HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs NZ 2nd ODI: ২০ ওভারেই ওয়ান ডে ম্য়াচ জয়, কিউয়িদের বিধ্বস্ত করে সিরিজ জিতল ভারত

IND vs NZ 2nd ODI: ২০ ওভারেই ওয়ান ডে ম্য়াচ জয়, কিউয়িদের বিধ্বস্ত করে সিরিজ জিতল ভারত

India vs New Zealand 1st ODI Live Score: শামি-পান্ডিয়াদের আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে নিউজিল্যান্ড অতি সস্তায় অল-আউট হয়ে যায়। রোহিত শর্মার অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরিতে ভর করে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

দাপুটে জয় ভারতের। ছবি- এপি।

হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রানের ইনিংস গড়েও কষ্ট করে জিততে হয়েছে ভারতকে। এবার রায়পুরের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। যদিও উপ্পলে ব্রেসওয়েলরা যে রকম পালটা লড়াই চালান, তাতে রোহিতদের কাজ সহজ হবে না বলে মনে করা হচ্ছিল। নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালাবে বলে আসা করা হচ্ছিল। যদিও রায়পুরে নিউজিল্যান্ড কার্যত বিধ্বস্ত করে সিরিজ জয় নিশ্চিত করেন রোহিত শর্মারা।

21 Jan 2023, 07:04 PM IST

ম্যাচের সেরা শামি

৬ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট ধকল করেন মহম্মদ শামি। রোহিত শর্মা হাফ-সেঞ্চুরি করলেও ম্য়াচের সেরার পুরস্কার জেতেন তারকা পেসার।

21 Jan 2023, 07:03 PM IST

সিরিজ জিতল ভারত

হায়দরাবাদের প্রথম ওয়ান ডে ম্য়াচ জিতে সিরিজে ১-০ লিড নিয়েছিল ভারত। এবার রায়পুরের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

21 Jan 2023, 06:28 PM IST

৮ উইকেটে জয় ভারতের

নিউজিল্যান্ডের ১০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৭৯ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শুভমন গিল ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ইশান কিষাণ ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৮ রান করে নট-আউট থাকেন।

21 Jan 2023, 06:19 PM IST

বিরাট কোহলি আউট

১৮.১ ওভারে স্যান্টনারের বলে বিরাট কোহলিকে স্টাম্প আউট করেন টম লাথাম। ৯ বলে ১১ রান করেন কোহলি। মারেন ২টি চার। ভারত ৯৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষাণ। তিনি ওভারের তৃতীয় বলে চার মারেন। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০২ রান।

21 Jan 2023, 06:15 PM IST

জয়ের দোরগোড়ায় ভারত

১৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৯৮ রান। ৫০ বলে ৩৫ রান করেছেন শুভমন গিল। তিনি ৫টি চার মেরেছেন। ৮ বলে ১১ রান করেছেন বিরাট কোহলি। তিনি ২টি চার মেরেছেন। জয়ের জন্য ভারতের দরকার ৩২ ওভারে ১১ রান।

21 Jan 2023, 06:00 PM IST

রোহিত শর্মা আউট

১৪.২ ওভারে হেনরি শিপলির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। নীচু বলে পিছনের পায়ে ভর করে শট নেওয়ার চেষ্টায় আউট হন হিটম্যান। ৫০ বলে ৫১ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ২টি ছক্কা। ভারত ৭২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শুভমন গিল।

21 Jan 2023, 05:52 PM IST

হাফ-সেঞ্চুরি রোহিতের

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ১৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭১ রান। রোহিত ৫০ ও গিল ২০ রানে ব্যাট করছেন।

21 Jan 2023, 05:36 PM IST

৫০ টপকাল ভারত

দশম ওভারে টিকনারের বলে ১টি চার ও ১টি ছক্কা মেরে ভারতকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান রোহিত শর্মা। ১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২ রান। রোহিত শর্মা ৪০ বলে ৩৮ রান করেছেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

21 Jan 2023, 05:34 PM IST

ব্যাট চালাচ্ছেন রোহিত

৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৪১ রান। ৩৪ বলে ২৭ রান করছেন রোহিত। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৪ রান করেছেন শুভমন গিল।

21 Jan 2023, 05:19 PM IST

ইতিবাচক শুরু ভারতের

৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৪ রান। ২৪ বলে ১৮ রান করেছেন রোহিত শর্মা। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৬ বলে ৬ রান করেছেন শুভমন গিল। তিনি ১টি চার মেরেছেন।

21 Jan 2023, 04:55 PM IST

ভারতের রান তাড়া শুরু

লক্ষ্য ছোট হলেও শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন লকি ফার্গুসন। শেষ বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত। দ্বিতীয় ওভারে বল করতে আসেন হেনরি শিপলি। পঞ্চম বলে চার মারেন হিটম্যান। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫ রান।

21 Jan 2023, 04:11 PM IST

১০০ টপকে অল-আউট নিউজিল্যান্ড

৩৪.৩ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ব্লেয়ার টিকনার। ৭ বলে ২ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১০৮ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, ম্যাচ তথা সিরিজ জয়ের জন্য ভারতের দরকার ১০৯ রান। ৯ বলে ২ রান করে অপরাজিত থাকেন শিপলি। ভারতের হয়ে শামি ১৮ রানে ৩টি উইকেট নেন। ১৬ রানে ২টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৭ রানে ২টি উইকেট সংগ্রহ করেন ওয়াশিংটন। এছাড়া ১টি করে উইকেট দখল করেন মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।

21 Jan 2023, 04:05 PM IST

ফার্গুসনকে ফেরালেন সুন্দর

ঠিক যেভাবে ফিলিপসের উইকেট তুলে নিয়েছিলেন ওয়াশিংটন, হুবহু একইভাবে লকি ফার্গুসনকে ফেরালেন তিনি। ৩৩.১ ওভারে সুন্দরের বলে সূর্যকুমারের হাতে ধরা পড়েন ফার্গুসন। ৯ বলে ১ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১০৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ব্লেয়ার টিকনার।

21 Jan 2023, 03:58 PM IST

ওয়াশিংটনের শিকার ফিলিপস

৩১.১ ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ৫২ বলে ৩৬ রান করেন ফিলিপস। মারেন ৫টি চার। নিউজিল্যান্ড ১০৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লকি ফার্গুসন।

21 Jan 2023, 03:52 PM IST

স্যান্টনারকে ফেরালেন হার্দিক

৩০.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মিচেল স্যান্টনার। ৩৯ বলে ২৭ রান করেন স্যান্টনার। তিনি ৩টি চার মারেন। নিউজিল্যান্ড ১০৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেনরি শিপলি।

21 Jan 2023, 03:49 PM IST

১০০ টপকাল নিউজিল্যান্ড

৩০তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১০৩ রান। ৫১ বলে ৩৬ রান করেছেন গ্লেন ফিলিপস। তিনি ৫টি চার মেরেছেন। ৩৮ বলে ২৭ রান করেছেন স্যান্টনার। তিনি ৩টি চার মেরেছেন।

21 Jan 2023, 03:27 PM IST

স্যান্টনারের ক্যাচ ছাড়লেন কুলদীপ

২৩.৩ ওভারে নিজের বলেই মিচেল স্যান্টনারের ক্যাচ ছাড়েন কুলদীপ যাদব। ২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৭৩ রান। গ্লেন ফিলিপস ৩৮ বলে ২৬ রান করেছেন। ২১ বলে ৮ রান করেছেন স্যান্টনার।

21 Jan 2023, 03:07 PM IST

ব্রেসওয়েলকে ফেরালেন শামি

১৯তম ওভারে শামির প্রথম ২টি বলে পরপর ২টি চার মেরে নিউজিল্যান্ডকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান মাইকেল ব্রেসওয়েল। তৃতীয় বলে ইশান কিষাণের দস্তানায় ধরা পড়েন তিনি। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ২২ রান করে মাঠ ছাড়েন ব্রেসওয়েল। নিউজিল্যান্ড দলগত ৫৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্যান্টনার। শামি ৬ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন।

21 Jan 2023, 02:51 PM IST

১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৩৩ রান। ১৫ বলে ১২ রান করেছেন গ্লেন ফিলিপস। তিনি ৩টি চার মেরেছেন। ১৪ বলে ৫ রান করেছেন ব্রেসওয়েল। তিনি ১টি চার মেরেছেন।

21 Jan 2023, 02:28 PM IST

লাথামকে ফেরালেন শার্দুল

১০.৩ ওভারে শার্দুল ঠাকুরের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন টম লাথাম। ১৭ বলে ১ রান করেন লাথাম। নিউজিল্যান্ড দলগত ১৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাইকেল ব্রেসওয়েল।

21 Jan 2023, 02:22 PM IST

কনওয়েকে ফেরালেন হার্দিক

৯.৪ ওভারে নিজের বলেই ডেভন কনওয়ের দুর্দান্ত ক্যাচ ধরেন হার্দিক পান্ডিয়া। ১৬ বলে ৭ রান করেন ডেভন। মারেন ১টি চার। নিউজিল্যান্ড ১৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস। হার্দিক নিজের প্রথম ওভারে কোনও রান খরচ না করেই ১টি উইকেট তুলে নেয়।

21 Jan 2023, 02:06 PM IST

মিচেলকে ফেরালেন শামি

৬.১ ওভারে মহম্মদ শামির বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন ডারিল মিচেল। ৩ বলে ১ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন টম লাথাম। ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০ রান। শামি ৪ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

