বাংলা নিউজ > ময়দান > IND vs WI T20: সূর্য, রোহিতের ঝোড়ো ব্যাটিং, বিষ্ণোইয়ের বোলিংয়ে প্রথম ম্যাচ জিতল ভারত
পঞম উইকেটে অপরাজিত ৪৮ রান যোগ করেন বেঙ্কটেশ ও সূর্যকুমার। ছবি- টুইটার (@BCCI)।

IND vs WI T20: সূর্য, রোহিতের ঝোড়ো ব্যাটিং, বিষ্ণোইয়ের বোলিংয়ে প্রথম ম্যাচ জিতল ভারত

অভিষেকেই ম্যাচ সেরা হলেন রবি বিষ্ণোই।

সিরিজে ভারতীয় দলের দাপট অব্যাহত। ছয় উইকেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল ভারতীয় দল। বল হাতে অভিষেকেই রবি বিষ্ণোই মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান ৬১ রানের একটি দারুণ ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ১৫৭-৭ করে উইন্ডিজ। জবাবে রোহিত শর্মার ১৯ বলে ৪০ রানের ইনিংসের সুবাদে শুরুটা ব্যাপক করে ভারতীয় দল। তবে মাঝে রোস্টন চেজ মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়ে ভারতকে বেশ চাপে ফেলে দেন। ইশান কিষাণ ৪২ বলে ৩৫ রান। শেষে পঞ্চম উইকেটে সূর্যকুমার ও বেঙ্কটেশ অপরাজিত ৪৮ রান যোগ করেন। সূর্য ১৮ বলে ৩৪ রান করেন।

16 Feb 2022, 11:14:11 PM IST

অভিষেকেই ম্যাচ সেরা বিষ্ণোই

অভিষেকে দুরন্ত পারফর্ম করে ম্যাচ সেরা হলেন রবি বিষ্ণোই। তিনি চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট নেন।

16 Feb 2022, 10:50:53 PM IST

ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন বেঙ্কটেশ

সাত বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ১৩ বলে ২৪ রান করেন বেঙ্কটেশ আইয়ার।

16 Feb 2022, 10:44:12 PM IST

জয়ের দোরগোড়ায় ভারত

১৮তম ওভারে উঠল ১০ রান। ভারতের জয়ের জন্য ১২ বলে আর মাত্র ৯ রান চাই।

16 Feb 2022, 10:41:02 PM IST

দুই বলেই খেলা ঘুরিয়ে দিলেন সূর্য

পর পর দু'টি ভাল ওভার করে ম্যাচে ফিরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কটরেলে বল করা ১৭তম ওভারও ভালই যাচ্ছিল। তবে ওভারের শেষ দুই বলে চার ও ছয় মেরেই খেলা ঘুরিয়ে দিলেন সূর্য। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯-৪। সূর্য ব্যাট করছেন ২৬ রানে (১৩ বলে), বেঙ্কটেশ ৯ রান (৭ বলে)। তিন ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৯।

16 Feb 2022, 10:34:37 PM IST

ভাল ওভার শেফার্ডের

১৬তম ওভারে মাত্র ছয় রান উঠল। ভাল বল করলেন রোমারিও শেফার্ড। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১২৬-৪।

16 Feb 2022, 10:30:46 PM IST

১৫ ওভার ভারতের স্কোর ১২০

১৫ ওভার শেষে ভারতের স্কোর ১২০। ক্রিজে নেমে প্রথম বলেই চার মারেন বেঙ্কটেশ আইয়ার। তিনি খেলছেন ৫ রানে (২ বলে)। অপরদিকে সূর্য খেলছেন ১৩ রানে (৬ বলে)। পাঁচ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ৩৮ রান।

16 Feb 2022, 10:26:06 PM IST

পন্ত আউট

মাত্র ৮ বলে ৮ রান করে অদ্ভুত শট খেলে আউট হলেন এই সিরিজে ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্ত। ক্রিজে নতুন ব্যাটার বেঙ্কটেশ আইয়ার। ভারতকে জয়ের জন্য ৩৩ বলে ৪৪ রান করতে হবে।

