সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েও একা কৃতিত্ব নিলেন না পন্ত, কাদের কৃতিত্ব দিলেন জানেন?
1 মিনিটে পড়ুন . Updated: 17 Jul 2022, 11:36 PM IST- ওয়ান ডে কেরিয়ারের প্রথম শতরান করে ম্যাঞ্চেস্টারে ভারতকে জয় এনে দেন ঋষভ পন্ত।
কেরিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি। তাও যদি চাপের মুখে দলকে ম্যাচ জেতানো পারফর্ম্যান্স হয়ে থাকে, তবে সঙ্গত কারণেই সব ক্রিকেটারের কাছে তা স্মরণীয় হয়ে থাকবে। ঋষভ পন্ত সেটা স্বীকারও করে নেন। তবে দলকে জেতানোর কৃতিত্ব একা নিতে চাইলেন না টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার। বরং নিজের সেঞ্চুরির থেকেও বেশি করে তিনি কৃতিত্ব ভাগ করে দিলেন বোলারদের। স্পষ্ট জানালেন, বোলাররাই ভারতের জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন।
ম্যাচের সেরার পুরস্কার নিয়ে পন্ত বলেন, ‘প্রথম ওয়ান ডে সেঞ্চুরি আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। তবে আমি যখন ক্রিজে ছিলাম, (সেঞ্চুরিতে নয়) প্রতিটা বল ধরে এগনোয় নজর ছিল আমার। দল যখন চাপে থাকে, তখন এমন ইনিংস খেলার অভিলাষ থাকে সবার।’
আরও পড়ুন:- IND vs ENG 3rd ODI: হার্দিক-পন্তের সাঁড়াশি আক্রমণে ব্রিটিশ সাম্রাজ্য দখল ভারতের
পরক্ষণেই পন্ত বলেন, ‘ব্যাট করার জন্য আদর্শ পিচ ছিল। এমন পিচে প্রতিপক্ষকে ২৬০ রানে বেঁধে রাখার জন্য বোলারদের কৃতিত্ব প্রাপ্য। শুধু এই ম্যাচে নয়, ওরা সারা সিরিজেই ভালো বল করছে। শুধু এই সিরিজেই নয়, বোলাররা সারা বছর ধরে ভালো বল করে গিয়েছে।’
উল্লেখ্য, ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ২১ রানে ২ উইকেট হারানোর পরে ব্যাট হাতে ক্রিজে আসেন ঋষভ পন্ত। পরে টিম ইন্ডিয়া দলগত ৭২ রানের মধ্যে আরও ২টি উইকেট হারিয়ে বসে। ১৬.২ ওভারে দল চার উইকেট হারিয়ে বসার পরে পন্ডিয়াকে নিয়ে শুরু হয় পন্তের লড়াই। পান্ডিয়া ৭১ রান করে সাজঘরে ফিরলেও দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন পন্ত। তিনি ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন।