লো স্কোরিং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ঘোর বিপাকে পাকিস্তান। চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তা নিতান্ত কঠিন করে তুললেন বিসমাহ মারুফরা।
তবে পাকিস্তানের হারে বিরাট সুবিধা হয় ভারতের। হরমনপ্রীত কউরদের শেষ চারে যাওয়ার রাস্তা কার্যত পরিস্কার হয়ে যায়। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য আর অন্য কোনও দলের দিকে তাকিয়ে থাকতে হবে না তাঁদের। আয়ারল্যান্ডের মতো তুলনায় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত নিজেদের শেষ ম্যাচ জিতলে সরাসরি শেষ চারের টিকিট হাতে পাবে।
পাকিস্তানের কাছে লিগের শেষ ২টি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে রবিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানে তারা। পার্লে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৬ রান তোলে।
হেইলি ম্য়াথিউজ ২০, রাশাদা উইলিয়ামস ৩০, শিমাইন ক্যাম্পবেল ২২, শিনেল হেনরি ১১, শাবিকা গজনবি ১৩, আলিয়া অ্যালেইন ৯, অ্যাফি ফ্লেচার ৪ ও তৃষান হোল্ডার ১ রান করেন। পাকিস্তানের নিদা দার ১৩ রানে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল, ফতিমা সানা, নাশরা সান্ধু ও তুবা হাসান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৩ রানে আটকে যায়। শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল পাকিস্তানের। তারা ১৪ রান তুলতে সক্ষম হয়।
আলিয়া রিয়াজ ২৯, নিদা দার ২৭, বিসমাহ মারুফ ২৬, ফতিমা সানা ৯, সিদরা আমিন ৮ ও মুনিবা আলি ৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউজ ২টি এবং কনেল, করিশ্মা ও ফ্লেচার ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন ম্যাথিউজ।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে যায় পাকিস্তান। ইংল্যান্ড ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
বি-গ্রুপে আর ২টি ম্যাচ বাকি রয়েছে। ভারত তাদের শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, যারা নিজেদের প্রথম তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের শেষ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তারা ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন হরমনপ্রীতরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।