16 Feb 2022, 10:24:24 PM IST

 ১৪তম ওভারে এল ৯ রান 

শুরুটা বেশ ভালই করেছেন সূর্যকুমার যাদব। ৫ বলে ১২ রানে ব্যাট করছেন তিনি। পন্ত কিছুটা দেখেশুনে খেলছেন। তিনি ৫ বলে ৬ রানে করেছেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১১২-৩। জয়ের জন্য ৩৬ বলে ৪৬ রান করতে হবে ভারতকে।  

16 Feb 2022, 10:15:45 PM IST

ইশানের পরের ওভারেই সাজঘরে ফিরলেন বিরাটও 

পরপর দুই ওভারে জোর ধাক্কা। ইশান কিষাণের পরের ওভারেই ১৭ রানে (১৩ বলে) আউট হয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলিও। তবে ক্রিজে ব্যাট করতে নেমেই প্রথম দুই বল বাউন্ডারি পার পাঠান সূর্যকুমার যাদব। সেই সৌজন্যেই ১০০-র গণ্ডি টপকাল ভারত। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১০৩-৩।

16 Feb 2022, 10:12:40 PM IST

ইশান আউট

মাত্র দিন তিনেক আগেই এ মরশুমের আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ইশান কিষাণ। তবে তারপর নিজের প্রথম ম্যাচে ৩৫ রান করলেও, তা আসে ৪২ বলে। ক্রিজে নতুন ব্যাটার ঋষভ পন্ত। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৯৩-২।

16 Feb 2022, 10:10:35 PM IST

১১তম ওভারে উঠল ৯ রান

বিরাট কোহলিকে বেশ ভাল ছন্দে দেখাচ্ছে। বর্তমানে তিনি ১৪ রান (৯ বলে) ব্যাট করছেন। অপরদিকে, ইশান কিষাণ ঠিকঠাক টাইমিং করতে পারছেন না। তিনি ব্যাট করছেন ৩৩ রানে (৩৮ বলে)। ইনিংসের ১১তম ওভারে উঠল ৯ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৮৯-১।

16 Feb 2022, 09:59:25 PM IST

ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ৮০-১

রোস্টন চেজের বোলিং দাপটে ভারতীয় দলের রানের গতি অনেকটাই কমে গিয়েছে। এই ওভারে ২৭ বল পরে ইশান কিষাণের ব্যাট থেকে প্রথম বাউন্ডারি আসলেও তাঁর বর্তমান স্কোর ৩০ রান (৩৫ বলে)। বিরাট ব্যাট করছেন ৮ রানে (৬ বলে)। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৮০-১।

16 Feb 2022, 09:54:48 PM IST

নবম ওভারে এল ৮ রান

রোহিত আউট হওয়ার পরের ওভারে আট রান উঠল। নয় ওভার শেষে ভারতের স্কোর ৭৩-১।

16 Feb 2022, 09:50:30 PM IST

‘হিটম্যান’ আউট

রোস্টন চেজের গত ওভারের শেষ বলে অল্পের জন্য বোল্ড হতে হতে বেঁচেছিলেন, তবে এই ওভারে আর হল না, ৪০ রানে (১৯ বলে) আউট হয়ে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা। ক্রিজে নতুন ব্যাটার বিরাট কোহলি। আট ওভার শেষে ভারতের স্কোর ৬৫-১। ইশান কিষাণ ব্যাট করছেন ২৩ রানে (২৮ বলে)।

16 Feb 2022, 09:48:01 PM IST

 আকিলের ভাল ওভার

ম্যাচের প্রথম ওভারে মার খেলেও কামব্যাক ওভারে মাত্র পাঁচটি সিঙ্গেল দিলেন আকিল হোসেন। সাত ওভার শেষে ভারতের স্কোর ৬৩-০।

16 Feb 2022, 09:40:19 PM IST

পাওয়ার প্লেতে উঠল ৫৮ রান

পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৮-০। ১৫৮ রান তাড়া করতে নেমে ভারতীয় ওপেনাররা শুরুটা কিন্তু দারুণ করেছেন।

