বাংলা নিউজ > ময়দান > ICC T20 WC 2022: 'দ্রাবিড়ের একটা কথাও বুঝিনি, ঘোরের মধ্যে ছিলাম', পাক ম্যাচের সত্যিটা ফাঁস ভিকের

ICC T20 WC 2022: 'দ্রাবিড়ের একটা কথাও বুঝিনি, ঘোরের মধ্যে ছিলাম', পাক ম্যাচের সত্যিটা ফাঁস ভিকের

রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি। ছবি- টুইটার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিরাট কোহলি। কিন্তু সেই ম্যাচে রাহুল দ্রাবিড় কিছু বলার চেষ্টা করে। কিন্তু তা শোনেননি বিরাট। অজানা সত্যিটা সামনে আনলেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

মাত্র কয়েক মাস আগের ঘটনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সমালোচকদের যোগ্য জবাব দিয়ে মেলবোর্নে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতরান করেন বিরাট কোহলি। ঠিক তার আগে প্রাক্তন ভারত অধিনায়কের অফ ফর্ম স্বাভাবিক ভাবেই চাপে ফেলে দেয়। কেউ কেউ এক ধাপ এগিয়ে জাতীয় দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন তোলে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খোলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর আগে এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে যাত্রা শেষ হয় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২০০৭-এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে শুরু করেন ভারতীয় ক্রিকেটার থেকে সমর্থকরা। হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলির জুটি পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিরাট কোহলি সেই সময়ে তাঁর মনের ভিতর চলা মানসিক উত্তেজনার কথা প্রকাশ করেন। তিনি জানান, চারিদিকে কী ঘটছিল তা তিনি জানতেন না। ম্যাচ চলাকালীন ছোট একটি বিরতির সময় কোচ রাহুল দ্রাবিড় দেওয়া উপদেশও তিনি ঠিক করে শোনেননি তিনি। বিরাট বলেন, 'সেই ম্যাচের পর আমাকে অনেকেই প্রশ্ন করেছে সেই সময় আমি কি ভাবছিলাম। আমার মনের ভিতর কী চলছিল? কি কি পরিকল্পনা করেছিলাম? সত্যি বলতে এইগুলোর কোনও উত্তর আমার কাছে নেই। আমি এতটাই চাপে ছিলাম যে ১২ বা ১৩ ওভারে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন মাথায় একটাই কথা ঘুরপাক খায়, এই ম্যাচ যেভাবেই হোক জিততে হবে আমাদের।'

তিনি আরও বলেন, 'এশিয়া কাপের পর আমি ফিরে এসেছিলাম। ভালো খেলছিলাম। নিজের ওপর ভরসা ছিল। তাই ফিরে আসতে পেরেছি। এখন আমার টার্গেট ওডিআই বিশ্বকাপ। আমি বিশ্বকাপের জন্য তৈরি। ওই ম্যাচের ১০ ওভারে আমরা চার উইকেট হারিয়ে ৩১ রানে ব্যাট করছিলাম। আমি সম্ভবত ১২ বলে ২৫ রানে ব্যাট করছিলাম। সেই সময় বিরতির হয়, তখন রাহুল ভাই আমার কাছে এসে কিছু বলে। কিন্তু আমি এতটাই মানসিকভাবে চাপে ছিলাম যে, কী বলেছে তা কিছুই শুনিনি। পরে আমি রাহুল ভাইকেও তা বলি, তুমি আমাকে কী বলেছ আমি কিছুই শুনিনি।'

এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার, জানান সেই সময়ে তার মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। তিনি বলেন, 'সেই সময় আমার মাথা এবং মন কিছুই কাজ করছিল না। শুধু মনে হচ্ছিল আমি খারাপ খেলছি এখান থেকে প্রত্যাবর্তন করা খুব মুশকিল। আমার মধ্যে যে ক্ষমতাই থাকুক না কেন সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তখন আমার একটা কথাই মনে হয়েছিল, বেশি ভাবা বন্ধ করতে হবে। কারণ খেলার সময় বেশি ভাবলে তা হীতে বিপরীত হয়ে ওঠে। সেই রাতে আমার সঙ্গে কী হয়েছিল তা কখনওই আমি ব্যাখ্যা করতে পারবো না। আশা করি এইরকম আমার সঙ্গে আর ঘটবে না।'

বন্ধ করুন