শুভব্রত মুখার্জি: স্যান্ডপেপার গেট কান্ডের পরে যখন অস্ট্রেলিয়া দল অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন কোচ হিসেবে দায়িত্বে নিয়ে দলকে শুধু টেনে তোলেননি টি-২০ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন করিয়েছেন দলকে। সেই তার সঙ্গে হঠাৎ করেই মনোমালিন্য হয় বোর্ড কর্তাদের। তারপরেই কোচের পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন প্রাক্তন এই অজি ক্রিকেটার। তার ইস্তফাপত্রে তিনি তার হতাশা, দুঃখ কার্যত উগড়ে দিয়েছেন। একদা তার 'শিষ্য' অর্থাৎ ক্রিকেটারদের এবং বোর্ডের সাপোর্ট তিনি একেবারে এই মুহূর্তে না পাওয়ার কথা লিখেছেন তার ইস্তফাপত্রে।
তিনি তার কাজের ধরন নিয়েও চিঠিতে অকপটে লিখেছেন। অতিরিক্ত ‘ইনটেন্স’ যদি তার কাজের ধরন হয়ে থাকে সেই কথা তুলে ধরে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে পাঠানো পদত্যাগপত্রে প্রাক্তন এই ক্রিকেটার লিখেছেন, দায়িত্ব নেওয়ার সময় দলকে যে অবস্থায় পেয়েছিলেন, দলকে এর চেয়ে ভালো অবস্থানে রেখে যাচ্ছি বলেই বিশ্বাস। টি-২০ বিশ্বকাপ এবং অ্যাসেজ জয়ের পরে দীর্ঘসময়ের জন্য নতুন চুক্তি করতে চেয়েছিলেন ল্যাঙ্গার। বোর্ডের প্রস্তাব ছিল স্বল্পমেয়াদি। গত শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে প্রধান কোচের পদে চুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। এই ঘটনার পরের দিন বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলির কাছে মেলে পদত্যাগপত্র পাঠান ল্যাঙ্গার।
ল্যাঙ্গার তার পদত্যাগপত্রে লেখেন 'মাথা উঁচু করে বিদায়ের সুযোগ করে দিতে গতরাতে আমাকে অস্ট্রেলিয়ায় হতে চলা টি-২০ বিশ্বকাপের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত মেয়াদের চুক্তির প্রস্তাব দেওয়া হয়। চিন্তা-ভাবনার পর আমি চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছি। এখন যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ান ক্রিকেটে পরের অধ্যায় শুরু করাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।'
দীর্ঘ চিঠিতে তিনি আরও লেখেন 'সংবাদমাধ্যমে আসা বিভিন্ন খবর সত্যি হলে বলব প্রধান কোচের পদে আমার থাকাটা কয়েকজন সিনিয়র ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সমর্থন করছেন না। এটাও পরিষ্কার যে, সিএ ও নিকও চায় দল এখন নতুন নেতৃত্বে (নতুন কোচের হাত ধরে) এগিয়ে যাক। এই সিদ্ধান্তকে সম্মান করি। আমার জীবনের ভিত্তি সততা, মূল্যবোধ, বিশ্বাস ও পারফরম্যান্সের উপর দাঁড়িয়ে। এগুলো বাস্তবায়ন করতে গিয়ে যদি কখনও বাড়াবাড়ি করে থাকি তার জন্য ক্ষমা চাইছি। আমি কৃতজ্ঞ যে আজ মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। আশা করি, ভালো কাজ করেছি এবং ভবিষ্যতে দলের জন্য সাফল্য কামনা করছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।