16 Feb 2022, 09:36:45 PM IST

পাঁচ ওভারে ৫০ ভারতের

মাত্র পাঁচ ওভারে ৫০-র গণ্ডি টপকে গেল ভারতীয় দল। দুর্দান্ত ছন্দে দেখাচ্ছে রোহিত শর্মাকে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৫৭-০। রোহিত খেলছেন ৩৮ রানে (১৫ বলে), ইশানের সংগ্রহ ১৮ রান (১৫ বলে)। 

16 Feb 2022, 09:32:49 PM IST

প্রথম ওভারে ২২ রান দিলেন ওডিন স্মিথ

আইপিএলে ৬ কোটির বিশাল মূল্যে বিক্রি হলেও, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথম ওভারে ২২ রান খেলেন ওডিন স্মিথ। ওভারে স্মিথের বিরুদ্ধে দুই ছক্কা হাঁকান রোহিত। চার ওভার শেষে ভারতের স্কোর ৪৪-০। রোহিত খেলছেন ৩৪ রানে (১৩ বলে), ইশানের সংগ্রহ ৯ রান (১১ বলে)।

16 Feb 2022, 09:26:22 PM IST

তৃতীয় ওভারে উঠল ১১

ম্যাচের তৃতীয় ওভারে দুই চারের সুবাদে মোট ১১ রান করল ভারতীয় দল। তিন ওভার শেষে ভারতের স্কোর ২২-০।

16 Feb 2022, 09:20:56 PM IST

‘হিটম্যান শো’ শুরু

ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে লম্বা রোমারিও শেফার্ডকে লম্বা ছক্কা হাঁকান ‘হিটম্যান’ রোহিত শর্মা। দুই ওভার শেষে স্কোর ১১-০। রোহিত খেলছেন ৮ রানে (৬ বলে), ইশানের সংগ্রহ ৩ রান (৬ বলে)।

16 Feb 2022, 09:19:21 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

ইনিংসের প্রথম ওভারে কটরেলকে কিছুটা দেখেই খেলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণ। প্রথম ওভার শেষে ভারতের স্কোর ৩-০।

16 Feb 2022, 09:03:00 PM IST

শেষ বলে পড়ল উইকেট, ভারতের টার্গেট ১৫৮

শেষ ওভারটা বেশ ভালই বল করলেন হার্যাল প্যাটেল। প্রথম বলেই চার খেলেও মাত্র ১০ রান দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। মায়ের্স ৩১, পোলার্ড ২৪ রান করেন। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক রান করেন ৬১ রান। অভিষেকে দুর্দান্ত বল করেন রবি বিষ্ণোই। ১৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। হার্ষাল প্যাটেলও দুই উইকেট নেন। 

16 Feb 2022, 08:54:35 PM IST

১৯তম ওভারে উঠল ১২ রান

ভুবনেশ্বরের বিরুদ্ধে ইনিংসের ১৯তম ওভারে ১২ রান উঠল। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৪৭-৬।

16 Feb 2022, 08:48:09 PM IST

পুরান আউট

দুর্দান্ত ৬১ রান (৪৩ বলে) করে বড় শট মারতে গিয়ে সাজঘরে ফিরলেন নিকোলাস পুরান।  ম্যাচে নিজের প্রথম উইকেট নিলেন হার্ষাল প্যাটেল। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৩৫-৬। ক্রিজে নতুন ব্যাটার ওডিন স্মিথ। পোলার্ড ব্যাট করছেন ৮ রানে (১১ বলে)।

16 Feb 2022, 08:40:47 PM IST

৫০ করলেন পুরান

প্রথম ১৫ ওভারে তেমন রান করলেও গত দুই ওভারে বড় শট মারা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। গত ওভারে ১২ রান আসার পর ম্যাচের ১৭তম ওভারে চাহালের বিরুদ্ধে ১৭ রান উঠল। ৩৮ বলে ৫০ পূর্ণ করলেন পুরান। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২৫-৫। পুরান খেলছেন ৫৪ রানে (৩৯ বলে), পোলার্ড ৬ রানে (৯ বলে)। 

16 Feb 2022, 08:35:46 PM IST

১০০-র গণ্ডি টপকাল ওয়েস্ট ইন্ডিজ

১৬ নম্বর ওভারে অবশেষে ১০০ করল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইতিমধ্যেই পাঁচ উইকেট হারিয়েছে তাঁরা। ১৬ ওভার শেষে স্কোর ১০৮-৫। নিজের প্রথম ম্যাচের শেষ ওভারে ১২ রান দিলেও দুর্দান্ত বোলিং করলেন বিষ্ণোই। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। বর্তমানে পুরান ব্যাট করছেন ৪৩ রান (৩৬ বলে), পোলার্ড ১ রান (৬ বলে)।

16 Feb 2022, 08:29:15 PM IST

১৫ ওভারেও ১০০ পার করতে পারল না উইন্ডিজ

১৫ ওভার খেলা হয়ে গিয়েছে। তবু ১০০ রানের গণ্ডি টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। উল্টে তারা ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ ৯৬ রান। ক্রিজে রয়েছেন পুরান (৩২ বলে ৩৭ রান) এবং পোলার্ড (৪ বলে ১ রান)।

16 Feb 2022, 08:26:49 PM IST

আকিলকে ফেরালেন চাহার

চাহারের এই ওভারে ১৩ রান নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে চাহার এই ওভারের পঞ্চম বলে আউট করেন আকিল হোসেনকে। ১২ বলে ১০ রান করে চাহারের হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার কায়রন ব্যাটার। ৩০ বলে ৩৬ করে লড়াই চালাচ্ছেন নিকোলাস পুরান। ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান উইন্ডিজের।

16 Feb 2022, 08:19:15 PM IST

১১তম ওভারে জোড়া উইকেট নিল বিষ্ণোই

১১ তম ওভারের দ্বিতীয় বলে ওয়াইড করেন বিষ্ণোই। আর অতিরিক্ত বলে তিনি ফেরান রোস্টন চেজকে। ১০ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন রোস্টন চেজ। আর পঞ্চম বলে পাওয়েলকে ফেরান বিষ্ণোই। ৩ বলে ২ রান করে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পাওয়েল। ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৪ রান ওয়েস্ট ইন্ডিজের।

16 Feb 2022, 07:57:26 PM IST

প্রথম ১০ ওভারে স্পিন জালে হাঁসফাঁস উইন্ডিজ

চাহাল ও বিষ্ণোইয়ের লেগ স্পিনে হাঁসফাঁস অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ১০ ওভারে দুই উইকেটের বিনিময়ে উঠল ৭১। চেজ ব্যাট করছেন ৪ রানে (৮ বলে), পুরান করেছেন ২৭ রান (২৩ বলে)।

16 Feb 2022, 07:47:26 PM IST

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভার বিষ্ণোইয়ের

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভার বল করে মাত্র ৪ রান দেন বিষ্ণোই। চেজের বিরুদ্ধে আউটের জোরদার আপিল হলেও উইকেট অবশ্য পাননি তিনি। আট ওভার শেষে উইন্ডিজের স্কোর ৫৫-২। চেজ এখনও খাতা খোলেননি, পুরান ১৬ রানে (১৬ বলে) ব্যাট করছেন।  

16 Feb 2022, 07:38:53 PM IST

৫০-র গণ্ডি পেরোলেও দ্বিতীয় উইকেট হারাল উইন্ডিজ

সপ্তম ওভারের প্রথম বলেই দ্বিতীয় উইকেট নেওয়ার উইকেট তৈরি হয়েছিল। তবে মায়ের্সের ক্যাচ ধরলেও, বিষ্ণোইয়ের পা বাউন্ডারিতে লাগায় তা ছক্কা হয়। কিন্তু শেষ হাসিটা যুজবেন্দ্র চাহালই হাসলেন। মায়ের্সকে ৩১ রানে (২৪ বলে) সাজঘরে ফেরালেন তিনি। ক্রিজে নতুন ব্যাটার রোস্টন চেজ। সাত ওভার শেষে স্কোর ৫১-২।

