IND vs SA: শেষবেলায় এলগারের প্রতিরোধ ভাঙলেন বুমরাহ, উত্তেজক মোড় নিয়েছে কেপ টাউন টেস্ট
Updated: 13 Jan 2022, 09:25 PM IST- জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে ২১২ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া।
সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের পর ভারতের সামনে সুযোগ ছিল জোহানেসবার্গেই সিরিজ পকেটে পুরে ইতিহাস গড়ার। তবে ওয়ান্ডারার্সে টিম ইন্ডিয়া হেরে বসায় সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই কেপ টাউনের তৃতীয় টেস্ট নির্ণায়ক রূপ নিয়েছে। নিউল্যান্ডসে জয় তুলে নিয়ে সিরিজের দখল নেওয়ার হাতছানি রয়েছে উভয় দলের সামনেই। তবে ভারত যেহেতু কখনও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি, তাই তাদের সামনে হাতছানি রয়েছে কেপ টাউনে নতুন অধ্যায় রচনার।
ডিন এলগার আউট হওয়া মাত্রই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। সুতরাং, শেষ ২ দিনে ম্যাচ তথা সিরিজ জিততে দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ১১১ রান। ম্যাচ তথা সিরিজ জিতে ইতিহাস গড়তে হলে ভারতকে তুলে নিতে হবে ৮টি উইকেট। আপাতত কিগান পিটারসেন ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৪৮ রান করে অপরাজিত রয়েছেন।
অবশেষে এলগারের প্রতিরোধ ভাঙল ভারত। ২৯.৪ ওভারে বুমরাহর বলে পন্তের দস্তানায় ধরা পড়েন প্রোটিয়া দলনায়ক। ৩টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৩০ রান করে ক্রিজ ছাড়েন এলগার। দক্ষিণ আফ্রিকা ১০১ রানে ২ উইকেট হারায়।
২৯তম ওভারে শেষ ইনিংসে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। ২৯ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ১০১/১। পিটারসেন ৬১ বলে ৪৮ রান করেছেন। এলগার ব্যাট করছেন ৯২ বলে ৩০ রান করে। জয়ের জন্য মাত্র ১১১ রান দরকার দক্ষিণ আফ্রিকার।
২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। জয়ের জন্য তাদের দরকার মাত্র ১২৯ রান। ডিন এলগার ৩০ ও কিগান পিটারসেন ৩১ রানে ব্যাট করছেন।
১৭তম ওভারে দক্ষিণ আফ্রিকা শেষ ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। তাদের স্কোর ৫৩/১। জয়ের জন্য আরও ১৫৯ রান প্রয়োজন প্রোটিয়াদের। এলগার ৫৫ বলে ১৭ রান করেছেন। ২৬ বলে ১৫ রান করেছেন পিটারসেন।
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩১ রান তুলেছে। ৩২ বলে ৭ রান করেছেন ডিন এলগার। ৬ বলে ৪ রান করেছেন কিগান পিটারসেন।
৭.৩ ওভারে শামির বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন এডেন মার্করাম। ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৬ রান করে আউট হন প্রোটিয়া ওপেনার। দক্ষিণ আফ্রিকা ২৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কিগান পিটারসেন।
৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে। ডিন এলগার ১৭ বলে ৩ রান করেছেন। ১৩ বলে ৮ রান করেছেন এডেন মার্করাম। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ১৯৭ রান দরকার।
জয়ের জন্য ২১২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ওপেন করতে নামেন এডেন মার্করাম ও ক্যাপ্টেন ডিন এলগার। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারে ৪ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মার্করাম।
ভারত দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অল-আউট হয়। সুতরাং, প্রথম ইনিংসের ১৩ রানের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে থাকে ২১১ রানে। কেপ টাউন টেস্টে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২১২ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে পন্ত ১০০, কোহলি ২৯ ও লোকেশ রাহুল ১০ রান করেন। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। জানসেন ৪টি উইকেট নেন। ৩টি করে উইকেট দখল করেন রাবাদা ও এনগিদি। ভারত অল-আউট হওয়া মাত্র তৃতীয় দিনের চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা।
ভারত দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে অল-আউট হয়ে যায়। ৬৭.৩ ওভারে জানসেনের বলে বাভুমার হাতে ধরা পড়েন জসপ্রীত বুমরাহ। ৫ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন বুমরাহ। পন্ত ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্য ১৩৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন।
গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক টেস্টে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ঋষভ পন্ত। এবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক টেস্টে অসাধারণ সেঞ্চুরি করলেন তিনি। কেপ টাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্য ১৩৩ বলে ব্যক্তিগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন পন্ত। ৬৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ১৯৫ রান। তাদের হাতে লিড ২০৮ রানের
৬৩.৬ ওভারে জানসেনের বলে রাসি ভ্যান ডার দাসেনের হাতে ধরা পড়েন মহম্মদ শামি। ১০ বল খেলেও খাতা খুলতে পারেননি শামি। ভারত ১৮৯ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ। ভারতের হাতে লিড ২০২ রানের। পন্ত ব্যাট করছেন ব্যক্তিগত ৯৪ রানে।
৬২ ওভার শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের ১৩ রানের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে ২০০ রানে। ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ঋষভ পন্ত। তিনি ব্যাট করছেন ৯২ রানে।
