বিতর্ক। রেকর্ড। ইতিহাস। এই সবই জড়িয়ে রয়েছে ক্রিকেটের দুই ইয়ান নামের সঙ্গে। ইয়ান বোথাম এবং ইয়ান চ্যাপেল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক ব্যক্তিত্ব। দু'জনেই খেলতেন নিজেদের সবচেয়ে প্রতিপক্ষ দলের হয়। মাঠের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় মাঠের বাইরেও গড়িয়েছে। দু'জনে খেলা ছেড়েছেন অনেক বছর হয়ে গিয়েছে তবে এইবার তাদের প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল ধারাভাষ্যকার বক্সের মধ্যেও।
এই দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যেকার সমস্যা সবচেয়ে বড় হয়ে দেখা যায় ১৯৭৭ সালে। এই দুইজন ক্রিকেটার মেলবোর্নে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই সময় চ্যাপেল দাবি করেন যে বোথাম তাকে ভাঙা কাঁচ দিয়ে আঘাত করার চেষ্টা করেন। যদিও বোথাম এই অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনার ফলে দু'জনের মধ্যে গভীর তিক্ততার জন্ম নেয়। সেই ঘটনার ৪০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। ক্রিকেটে এসেছে অনেক পরিবর্তন। তবে তাদের ঝামেলার রেস যে এতটুকুও কমেনি তা বোঝা গেল সম্প্রতি।
বোথাম এবং চ্যাপেল চ্যানেল ৯ ডকুমেন্টারি দ্য লঙ্গেস্ট ফিউডের হয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। সেই সময় আলোচনায় উঠে আসে পুরনো এই ঘটনাটি। প্রাক্তন অজি অধিনায়ক চ্যাপেল ঘটনাটিকে একটি ভয়াবহ ঘটনা হিসাবে মনে করেন বলে জানান। তিনি বলেন, 'আমার সঙ্গীরা অনেকবার বলেছে ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি কেন মেনে নিতে যাব? ও যদি মিথ্যা বলেছে বলে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি মেনে নিতে পারি। কিন্তু ওর সাথে বন্ধুত্ব করতে যাব কেন? একজন লোক যার সাথে আমার কোনও রকমের মিল নেই। বর্তমানে আমি মনে করি ওর ধারাভাষ্য এখনকার মধ্যে সবচেয়ে খারাপ। ওর প্রতি আমার কোনও আগ্রহ নেই। আমি মনে করি ওর সঙ্গে কথা বলারও আমার কিছু নেই। আমি কথা বলতেও চাই না।'
তিনি আরও বলেন, 'আমি যদি ওর সাথে যদি কোনও জায়গায় বসে থাকি তাহলে সেটা আমার কাছে নরকের মতো হবে। তাহলে আমি কেন নিজেকে এই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যেতে চাইব। তাহলে তোমরা বুঝতেই পারছ ওর সঙ্গে বসে থাকাটা কত মজাদার হবে। ওর সঙ্গে বসার থেকে আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁত ড্রিলিং করা বেশি পছন্দ করব। আমাদের নাম ছাড়া ওর সঙ্গে আমার কোনও মিল নেই। তবে হ্যাঁ, আমরা দুজনেই সম্ভবত ডান হাতে খেলেছি।'
হিলটন হোটেলের পর্বটি স্মরণ করে চ্যাপেল নিউজ কর্পকে বলেন, 'ওই ঘটনার পরের দিন আমরা একে অপরের বিরুদ্ধে খেলতে নামাব ঠিক ছিল। আমি ক্লাব ক্রিকেটে নর্থ মেলবোর্নের হয়ে খেলছিলাম। যখন সে আমার মুখে বিয়ারের গ্লাস রাখল এবং বলল, আমি তোমার কান কেটে দেব। আমি তখন ওকে বলি তুমি যদি এই গ্লাস দিয়ে আমার কান কেটে দাও, এটা আমি তোমার সম্পর্কে যা ভেবেছি তা প্রমাণিত হবে। তুমি একজন কাপুরুষ, আর আমি এটাই ভেবেছি। কালকে তুমি যদি আমাকে বল দিয়ে কেটে দাও তাহলে তার কিছু মানে হবে। যদি আমি কালকে সক্ষম হই আমি তোমার উপর চড়াও হব এবং আমি তোমাকে ব্যাট দিয়ে মাথার উপরে আঘাত করব।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।