16 Feb 2022, 07:31:27 PM IST

পাওয়ার প্লে শেষ

প্রথম ওভারেই কিংকে সাজঘরে ফেরালেন মূলত মায়ের্সের বেশ কয়েকটি বড শটের সুবাদে মোটামুটি ভালই রান করেছে উইন্ডিজ। ৬ ওভার শেষে স্কোর ৪৪-১। মায়ের্স ব্যাট করছেন ৩১ রান (২২ বলে), পুরানের সংগ্রহ ৮ রান (৯ বলে)।

16 Feb 2022, 07:26:15 PM IST

এখনও পর্যন্ত ইনিংসের সবচেয়ে বড় ওভার

ভুবনেশ্বরের তৃতীয় ওভার তথা ম্যাচের পঞ্চম ওভারে উঠল ১০ রান। মায়ের্স সুন্দর দু'টি চার মারেন। পাঁচ ওভার শেষে উইন্ডিজের স্কোর ৩৫-১।

16 Feb 2022, 07:24:04 PM IST

ছক্কা হাঁকানোর দক্ষতার হালকা ঝলক দিলেন পুরান

আইপিএলে বিশাল মূল্যে বিক্রি হওয়ার পর প্রথমবার ব্যাটিং করতে নেমেছেন নিকোলাস পুরান। ম্যাচের চতুর্থ ওভারে নিজের ছক্কা হাঁকানোর দক্ষতার হালকা ঝলক দেখালেন পুরান। তাঁর ছয় স্টেডিয়ামের রুফে গিয়ে লাগে। তবে তা সত্ত্বেও চাহারের ওভারে মাত্র সাত রানই করতে পারে উইন্ডিজ। চার ওভারে স্কোর ২৫-১। পুরান খেলছেন ৭ রানে (সাত বলে), মায়ের্সের অবদান ১৩ (১২ বলে)।

16 Feb 2022, 07:17:39 PM IST

আগ্রাসী মায়ের্স

ম্যাচে এখনও অব্দি মায়ের্স বেশিরভাগ বল মিস করলেও, তিনটি চার মারতে সক্ষম হয়েছে। তাঁর বর্তমান স্কোর ১২ (৯ বলে)। অপরদিকে, পুরান ১ রানে (৪ বলে) ব্যাট করছেন। তিন ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৮-১। 

16 Feb 2022, 07:13:03 PM IST

আট রান দিলেন দীপক চাহার

ইনিংসের দ্বিতীয় ওভারে দীপক চাহারের বিরুদ্ধে দু'টি চার মারেন মায়ের্স। দুই ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২-১। 

16 Feb 2022, 07:06:58 PM IST

প্রথম ওভারেই সাফল্য

প্রথম ওভারের পঞ্চম বলে ব্রেন্ডন কিংকে ৪ রানে সাজঘরে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪-১। ক্রিজে মায়ের্সকে সঙ্গ দিতে নতুন ব্যাটার নিকোলাস পুরান।

16 Feb 2022, 06:45:36 PM IST

ওয়েস্ট ইন্ডিজের একাদশ

ব্রেন্ডন কিং, কাইল মায়ের্স, নিকোলাস পুরান (উইকেট কিপার), রোভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওডিন স্মিথ, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল।

16 Feb 2022, 06:41:18 PM IST

ভারতীয় দলের প্রথম একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল।

16 Feb 2022, 06:32:56 PM IST

টসে জিতল ভারত

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

16 Feb 2022, 06:32:08 PM IST

বিষ্ণোইয়ের অভিষেক

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটতে চলেছে তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের। বিষ্ণোইকে তাঁর ক্যাপ দেন যুজবেন্দ্র চাহাল।

16 Feb 2022, 06:24:28 PM IST

রেকর্ড গড়ার হাতছানি পোলার্ডের সামনেও

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড টি-টোয়ন্টিতে সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম। তাঁর সামনেও এই সিরিজে রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। আর মাত্র ৭৫ রান করতে পারলেই মার্লন স্যামুয়েলসকে (১৬১১ রান) টপকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান করার রেকর্ড চলে আসবে পোলার্ডের দখলে।

