বাংলা নিউজ > ময়দান > IND vs BAN 1st T20I: দাপুটে হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের, বাংলাদেশকে দুরমুশ করে সিরিজ শুরু ভারতের
ব্যাট চালাচ্ছেন হরমনপ্রীত। ছবি- এসিসি।

IND vs BAN 1st T20I: দাপুটে হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের, বাংলাদেশকে দুরমুশ করে সিরিজ শুরু ভারতের

India Women vs Bangladesh Women 1st T20I Live Score: শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশকে সস্তায় বাঁধেন দীপ্তিরা। পালটা ব্যাট করতে নেমে দাপুটে অর্ধশতরানে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ক্যাপ্টেন হরমনপ্রীত।

উইমেন্স প্রিমিয়র লিগে মাঠে নামলেও বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন হরমনপ্রীত কৌররা। প্রায় সাড়ে চার মাসের ব্যবধান কাটিয়ে এবার দেশের জার্সিতে ফিরলেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকারা। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে নতুন মরশুম শুরু করেন হরমনপ্রীতরা। সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এশিয়ান গেমসের আগে এই সিরিজ ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেহ নেই।

09 Jul 2023, 04:38:44 PM IST

ম্যাচের সেরা হরমনপ্রীত

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ম্যাচ জেতানো ৫৪ রানের ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হরমনপ্রীত কৌর।

09 Jul 2023, 04:23:17 PM IST

হরমনপ্রীতের হাফ-সেঞ্চুরিতে দাপুটে জয় ভারতের

১৬.১ ওভারে সালমার বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত কৌর। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান ভারতের ক্যাপ্টেন। পরের বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন হরমনপ্রীত। বাংলাদেশের ৫ উইকেটে ১১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৬.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ২২ বল বাকি থাকতে ৭ উইকেটের জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় টিম ইন্ডিয়া। হরমনপ্রীত ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৪ রান করে নট-আউট থাকেন। যস্তিকা ভাটিয়া ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৯ রানে নট-আউট থেকে যান।

09 Jul 2023, 04:18:30 PM IST

জয়ের দোরগোড়ায় ভারত

১৬তম ওভারে ৩ রান খরচ করেন নাহিদা। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৮ রান। জয়ের জন্য ৪ ওভারে ৭ রান দরকার তাদের। হরমনপ্রীত ৪৪ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 04:13:38 PM IST

১০০ টপকাল ভারত

১৫তম ওভারে সালমা খাতুনের বলে ১টি চার মারেন যস্তিকা ভাটিয়া। ওভারে ৯ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৫ রান। ৪২ রানে ব্যাট করছেন হরমনপ্রীত। জয়ের জন্য ৫ ওভারে ১০ রান দরকার ভারতের।

09 Jul 2023, 04:07:18 PM IST

স্মৃতি মন্ধনা আউট

১৩.১ ওভারে সুলতানার বলে স্মৃতি মন্ধনাকে স্টাম্প আউট করেন নিগার। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৮ রান করেন স্মৃতি। ভারত ৯১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৬ রান। জয়ের জন্য ৬ ওভারে ১৯ রান দরকার তাদের। হরমনপ্রীত ৪১ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 04:04:58 PM IST

রাবেয়াকে ছক্কা হাঁকালেন হরমনপ্রীত

১২.২ ওভারে রাবেয়ার বলে ছক্কা হাঁকান হরমনপ্রীত কৌর। ওভারের শেষ বলে চার মারেন তিনি। সেই ওভারে ১৩ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯১ রান। হরমনপ্রীত ও মন্ধনা উভয়েই ব্যক্তিগত ৩৮ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 04:01:18 PM IST

জীবনদান পেলেন হরমনপ্রীত

১১.৪ ওভারে নিজের বলেই হরমনপ্রীত কৌরের সহজ ক্যাচ ছাড়েন সুলতানা। ওভারে ৭ রান ওঠেন। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৮ রান। মন্ধনা ৩৬ ও হরমনপ্রীত ২৭ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 03:57:25 PM IST

