে ফেরার কোনও ভাবনাই নেই। পাশাপাশি অ্যাশেজের পর তিনি যে ছুটি কাটাতে যেতে চান তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক সাফ জানিয়ে দিলেন অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার কোনও ইচ্ছে তাঁর নেই। শারীরিক ও মানসিক ধকল সামলাতে না পেরে গত জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন স্টোকস। এখন শুধু লাল বলের ক্রিকেটেই খেলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের নায়ক এবারও শেষবেলাতে বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে পারেন এরকম একটি ধারণা তৈরি হয়েছিল ইংলিশ ক্রিকেটে । গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো অর্ধশতরানের পর স্টোকস নিজেও সেই রকম ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন পরিস্থিতির দাবি থাকলে যে কোনও কিছুর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

তবে ওভালে চলতি অ্যাশেজের শেষ টেস্ট শুরুর আগের দিন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ওয়ানডেতে ফেরার কোনও আর কোনও সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমি অবসরপ্রাপ্ত (ওয়ানডেতে)। এই ম্যাচের পর আমি ছুটিতে যাচ্ছি এবং আপাতত আমার ভাবনায় শুধু এটাই রয়েছে।’ উল্লেখ্য চলতি অ্যাশেজের আগেই স্টোকসের অনুরোধে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন অলরাউন্ডার মইন আলি।

সেই প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হয় স্টোকসকেও যদি এরকম অনুরোধ করা হয়? প্রশ্ন শুনে বেন মজা করে বললেন, ‘আমি নিশ্চয়ই নিজেকে নিজে ফোন করতে পারি না!’ দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। সেই সমস্যার সমাধান করতে অস্ত্রোপচার করানোর কথা ভেবে রেখেছেন তিনি। সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। হাঁটুর এই চোটের কারণে দ্বিতীয় টেস্টের পর আর বল করতে পারেননি তিনি। ওভালে শেষ টেস্টের আগের দিন নেটে তাকে দেখা গেছে অফ স্পিন বোলিং করতে। হাঁটুর এই চোট নিয়ে স্টোকস বলেছেন, ‘এটার একটা স্থায়ী সমাধান আমি অবশ্যই করতে চাই। এমনিতে ক্রিকেট খেলার সময়ই বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ দেখিয়েছি। মোটামুটি পরিস্থিতি সামলানো সম্ভব বলেই আমরা খেলা চালিয়ে গেছি। তবে এখন (অ্যাশেজ শেষে) চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার উপযুক্ত সময় এসেছে। হাঁটুর দুর্ভাবনা বাদ দিয়ে বোলিং করতে হলে আমি কী করতে পারি তা নিয়ে আলোচনা করতে হবে। এই বিরতির সময়টায় এসব নিয়ে আলোচনা করব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হাই কোলেস্টেরল থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি, এখনই হয়ে যান সাবধান ৩৫-এর বিরাট যেন মানুষ নয় যন্ত্র, রান মেশিন কোহলি তাক লাগালেন সুপার রান আউট করে জয়ের মার্জিনেও ১ নম্বর হবে ডায়মন্ড! কালীঘাট থেকে হেঁটে এসে মনোনয়ন জমা অভিষেকের অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে চান ঘরে বসেই? ব্লিনকিট, সুইগি ইনস্টামার্ট রয়েছে! দর কত? অমিত শাহের সভা বাতিল হয়ে গেল, শেষ মুহূর্তে এমন পরিস্থিতির নেপথ্য কারণ কী?‌ বয়স সবে ২০! ৭ জুলাই বিয়ে করছেন বিগ বস ১৬ খ্যাত ‘ছোটা ভাইজান’ আবদু রোজিক তিস্তা প্রজেক্টে আগ্রহী ভারত, লোলুপ দৃষ্টি চিনের! তারই মাঝে দিল্লি-ঢাকা বৈঠক ৫০ করেই মাঠের মাঝখানে গানশট সেলিব্রেশন করলেন রিলি রসউ, পালটা দিলেন বিরাট কোহলি ‘যাকে ধরে রাখতে চাইছি…’, ১৮ জুলাই সোহিনীর বিয়ের চর্চা, শোভনকে নিয়ে জবাব রণজয়ের বাংলার ছেলের বলিউড যাত্রা, অনুরাগের সুরে গান গাইলেন সোনু নিগম ও কৈলাশ খের

Latest IPL News

৩৫-এর বিরাট যেন মানুষ নয় যন্ত্র, রান মেশিন কোহলি তাক লাগালেন সুপার রান আউট করে ৫০ করেই মাঠের মাঝখানে গানশট সেলিব্রেশন করলেন রিলি রসউ, পালটা দিলেন বিরাট কোহলি নিজেকে ধোনি মনে করছেন, হার্দিকের অধিনায়কত্বে অহংকার দেখা যাচ্ছে- ডি'ভিলিয়ার্স ভক্তদের কাছে ক্ষমা চাইছি: প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়ে কী বললেন স্যাম কারান? IPL 2024: দ্রাবিড়কে পিছনে ফেললেন কার্তিক, RCB জার্সিতে গড়ে ফেললেন এক নয়া নজির IPL-এ ধোনিকেও নেতৃত্ব থেকে সরিয়েছিলেন গোয়েঙ্কা, এবার ছাঁটতে পারেন রাহুলকে মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG IPL-কলকাতায় ভারী বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.