16 Feb 2022, 06:10:40 PM IST

জোড়া বিশ্বরেকর্ডের হাতছানি কোহলির

বিরাট কোহলি গত টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে ছিলেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল, তাঁকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান। তবে আর মাত্র ৭৩ রান করলেই গাপ্তিলকে পিছনে ফেলে পুনরায় সিংহাসন দখল করে ফেলবেন কোহলি। আবার বাবর আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ রানের (৫৪০ রান) রেকর্ডও ভাঙার হাতছানি রয়েছে কিং কোহলির সামনে। তার জন্য প্রয়োজন আর ৪০ রান। রোহিত শর্মার কাছেও অবশ্য এই সুযোগ রয়েছে। বাবররকে টপকাতে তাঁর প্রয়োজন ২২ রান। 

16 Feb 2022, 06:05:16 PM IST

ওয়েস্ট ইন্ডিজ দলের আপডেট

বাঁ-দিকের হাঁটুর চোটের সমস্যায় শেষ দুই ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। দলের দায়িত্ব সামলেছিলেন নিকোলাস পুরান। তবে প্রথম টি-টোয়েন্টির আগে ফিট হয়ে গিয়েছেন পোলার্ড। সম্ভবত প্রথম টি-টোয়েন্টিতেই আবার তাঁকে দলের নেতৃত্ব দিতে দেখা যাবে।

16 Feb 2022, 06:03:26 PM IST

ভারতীয় দলের আপডেট

এই সিরিজের জন্য ভারতীয় দলের প্রাথমিক টি-টোয়েন্টি স্কোয়াড থেকে এক, দুই নয়, তিন তিন ক্রিকেটার চোটের কারণে বাইরে হয়ে গিয়েছেন। লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলের জায়গায় আগেই রুতুরাজ গায়কোয়াড় দলে সুযোগ পেয়েছিলন। ম্যাচের আগের দিনই ওয়াশিংটন সুন্দরও সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।  তৃতীয় ওয়ান ডেতে ফিল্ডিং করার সময় বাঁ-দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পান ওয়াশিংটন। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব।

16 Feb 2022, 06:00:00 PM IST

ভারত-ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক ফর্ম

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ, দুই প্রাক্তন চ্যাম্পিয়নই সুপার ১২-এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। তবে তারপরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ জেতে রোহিত শর্মার ভারতীয় দল। অপরদিকে, ওয়ান ডে সিরিজে ভারতের হাতে হোয়াইটওয়াশ হতে হলেও, নিজেদের গত টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। সুতরাং, দুই পাওয়ারহাউস দলের মধ্যে কড়া টক্করের হওয়ার সম্ভাবনা। তবে দুর্ভাগ্যবশত মাঠে বসে এই ম্যাচের সাক্ষী থাকতে পারবেন না সমর্থকরা। ফাঁকা ইডেনেই অনুষ্ঠিত হবে ম্য়াচ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

KKR vs PBKS Live Score Updates, IPL 2024: আজ ইডেনে পঞ্জাবকে হারাতে মরিয়া কেকেআর হাসপাতালে কচি বউ-কে সারারাত আগলে কাঞ্চন, কবে বাড়ি ফিরবেন শ্রীময়ী? এখন কেমন আছেন মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি সুন্দরী, অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় Kolkata Knight Riders বনাম Punjab Kings ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ঝপ করে পড়ল শেয়ার, ১.৩ বিলিয়ন ক্ষতির মুখে, বড় ঝামেলায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৫০বার! 'অযোগ্য' হয়ে একে অপরের হাত ধরছেন, এবারও তাঁদের যোগ্য প্রমাণ করবে দর্শক? ‘‌দেব এখন ভাল রাজনীতিবিদ হয়ে উঠেছে’‌, পিংলার মঞ্চ থেকে দরাজ সার্টিফিকেট মমতার হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট

Latest IPL News

হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.