জোড়া বাউন্ডারি হরমনপ্রীতের

১১তম ওভারে নাহিদার বলে ২টি চার মারেন হরমনপ্রীত কৌর। ওভারে ১০ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭১ রান। হরমনপ্রীত ২৪ ও মন্ধনা ৩২ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 03:50:19 PM IST

১০ ওভারে ভারতের দরকার ৫৪ রান

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬১ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন ৫৪ রান। স্মৃতি মন্ধনা ২৮ বলে ৩২ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন। হরমনপ্রীত কৌর ১৫ বলে ১৬ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।

09 Jul 2023, 03:45:54 PM IST

রাবেয়ার ওভারে ৫ রান

নবম ওভারে রাবেয়ার বলে ১টি চার মারেন মন্ধনা। ওভারে মোট ৫ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫৭ রান। মন্ধনা ৩০ ও হরমনপ্রীত ১৪ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 03:42:08 PM IST

৫০ টপকাল ভারত

অষ্টম ওভারে নাহিদার বলে ১টি চার মারেন হরমনপ্রীত। ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫২ রান। মন্ধনা ২৫ ও কৌর ১৪ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 03:38:41 PM IST

রাবেয়ার ওভারে ৪ রান

সপ্তম ওভারে রাবেয়ার বলে ৪ রান সংগ্রহ করে ভারত। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৫ রান। মন্ধনা ২২ ও হরমনপ্রীত ৯ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 03:34:53 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে সুলতানার বলে ১টি করে চার মারেন হরমনপ্রীত ও মন্ধনা। ওভারে ১১ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪১ রান। মন্ধনা ২২ ও হরমনপ্রীত ৬ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 03:31:16 PM IST

জোড়া বাউন্ডারি মন্ধনার

পঞ্চম ওভারে মারুফার প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ৯ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩০ রান। মন্ধনা ১৩ বলে ১৭ রান করেছেন। মেরেছেন ৩টি চার।

09 Jul 2023, 03:27:33 PM IST

জেমিমা রডরিগেজ আউট

৩.৬ ওভারে সুলতানা খাতুনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জমিমা রডরিগেজ। অফ-স্টাম্পের বাইরের বলে সজোরে ব্যাট চালান জেমিমা। বল ব্যাটের ভিতরের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১১ রান করে মাঠ ছাড়েন জেমিমা। ভারত ২১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কৌর।

09 Jul 2023, 03:21:04 PM IST

জোড়া বাউন্ডারি জেমিমার

তৃতীয় ওভারে মারুফার বলে ২টি চার মারেন জেমিমা রডরিগেজ। ওভারে ৯ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৯ রান। জেমিমা ১০ ও মন্ধনা ৮ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 03:17:54 PM IST

প্রথম বাউন্ডারি মন্ধনার

দ্বিতীয় ওভারে সালমা খাতুনের দ্বিতীয় বলে চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান। ৮ রানে ব্য়াট করছেন স্মৃতি।

09 Jul 2023, 03:15:13 PM IST

প্রথম ওভারেই আউট শেফালি

শেফালি বর্মাকে নিয়ে ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন মারুফা। তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শেফালি। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত রানের খাতা খোলার আগে উইকেটের খাতা খোলে। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। ১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১ রান।

09 Jul 2023, 02:58:07 PM IST

বাংলাদেশকে সস্তায় বাঁধল ভারত

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটের বিনিময়ে ১১৪ রান সংগ্রহ করে। ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ২৮ রান করে নট-আউট থাকেন স্বর্ণা আক্তার। জয়ের জন্য ভারতের দরকার ১১৫ রান। পূজা ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন।

09 Jul 2023, 02:55:59 PM IST

রান-আউট ঋতু

১৯.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ঋতু মণি। ১৩ বলে ১১ রান করেন তিনি। বাংলাদেশ ১১১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাহিদা।

