রবিবার (২৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে আবেগ, উত্তেজনা ও মতামত চিরচরিত প্রথা মেনে তুঙ্গে। মাঠে অবশ্যই দুই দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না, তবে মাঠের বাইরে দুই দলই একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে।
পাকিস্তান ও ভারতের বহু ক্রিকেটারেরই অপর দেশে অসংখ্য সমর্থক রয়েছে। মহেন্দ্র সিং ধোনির প্রতি পাকিস্তান জনগনের ভালবাসার কথা কারুরই অজানা নয়। পাকিস্তানের বিশাল বড় সমর্থক বসির চাচা সর্বসমক্ষে ধোনির প্রতি তাঁর ভালবাসা প্রদর্শন করেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ফ্যানের তালিকায় বহু ক্রিকেটারও মজুত। সেই তালিকায় আরও এক নাম শাহনওয়াজ দাহানি। ম্যাচের আগের দিন ধোনিকে সামনে দেখে দাহানি নিজের উত্তেজনা চেপে রাখতে পারলেন না।
পাকিস্তানের উঠতি পেসার দাহানি মূল দলে সুযোগ না পেলেও রিজার্ভে রয়েছেন। অপরদিকে, ধোনি আবার ভারতের মেন্টর। ম্যাচের আগের দিন পাকিস্তানের অনুশীলন চলাকালীনই মাঠের বাউন্ডারিতে খাকা দাহানি, বাইরে দিয়ে যাওয়া ধোনিকে দেখতে পান। প্রাক্তন ভারতীয় অধিনায়ককে দেখেই তিনি ধোনির সঙ্গে হেঁটে যাওয়া এক ভারতীয় স্টাফকে ধোনিকে ডাকতে বলেন। ধোনি তাঁর ডাকে সাড়া দেওয়ায় দাহানি ধোনির উদ্দেশ্য হাত নাড়েন এবং প্রত্যুত্তরে ধোনিও হাত নেড়ে তাঁর জবাব দেন। এই ঘটনা আদপে তেমন বড় বিষয় না হলেও ধোনির ফ্যান ফলোয়িংয়ের মাত্রাটা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।