21 Jan 2023, 02:00 PM IST

নিকোলসকে ফেরালেন সিরাজ

৫.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে স্লিপে শুভমন গিলের হাতে ধরা পড়েন হেনরি নিকোলস। ২০ বলে ২ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল।

21 Jan 2023, 01:55 PM IST

নড়বড়ে শুরু নিউজিল্যান্ডের

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ফলে পাওয়ার প্লে-তেও হাত খোলার সাহস দেখাচ্ছেন না কিউয়ি ব্যাটসম্যানরা। ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৮ রান। ১৭ বলে ২ রান করেছেন হেনরি নিকোলস। ৮ বলে ২ রান করেছেন কনওয়ে।শামি ৩ ওভারে ১টি মেডেন-সহ ৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ২ ওভারে ৩ রান খরচ করেছেন সিরাজ।

21 Jan 2023, 01:31 PM IST

প্রথম ওভারেই অ্যালেনকে ফেরালেন শামি

ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতে নামেন ফিন অ্যালেন। বোলিং শুরু করেন মহম্মদ শামি। ওভারের পঞ্চম বলে অ্যালেনের স্টাম্প ছিটকে দেন শামি। ৫ বল খেলে খাতা খোলার আগেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন ফিন। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে নিউজিল্যান্ড। ব্যাট করতে নামেন হেনরি নিকোলস। উইকেট মেডেন ওভার শামির।

21 Jan 2023, 01:13 PM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম লাথাম (ক্যাপ্টেন ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।

21 Jan 2023, 01:12 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

21 Jan 2023, 01:11 PM IST

অপরিবর্তিত দল নিয়ে লড়াইয়ে ভারত

প্রথম ওয়ান ডে ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারত। উইনিং কম্বিনেশন ধরে রাখায় এই ম্যাচেও রিজার্ভ বেঞ্চে থাকতে হচ্ছে উমরান মালিক, শাহবাজ আহমেদদের। নিউজিল্যান্ডও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

21 Jan 2023, 01:05 PM IST

টস জিতলেন রোহিত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতল ভারত। টস এবার টস জিতে রোহিত শর্মা শুরুতে বল করার সিদ্ধান্ত নেন। সুতরাং, রায়পুরে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

21 Jan 2023, 12:55 PM IST

তিন ডাবল সেঞ্চুরিয়ানকে নিয়ে মাঠে নামছে ভারত

ওয়ান ডে ক্রিকেটে এমন নজির আর কোনও দলের নেই। ভারত একসঙ্গে তিনজন ডাবল সেঞ্চুরিয়ানকে নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে খেলতে নামছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। একটি করে দ্বিশতরান করেছেন শুভমন গিল ও ইশান কিষাণ।

21 Jan 2023, 12:29 PM IST

সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে

১-০ ব্যবধানে এগিয়ে থেকে রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে ভারত। সুতরাং, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ইন্দোরের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি নিছক নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সুযোগ এসে যাবে কম্বিনেশন নিয়ে পরীক্ষি নিরীক্ষা চালানোর।

21 Jan 2023, 12:26 PM IST

সিরিজের প্রথম ম্যাচের ফলাফল

হায়দরাবাদে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনিময়ে ৩৪৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। শুভমন গিল ১৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ২০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৯.২ ওভারে ৩৩৭ রানে অল-আউট হয়ে যায়। ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ভারত। মাইকেল ব্রেসওয়েল ১২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ১৪০ রান করে আউট হন। মহম্মদ সিরাজ ৪৬ রানে ৪টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হন গিল।

Latest News

টিমের জার্সি ঘুরিয়ে জয়ের সেলিব্রেশন রণবীরের, ISL ফাইনাল ঘিরে তুমুল উত্তেজনা প্রয়োজনে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হবে, ২ সংস্থাকে নির্দেশ মন্ত্রীর বাম জমানায় 'গুন্ডা' থেকে তৃণমূলের নেতা, কীভাবে টেন্ডার দুর্নীতি চালাত শাহজাহান? পেইন কিলার ছাড়াই কমবে ব্যথা! কী এই ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন সন্দেশখালির রেখা পাত্র সহ ৬ বিজেপি প্রার্থী ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে বলিউডি ফিল্মি বাড়ির ছেলে, একাধিক পরকীয়ায় নাম জড়ায়, কথা বন্ধ করত বউ, বলুন তো কে IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো জলস্তর নামছে হুগলি নদীর, প্রবল গরমে এবার নয়া সংকটের মুখে তিলোত্তমা

Latest IPL News

IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো এই ব্যর্থতা ব্যাটিং ইউনিটের, কেকেআরের কাছে হেরে বোলারদের আড়াল করলেন ঋষভ পন্ত ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.