09 Jul 2023, 02:51:16 PM IST

দীপ্তির বোলিং কোটা শেষ

১৯তম ওভারে ৫ রান খরচ করেন দীপ্তি শর্মা। বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০৭ রান। ২৩ রানে ব্যাট করছেন স্বর্ণা। দীপ্তি উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করেন।

09 Jul 2023, 02:47:59 PM IST

১০০ টপকাল বাংলাদেশ

১৭.৫ ওভারে শেফালির বলে ছক্কা মারেন স্বর্ণা। ওভারে ১০ রান ওঠে। ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০২ রান। স্বর্ণা ২১ রানে ব্যাট করছেন। শেফালি ৩ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

09 Jul 2023, 02:44:42 PM IST

অনুষাকে ছক্কা হাঁকালেন স্বর্ণা

১৬.২ ওভারে অনুষার বলে ছক্কা মারেন স্বর্ণা। ওভারে মোট ১২ রান ওঠে। ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৯২ রান। ১৪ রানে ব্যাট করছেন স্বর্ণা। অনুষা ৪ ওভারে ২৪ রান খরচ করেন।

09 Jul 2023, 02:41:16 PM IST

শোভনাকে ফেরালেন শেফালি 

১৫.৫ ওভারে শেফালি বর্মার বলে শোভনাকে স্টাম্প-আউট করেন যস্তিকা ভাটিয়া। ৩৩ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন শোভনা। তিনি ২টি চার মারেন। বাংলাদেশ ৭৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋতু মণি। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৮০ রান।

09 Jul 2023, 02:37:08 PM IST

দীপ্তির ওভারে ২ রান

১৫তম ওভারে মাত্র ২ রান খরচ করেন দীপ্তি শর্মা। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭৬ রান। দীপ্তি ৩ ওভারে সাকুল্যে ৯ রান খরচ করেছেন। ২২ রানে ব্যাট করছেন শোভনা।

09 Jul 2023, 02:33:40 PM IST

শেফালির ওভারে ৪ রান

১৪তম ওভারে প্রথমবার বল করতে আসেন শেফালি বর্মা। নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করেন তিনি। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭৪ রান। ২১ রানে ব্যাট করছেন শোভনা।

09 Jul 2023, 02:31:10 PM IST

টাইট বোলিং অনুষার

১৩তম ওভারে ১টি ওয়াইড করেন অনুষা। ওভারে ৫ রান ওঠে। ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭০ রান। ২৫ বলে ১৮ রান করেছেন শোভনা। ৩ ওভারে ১২ রান খরচ করেছেন অনুষা।

09 Jul 2023, 02:26:31 PM IST

রান-আউট হতে হতে বাঁচলেন শোভনা

ভাগ্য সঙ্গ দিল শোভানার। ১১.৪ ওভারে রান-আউট হতে হতে বাঁচলেন তিনি। বোলার মিন্নু বল ধরে স্টাম্পে ছুঁড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। বল স্টাম্পে লাগলে আউট হয়ে সাজঘরে ফিরতে হতো শোভনাকে। ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৬৫ রান। ১৬ রানে ব্যাট করছেন শোভনা।

09 Jul 2023, 02:21:46 PM IST

নিগার সুলতানা রান-আউট

১০.৩ ওভারে নিজের ভুলেই রান-আউট হয়ে মাঠ ছাড়েন নিগার সুলতানা। ৭ বলে ২ রান করেন বাংলাদেশের ক্যাপ্টেন। ৫৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাট করতে নামেন স্বর্ণা। ১১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৫৯ রান।

09 Jul 2023, 02:16:14 PM IST

শোভনার ক্যাচ ছাড়লেন পূজা

৯.২ ওভারে মিন্নুর বলে শোভনার ক্যাচ ছাড়েন পূজা বস্ত্রকার। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫৭ রান। ১১ রানে ব্যাট করছেন শোভনা।

09 Jul 2023, 02:10:57 PM IST

সাথীকে ফেরালেন পূজা

৮.৩ ওভারে পূজা বস্ত্রকারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাথী রানি। ২৬ বলে ২২ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলাদেশ দলগত ৫২ রানের মাথায় ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিগার সুলতানা। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫৩ রান।

09 Jul 2023, 02:06:45 PM IST

৫০ টপকাল বাংলাদেশ

অষ্টম ওভারে অনুষা ২টি ওয়াইড বল করেন। তাঁর ওভারে মোট ৫ রান ওঠে। ৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫১ রান। সাথী ২২ ও শোভনা ৯ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 02:01:24 PM IST

আমনজ্যোৎ-এর ওভারে ৩টি বাউন্ডারি

সপ্তম ওভারে আমনজ্যোৎ কৌরের বলে পরপর ৩টি চার মারেন সাথী রানি। ওভারে ১২ রান ওঠে। ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪৬ রান। ২২ রানে ব্যাট করছেন সাথী।

09 Jul 2023, 01:57:07 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে দীপ্তির পঞ্চম বলে চার মারেন শোভনা। ওভারে মোট ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৪ রান। সাথী ১০ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 01:52:16 PM IST

শামিমাকে ফেরালেন মিন্নু

পঞ্চম ওভারে বল করতে আসেন অভিষেককারী মিন্নু মণি। দ্বিতীয় বলে ছক্কা মারেন শামিমা। তৃতীয় বলে চার মারেন তিনি। চতুর্থ বলে জেমিমার হাতে ধরা পড়ে যান শামিমা। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ১৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শোভনা। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৮ রান।

09 Jul 2023, 01:47:54 PM IST

কৃপণ বোলিং দীপ্তির

চতুর্থ ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় ভারত। বল করতে আসেন দীপ্তি শর্মা। তাঁর ওভারে ২ রান ওঠে। লেগ-বাই হিসেবে আসে ১ রান। ৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৬ রান।

09 Jul 2023, 01:45:32 PM IST

প্রথম বাউন্ডারি সাথীর

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন পূজা। দ্বিতীয় বলে চার মারেন সাথী। ওভারে মোট ৭ রান ওঠে। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৪ রান। সাথী ও শামিমা, উভয়েই ব্যক্তিগত ৭ রানে ব্যাট করছেন।

09 Jul 2023, 01:40:13 PM IST

বাউন্ডারিতে খাতা খুললেন শামিমা

দ্বিতীয় ওভারে বল করতে আসেন আমনজ্যোৎ কৌর। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন শামিমা। পঞ্চম বলে ১ রান নেন তিনি। শেষ বলে ২ রান সংগ্রহ করেন সাথী। ওভারে মোট ৭ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৭ রান।

09 Jul 2023, 01:33:24 PM IST

পূজার মেডেন ওভারে ম্যাচ শুরু

সাথীকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শামিমা। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন পূজা বস্ত্রকার। প্রথম ওভারে কোনও রান খরচ করেননি পূজা। ৬টি বলের মোকাবিলা করেন সাথী।

09 Jul 2023, 01:25:11 PM IST

বাংলাদেশের প্রথম একাদশ

নিগার সুলতানা (ক্যাপ্টেন ও উইকেটকিপার), সালমা খাতুন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, ঋতু মণি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, শোভনা মস্তারি, সাথী রানি, সুলতানা খাতুন ও রাবেয়া।

09 Jul 2023, 01:19:00 PM IST

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হার্লিন দেওল, হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, আমনজ্যোৎ কৌর, অনুষা বারেড্ডি ও মিন্নু মণি।

09 Jul 2023, 01:09:36 PM IST

টস জিতল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশকে। সুতরাং, মীরপুরে রান তাড়া করবে ভারতীয় দল।

09 Jul 2023, 01:03:44 PM IST

ভারতের হয়ে টি-২০ অভিষেক দুই ক্রিকেটারের 

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে আত্মপ্রকাশ করলেন মিন্নু মণি ও অনুষা বারেড্ডি। দুই ক্রিকেটারের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধনা।