৫৮.৫ ওভারে কাগিসো রাবাদার বলে কাইলের দস্তানায় ধরা পড়েন উমেশ যাদব। ১০ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৮০ রানে ৮ উইকেট হারায়। ঋষভ পন্ত ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০১ বলে ৮৭ রান করে অপরাজিত রয়েছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ শামি। ভারতের হাতে লিড ১৯৩ রানের।
৫৬.১ ওভারে এনগিদির বলে উইকেটকিপার কাইলের দস্তানায় ধরা পড়েন শার্দুল ঠাকুর। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন শার্দুল। ভারত দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উমেশ যাদব। ভারতের হাতে লিড রয়েছে ১৮৩ রানের। ঋষভ পন্ত ব্যাট করছেন ব্যক্তিগত ৭৭ রানে।
৫২.৩ ওভারে এনগিদির বলে জানসেনের হাতে ধরা পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন ভারতীয় তারকা। টিম ইন্ডিয়া ১৬২ রানে ৬ উইকেট হারায়। তারা এগিয়ে রয়েছে ১৭৫ রানে। ঋষভ পন্ত ব্যাট করছেন ৭৪ রান করে। ক্রিজে নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর।
৪৮.২ ওভারে লুঙ্গি এনগিদির বলে এডেন মার্করামের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে ২৯ রান করে ক্রিজ ছাড়েন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়া ১৫২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হাতে লিড ১৬৫ রানের।
তৃতীয় দিনের লাঞ্চে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১৩০ রান তুলেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ১৪৩ রানে। ঋষভ পন্ত ৬০ বলে ৫১ রান করে অপরাজিত রয়েছেন। কোহলি নট-আউট রয়েছেন ১২৭ বলে ২৮ রানের সতর্ক ইনিংস খেলে। দিনের প্রথম সেশনে বিরাট ৮৮ বল খেলে মাত্র ১৪ রান সংগ্রহ করেছেন।
৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত। তিনি ৪২.৩ ওভারে জানসেনের বলে ২ রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন।
দ্বিতীয় ইনিংসে ৩৬তম ওভারে ভারত দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ৩৬ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১০৩/৪। প্রথম ইনিংসের ১৩ রানের লিড মিলিয়ে ভারত এগিয়ে ১১৬ রানে। ঋষভ পন্ত ৪টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ৩৫ রান করেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ১৯ রান করেছেন বিরাট কোহলি।
৩১ ওভারে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৯০ রান সংগ্রহ করেছে। সুতরাং ভারতের হাতে লিড রয়েছে ১০৩ রানের।
৩০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৮৬ রান। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ৯৯ রানে। কোহলি ১৬ রানে ব্যাট করছেন। পন্ত অপরাজিত রয়েছেন ২২ রান করে।
ভারত দ্বিতীয় ইনিংসে ২৫ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ৭১ রান সংগ্রহ করেছে। ভারতের হাতে লিড আপাতত ৮৪ রানের। কোহলি ১৬ ও ঋষভ পন্ত ১১ রানে অপরাজিত রয়েছেন।
পূজারা আউট হওয়ার পরের ওভারেই সাজঘরে ফিরলেন সদ্য ক্রিজে আসা অজিঙ্কা রাহানে। ১৮.৬ ওভারে রাবাদার বলে এলগারের হাতে ধরা পড়েন অজিঙ্কা। ৯ বলে ১ রান করেন তিনি। ভারত ৫৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত
খেলা শুরু হওয়া মাত্রই সাফল্য পেল দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই পূজারার উইকেট তুলে নেন মারকো জানসেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৯ রান করে পিটারসেনের হাতে ধরা পড়েন পূজারা। ভারত ৫৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। দিনের প্রথম ওভারে ১ রান ওঠে।
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে পূজারা-রাহানের হাফ-সেঞ্চুরিতে ভর করে ভারত লড়াইয়ের রসদ সংগ্রহ করেছিলে বটে, তবে দক্ষিণ আফ্রিকা কার্যত অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দ্বিতীয় টেস্টের হার থেকে শিক্ষা নিয়ে কেপ টাউনে দলকে দ্বিতীয় ইনিংসে নিরাপদ লক্ষ্যে পৌঁছে দেওয়াই এখন চ্যালেঞ্জ পূজারাদের সামনে।
কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন টপকে যেতে পারেন বিরাট কোহলি। তার জন্য ভারত অধিনায়কের দরকার মাত্র ৫৩ রান। ৯৯টি টেস্টের ১৬৮তম ইনিংসে এই মুহূর্তে বিরাটের খাতায় রয়েছে ৭৯৪৭ রান। সুতরাং আরও ৫৩ রান সংগ্রহ করলে কোহলি ছুঁয়ে ফেলবেন ৮০০০ টেস্ট রানের মাইল ফলক। তাই যদি হয়, তবে ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে এমন দুর্দান্ত নজির গড়বেন কোহলি। তাঁর আগে ভারতের হয়ে টেস্টে ৮০০০-এর বেশি রান সংগ্রহ করেছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর, ভিভিএস লক্ষ্মণ ও বীরেন্দ্র সেহওয়াগ।
ভারতের ২২৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২১০ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৩ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে ৭০ রানে। বিরাট কোহলি ২টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৪ রান করেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৯ রান করে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা।
ভারত টেস্টের প্রথম দিনেই তাদের প্রথম ইনিংসে ২২৩ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান তোলে। সুতরাং, প্রথম জিনের খেলার শেষে ভারতের থেকে ২০৬ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।