বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > RR vs SRH: হারের পর্যালোচনায় স্মিথ জানালেন, কোথায় ভুল হয়েছে

RR vs SRH: হারের পর্যালোচনায় স্মিথ জানালেন, কোথায় ভুল হয়েছে

জয়ের সেলিব্রেশন মণীশ-বিজয়ের, নির্বাক দর্শক স্মিথ। ছবি- আইপিএল।

দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের কাছে IPL 2020-র ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয় রাজস্থান রয়্যালস।

বড়সড় লক্ষ্য তাড়া করতে হয়নি। তবে পালটা ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ শুরুতেই নির্ভরযোগ্য দুই ওপেনারের উইকেট হারিয়ে বসায় চাপে পড়ে যায়। তবে হায়দরাবাদের দুই ভারতীয় তারকা এক্ষেত্রে ঠান্ডা মাথার আগ্রাসনে দলের জয় নিশ্চিত করেন।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তোলে। স্মিথদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল, এই পিচে রান তোলা খুব সহজ নয়। এই অবস্থায় জবাবে ব্যাট করতে নামা সানরাইজার্সকে স্মিথরা শুরুতেই কোণঠাসা করে ফেলেন। তবে চাপ বজায় রাখতে না পারায় শেষমেশ হায়দরাবাদ ১৮.১ ওভারে ২ উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়।

(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)

সানরাইজার্স তিন ওভারের মধ্যে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর উইকেট খুইয়ে বসে। প্রথম ওভারে বল করতে এসে আর্চার ফিরিয়ে দেন ডেভিডকে। নিজের দ্বিতীয় ওভারে জোফ্রা আউট করেন বেয়ারস্টোকে। ম্যাচের শেষে স্মিথ স্বীকার করে নেন যে, আর্চার প্রথম ২ ওভারে ২টি উইকেট তুলে ম্যাচের রাশ তাঁদের হাতে এনে দিয়েছিলেন। তিনি ভেবেও ছিলেন যে আর্চারকে টানা তিন ওভার বল করাবেন। তবে শেষমেশ সিদ্ধান্তটা নেননি। আর্চার একটানা তৃতীয় ওভারে বল করতে এলে হয়ত ছবিটা বদলাতে পারত।

স্মিথ বলেন, 'আমি মনে করি যে, আমাদের শুরুটা খারাপ হয়নি। জোফ্রা শুরুতেই দু'টি বড় উইকেট তুলে নেয়। তবে আমরা চাপ বজায় রাখতে পারিনি। পিচ ধীরে ধীরে আরও ভালো হয়ে যায়। তাছাড়া যথেষ্ট পরিমাণে শিশিরও পড়ছিল। জোফ্রাকে তৃতীয় ওভার বল করানোর কথা আমার মাথায় ছিল। দু'জনের সঙ্গে আলোচনাও করি। তবে ভুলটা পরে বুঝতে পারি। জোফ্রাকে টানা তৃতীয় ওভার বল করানো উচিত ছিল।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.