09 Jul 2023, 12:51:31 PM IST

ভারতের টি-২০ স্কোয়াড

হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হার্লিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, সাব্বিনেনি মেঘনা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, অঞ্জলি সার্বানি, মণিকা প্যাটেল, রাশি কানোজিয়া, অনুষা বারেড্ডি ও মিন্নু মণি।

09 Jul 2023, 12:50:52 PM IST

রিচাদের ছাড়াই লড়াইয়ে ভারত

বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা হয়নি রিচা ঘোষ, রেনুকা সিং ঠাকুর, শিখা পান্ডে, রাজেশ্বরী গায়কোয়াড়দের। সুতরাং, প্রথম সারির বেশ কিছু তারকাকে ছাড়াই মাঠে নামছেন হরমনপ্রীত কৌররা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওয়েডিং রিংয়ের সঙ্গে শাঁখার তুলনা! বিতর্কিত মন্তব্যের পর মমতাকে কটাক্ষ তসলিমার বহরমপুরের আইসিকে সরালো কমিশন, অধীরের অভিযোগের পরই পদক্ষেপ সামনে এল রাজভবনের সিসি ফুটেজ, কী আছে তাতে? ওসির ঘরে ঢুকলেন মহিলা তারপর কী হল… ডোমজুরে রাস্তায় মারধর ‘সাথী’র নায়িকাকে! তোলাবাজদের বিরুদ্ধে হাইকোর্টে অনুমিতা গরমে দই খেলে কী হয়? এই ৫টি পয়েন্ট সব সময়ে মনে রাখুন বিরল রোগ ২০ মাসের খুদের, ফ্রি'তে ১৭.৫ কোটি টাকার থেরাপি বাংলার সরকারি হাসপাতালে ভারতীয় দলের তারকা ওপেনারের বিরুদ্ধে তোপ শামির, কী বললেন আহত পেসার জীবন কঠিন হয়ে পড়েছে? নিজেকে শান্ত রাখতে মাথায় রাখুন এই মোক্ষম ১০ টিপ্স এক সপ্তাহের মধ্যেই শেষ পানেসারের রাজনৈতিক কেরিয়ার! প্রার্থী পদ প্রত্যাহার করলেন ‘‌বিরোধী দল হিসেবে তৃণমূলের ধৈর্য প্রশংসনীয়’‌, কাঁথির বৈঠকে শুভেন্দুর মন্তব্য

Latest IPL News

ভারতীয় দলের তারকা ওপেনারের বিরুদ্ধে তোপ শামির, কী বললেন আহত পেসার IPL 2024-ক্রিকেট ছেড়ে অন্য ভূমিকায় কামিন্স! হঠাৎ নাচলেন বলিউডের গানে-ভিডিয়ো জন্মদিনে কামিন্সের জন্য গান সমর্থকদের, পাল্টা জয় উপহার দিলেন অধিনায়ক- ভিডিয়ো ম্যাচের পর কেএল রাহুলকে বকা সঞ্জীব গোয়েঙ্কার,পাল্টা দিলেন প্রাক্তন নাইট ডিরেক্টর ICC ODI WC 2023-এর ভয়ঙ্কর স্মৃতির কথা মনে করলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান IPL 2024: MI ব্যর্থতার কারণ কি হার্দিকের নেতৃত্বের কৌশল! প্রশ্নের মুখে পান্ডিয়া স্কুলে যাওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত, ভারতীয় ক্রিকেটারের রহস্য ফাঁস! যুবি পাজি ধন্যবাদ- দুরন্ত ইনিংস খেলে যুবরাজ সিংকে কৃতিত্ব দিলেন অভিষেক শর্মা! SRK-কে দেখে শিখুন গোয়েঙ্কা! KL-কে ‘ঝাড়’ দেওয়ায় বলল নেটপাড়া, ফিরল ধোনির স্মৃতি T20 WC 2024-র পাওয়ার প্লেতেও দেখা যাবে এমন ঝোড়ো ব্যাটিং! ট্র্যাভিসের হুঙ্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.