বাংলা নিউজ > ময়দান > IND vs PAK: আউট হয়েছেন কেউ বুঝতেই পারেননি, খেলোয়াড়সুলভ মানসিকতায় নিজেই মাঠ ছেড়ে প্রশংসা কুড়োলেন ফখর জামান, ভিডিয়ো

IND vs PAK: আউট হয়েছেন কেউ বুঝতেই পারেননি, খেলোয়াড়সুলভ মানসিকতায় নিজেই মাঠ ছেড়ে প্রশংসা কুড়োলেন ফখর জামান, ভিডিয়ো

আউট হয়ে সাজঘরে ফিরছেন ফখর জামান। ছবি- এএফপি (AFP)

ফখর জামান ক্রিজ ছেড়ে হাঁটা লাগানোর পরে ভারতীয় ক্রিকেটারদের শরীরি ভাষায় অবিশ্বাস ফুটে ওঠে।

টুর্নামেন্ট হারলে ক্ষতি নেই, তবে ভারতকে হারালেই চলবে। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামলে জাতীয় দলের কাছ থেকে পাক সমর্থকদের চাহিদা থাকে কার্যত এরকমই। প্রত্যাশার বিপুল চাপ সঙ্গে নিয়ে মাঠে নামতে হয় বলেই ক্রিকেটারদের অনেক সময় ছল-চাতুরির আশ্রয় নিতে দেখা যায়। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফখর জামান অবশ্য কোনও রকম ছল-চাতুরির রাস্তায় হাঁটলেন না। বরং খেলোয়াড়সুলভ মানসিকতার চূড়ান্ত নিদর্শন পেশ করেন তিনি।

এশিয়া কাপের উত্তেজক ম্যাচে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। ইনিংসের ৫.৫ ওভারে আবেশ খানের শর্ট বলে ব্যাট চালান ফখর। বল চলে যায় উইকেটকিপার দীনেশ কার্তিকের দস্তানায়।

বল যে ফখরের ব্যাটের কানা ছুঁয়ে কার্তিকের দস্তানায় জমা পড়েছে, সেটা বুঝতে পারেননি কেউই। বোলার-উইকেটকিপার কারও মধ্যেই কোনও হেলদোল ছিল না। দর্শকদের চিৎকারে ব্যাটে বল লাগার কোনও আওয়াজ শোনা যায়নি। আম্পায়ারও কোনও তৎপরতা দেখাননি। তবে ফখর বুঝতে পারেন বল তাঁর ব্যাটে লেগেছে। তাই আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ক্রিজ ছেড়ে হাঁটা লাগান তিনি।

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

মাত্র ১০ রান করে আউট হলেও ফখরের খেলোয়াড়সুলভ মানসিকতা প্রশংসিত হচ্ছে ক্রিকেটমহলে। সঙ্গত কারণেই নেটিজেনদের চর্চায় চলে আসেন পাক তারকা।

আরও পড়ুন:- 'কাছাকাছি পৌঁছলেও জীবন সার্থক হবে', তিন ফর্ম্যাটেই ১০০ ম্যাচের জন্য কোহলিকে অভিনন্দন রোহিতদের: ভিডিয়ো

পাকিস্তান ভারতের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায়। মহম্মদ রিজওয়ান দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন। বাবর আজম ১০ রান করে মাঠ ছাড়েন। ২৮ রান করেন ইফতিকার আহমেদ। এছাড়া হ্যারিস রউফ ১৩ ও শাহনওয়াজ দাহানি ১৬ রানের যোগদান রাখেন।

ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ২৬ রানে ৪টি উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ২৫ রান খরচ করে তুলে নেন ৩টি উইকেট। এছাড়া ২টি উইকেট নেন অর্শদীপ সিং এবং ১টি উইকেট পকেটে পোরেন আবেশ খান। যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা কোনও উইকেট পাননি।

বন্ধ করুন