একার হাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ছয় তারকার। দেখে নিন তাঁদের পারফর্ম্যান্স।
1/6যশ ধুল: করোনার জন্য চলতি যুব বিশ্বকাপের মাত্র ৩টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন ভারত অধিনায়ক যশ ধুল। ২টি ম্যাচে তিনি মাঠের বাইরে ছিলেন। তিন ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৮২, অপরাজিত ২০ ও ১১০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত শতরান করে যশ বুঝিয়ে দিয়েছেন যে, বড় ম্যাচের প্লেয়ার তিনি। স্বাভাবিকভাবেই ফাইনালে ভারতের সেরা বাজি হতে চলেছেন যশ।
2/6টম প্রেস্ট: ক্যাপ্টেন টম প্রেস্ট ইংল্যান্ডের সেরা তারকা। টুর্নামেন্টের ৫ ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ২৯২ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। স্বাভাবিকভাবেই বিশ্বচ্যাম্পিয়ন হতে ইংল্যান্ড শিবির অনেকটাই নির্ভর করবে প্রেস্টের উপর।
3/6রাজ বাওয়া: ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান রাজ বাওয়া ৫ ম্যাচের ৪ ইনিংসে ৭২.৩৩ গড়ে ২১৭ রান সংগ্রহ করেছেন। ৪টি উইকেটও নিয়েছেন তিনি। উগান্ডার বিরুদ্ধে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলে রাজ প্রমাণ করেছেন যে, দরকারের সময় ব্যাট হাতে ঝড় তুলতে ওস্তাদ তিনি।
4/6জোশুয়া বয়ডেন: ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন। তিনি ৫ ম্যাচে ইতিমধ্যেই ১৩টি উইকেট নিয়েছেন। পাঁচ ম্যাচে তাঁর বোলিং পারফর্ম্যান্স যথাক্রমে ১৬/৪, ৪৪/৪, ১০/২, ৩১/২ ও ২৩/১।
5/6ভিকি ওস্তওয়াল: চলতি যুব বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি ১২টি উইকেট নিয়েছেন ভিকি ওস্তওয়াল। পাঁচ ম্যাচে তাঁর বোলিং পারফর্ম্যান্স যথাক্রমে ২৮/৫, ২২/১, ১২/১, ২৫/২ ও ৪২/৩।
6/6রাজবর্ধন হাঙ্গার্গেকর: ভারতের এই ডানহাতি পেসারের ব্যাটের হাতটাও মন্দ নয়। স্লগ ওভারে বড় শট নেওয়ার দক্ষতাই রাজবর্ধনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তিনি চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি উইকেট নিয়েছেন। ৫২ রানও সংগ্রহ করেছেন ব্যাট হাতে।