এমনিতেই ব্যাটে রানের খরা। বহু দিন ধরে তাঁর হতাশাজনক পারফরম্যান্সের কারণে চলছে তীব্র সমালোচনা। তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়েও প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা সরব। সেই সময়েই চোট পেয়ে আরও বড় ধাক্কা খেলেন বিরাট কোহলি। একেবারে গোদের উপর বিষফোঁড়া! এই চোটের কারণে তিনি সম্ভবত প্রথম ওডিআই খেলতে পারবেন না।
জানা গিয়েছে, তৃতীয় টি-টোয়েন্টি খেলার সময়েই কোহলির কুঁচকিতে চোট লাগে। তবে তাঁর চোটের ঠিক কী পরিস্থিতি বা কতটা ব্যথা রয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সম্ভবত প্রথম ওডিআই-তে ৩৩ বছরের তারকাকে বিরতি দিতে পারে। তবে প্রথমে ওডিআই খেলতে না পারলেও লর্ডসে (১৪ জুলাই) এবং ম্যাঞ্চেস্টারে (১৭ জুলাই) পরবর্তী দু'টি ম্যাচের জন্য তাঁকে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘ক্যাচ ধরছেন, না মাছ’,কোহলির ফিল্ডিং নিয়েও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেছেন, ‘গত ম্যাচের সময় বিরাটের কুঁচকিতে স্ট্রেন হয়েছিল। তবে ফিল্ডিংয়ের সময়, না ব্যাটিংয়ের সময় হয়েছিল, তা নিশ্চিত করা যায়নি। তিনি সম্ভবত আগামীকাল (মঙ্গলবার) ওভালে প্রথম ওডিআই মিস করবেন। কারণ কুঁচকির চোটের ক্ষেত্রে বিশ্রামের প্রয়োজন রয়েছে।’
আরও পড়ুন: সৌরভ, কুম্বলেও তো বাদ পড়েছিল- কোহলির বিরুদ্ধে অস্ত্র শানালেন প্রসাদ, বীরুরা
সূত্র মারফৎ এ কথাও জানা গিয়েছে যে, কোহলি টিম বাসে নাটিংহ্যাম থেকে লন্ডনে যাননি। কারণ তাঁর চোটের মূল্যায়ণ করার জন্য একটি মেডিকেল চেক আপ করানোর প্রয়োজন রয়েছে। তাই তাঁকে সেখানে রেখে দেওয়া হয়েছে। সোমবার শুধুমাত্র ওডিআই-এ নির্বাচিত প্লেয়ারদের মধ্যে শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর এবং প্রসিধ কৃষ্ণ লন্ডনের ওভালের মাঠে ঐচ্ছিক নেট সেশন করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।