শেষ রাউন্ডে উত্তেজক রুপ নিয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভ গ্রপ-১'এর লড়াই। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আপাতত গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে না পারলে অস্ট্রেলিয়া দৌড়ে পিছিয়ে পড়বে সন্দেহ নেই। তাহলে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে অজিদের টপকে তারা শেষ চারের টিকিট নিশ্চিত করবে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য হৃত সম্মান পুনরুদ্ধারের জন্যই মাঠে নামবে। তাদের সেমিফাইনালের আশা শেষ। অন্তত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে চাইবেন ক্যারিবিয়ানরা।
ম্যাচের সেরা ওয়ার্নার
৫৬ বলে অপরাজিত ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেওয়া ডেভিড ওয়ার্নার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৬.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে যায়। ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করে অজিরা। ওয়ার্নার ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন।
মার্শকে ফেরালেন গেইল
১৫.৬ ওভারে মার্শকে ফেরালেন গেইল। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৩ রান করে হোল্ডারের হাতে ধরা পড়েন মার্শ। অস্ট্রেলিয়া ১৫৭ রানে ২ উইকেট হারায়। জয়ের জন্য তাদের দরকার মাত্র ১ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ম্যাক্সওয়েল।
ব্র্যাভো ৪ ওভারে ৩৬/০
কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে ব্র্যাভো ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন ৩৬ রান খরচ করে। যদিও কোনও উইকেট পাননি তিনি। অস্ট্রেলিয়া ১৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৫০ রান তুলেছে। ওয়ার্নার ৮০ ও মিচেল মার্শ ৫৩ রানে ব্যাট করছেন। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৮ রান।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি মিচেল মার্শের
৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিতেল মার্শ। ১৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩৩/১। জয়ের জন্য ৬ ওভারে দরকার ২৪ রান। ওয়ার্নার ৬৯ ও মার্শ ৫০ রানে ব্যাট করছেন।
১৩ ওভারে অস্ট্রেলিয়া ১২২/১
১৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছে। ওয়ার্নার ৪৩ বলে ৬৮ রান করেছেন। ২৫ বলে ৪১ রান করেছেন মিচেল মার্শ।
১০ ওভারে অস্ট্রেলিয়া ৯৮/১
১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলেছে। ৩৩ বলে ৫৪ রান করেছেন ওয়ার্নার। ১৭ বলে ৩৩ রান করেছেন মিচেল মার্শ। শেষ ১০ ওভারে জয়ের জন্য অজিদের দরকার ৬০ রান।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি ওয়ার্নারের
৫টি চার ও ৩টি ঠক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮২ রান তুলেছে।
পাওয়ার প্লে-র ৬ ওভারে অস্ট্রেলিয়া ৫৩/১
পাওয়ার প্লে-র ৬ ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেটে বিনিময়ে ৫৩ রান তুলেছে। ওয়ার্নার ২২ বলে ৪০ রান করেছেন। মার্শ ৪ বলে ৩ রান করে ব্যাট করছেন।
ফিঞ্চকে ফেরালেন আকিল
৩.৩ ওভারে আকিল হোসেনের বলে বোল্ড হন অ্যারন ফিঞ্চ। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৯ রান করেন অজি দলনায়ক। অস্ট্রেলিয়া ৩৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ। ৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৩৫/১।
হোল্ডারের ওভারে ১৫ রান তোলে অস্ট্রেলিয়া
তৃতীয় ওভারে জেসন হোল্ডারের বলে ১৫ রান তোলে অস্ট্রেলিয়া। ২টি চার ও ১টি ছক্কা মারেন ওয়ার্নার। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩/০। ওয়ার্নার ২৩ রানে ব্যাট করছেন।
অস্ট্রেলিয়ার রান তাড়া করা শুরু
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন আকিল হোসেন। প্রথম ওভারে ৫ রান ওঠে।
ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৫৭/৭
জোড়া ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে দেড়শো রানের গণ্ডি পার করান আন্দ্রে রাসেল। শেষ ওভারে স্টার্কের শেষ ২টি বলে ছক্কা মারেন দ্রে রাস। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। রাসেল ৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করেন হোল্ডার। হ্যাজেলউড ৩৯ রানে ৪ উইকেট দখবল করেন। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৫৮ রান।
পোলার্ডকে ফেরালেন স্টার্ক
১৯.২ ওভারে স্টার্কের বলে ম্যাক্সওেলের হাতে ধরা পড়েন কায়রন পোলার্ড। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৪ রান করে আউট হন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেসন হোল্ডার।
হ্যাজেলউডের শিকার ডোয়েন ব্র্যাভো
আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে হ্যাজেলউডের শিকার ডোয়েন ব্র্যাভো। ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১০ রান করে ওয়ার্নারের হাতে ধরা পড়েন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ ১২৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৩৬/৬। পোলার্ড ৪২ রানে ব্যাট করছেন।
১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০৯/৫
১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলেছে। ব্র্যাভো ১০ বলে ১০ রান করেছেন। ১৭ বলে ১৭ রান করেছেন পোলার্ড।
১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯৯/৫
১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলেছে। কায়রন পোলার্ড ১৫ ও ডোয়েন ব্র্যাভো ব্যক্তিগত ২ রানে ব্যাট করছেন।
হেতমায়েরকে ফেরালেন হ্যাজেলউড
১২.৫ ওভারে হ্যাজেলউডের বলে ওয়েডের দস্তানায় ধরা পড়েন শিমরন হেতমায়ের। ২টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডোয়েন ব্র্যাভো, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ব্যাট করতে নামলেন। ১৩ ওভারে ওেস্ট ইন্ডিজের স্কোর ৯৩/৫।
লুইসকে ফেরালেন জাম্পা
৯.৩ ওভারে জাম্পার বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন এভিন লুইস। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২৯ রান করেন লুইস। ওয়েস্ট ইন্ডিজ ৭০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড। ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৪/৪।
পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫০/৩
পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। লুইস ১৪ বলে ২১ রান করেছেন। ৭ বলে ৭ রান করেছেন হেতমায়ের।
রোস্টনের উইকেট তুলে নেন হ্যাজেলউড
৩.৩ ওভারে হ্যাজেলউডের বলে বোল্ড হন রোস্টন চেস। ২ বল খেলে খাতা খুলতে পারেননি চেস। ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিমরন হেতমায়ের। ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৭/৩।
হ্যাজেলউড ফেরালেন পুরানকে
৩.১ ওভারে জোস হ্যাজেলউড ফেরালেন নিকোলাস পুরানকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করে মার্শের হাতে ধরা পড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রোস্টন চেস।
গেইলকে ফেরালেন কামিন্স
তৃতীয় ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। প্রথম বলে ছক্কা মারেন গেইল। দ্বিতীয় বলে বোল্ড হন দ্য ইউনিভার্স বস। ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৫ রান করেন গেইল। ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিকোলাস পুরান। ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৫/১।
হ্যাজেলউডের ওভারে ২০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের বলে ২০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৩টি চার মারেন লুইস। ১টি ছক্কা মারেন গেইল। ১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৪/০।
ম্যাচ শুরু
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন ক্রিস গেইল ও এভিন লুইস। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই ২ রান নেন গেইল। প্রথম ওভারে ৪ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
ওয়েস্ট ইন্ডিজ রবি রামপালের বদলে মাঠে নামায় হেডেন ওয়ালসকে।প্লেয়িং ইলেভেন: এভিন লুইস, ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটকিপার), রোস্টন চেস, শিমরন হেতমায়ের, কায়রন পোলার্ড (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভো, আকিল হোসেন, হেডেন ওয়ালস ও জেসন হোল্ডার।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।প্লেয়িং ইলেভেন: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
টস জিতল অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজকে। সুতরাং, আবু ধাবিতে টস হেরে শুরুতে ব্যাটিং পোলার্ডদের।