বিরাট কোহলির সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও হারল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। স্বাভাবিক ভাবে চাপে কোহলি। এই বছর বিরাট কোহলি শেষ বারের মতো আইপিএলে অধিনায়কত্ব করছেন। নিজের অধরা স্বপ্ন কি এ বার পূরণ করতে পারবেন বিরাট?
এখনও আইপিএলের কোনও ট্রফি পাননি বিরাট কোহলি। না ক্রিকেটার হিসেবে, না অধিনায়ক হিসেবে। এ বারও কি সেই অধরা স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছেন কোহলি? যদিও এখনও পর্যন্ত প্রথম চারের মধ্যে নিজেদের জায়গা ধরে রেখেছে ব্যাঙ্গালোর। তবু পরপর দু'ম্যাচ হারার ফলে কিছুটা হলেও কোণঠাঁসা হয়ে পড়েছে বিরাট ব্রিগেড।
24 Sep 2021, 11:23:47 PM IST
৬ উইকেটে জয় ছিনিয়ে নিল চেন্নাই
বিরাট কোহলি ব্রিগেডকে হারিয়ে ফের আইপিএল টেবলের শীর্ষে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। এ দিন টিম গেম খেলে জিতল চেন্নাই। পঞ্চম উইকেটে ধোনি-রায়না জুটির হাত ধরেই জয় পেল চেন্নাই। এ দিন ছয়ে নেমেও ফিনিশিং টাচ দিলেন ধোনি। ৯ বলে অপরাজিত ১১ রান করলেন তিনি। রায়না করেছেন ১০ বলে অপরাজিত ১৭ রান। ২ উইকেট নিয়েছেন হর্ষল প্যাটেল। যুজবেন্দ্র চাহাল এবং ম্যাক্সওয়েল ১টি করে উইকেট নিয়েছেন।
24 Sep 2021, 11:07:31 PM IST
১৪ বলে চাই ৬ রান
আর ৬ রান করলেই জিতে যাবে চেন্নাই। ১৪ বল বাকি।
24 Sep 2021, 11:06:19 PM IST
চেন্নাইয়ের ইনিংস ১৭ ওভার: ১৪৫/৪
১৮ বলে চাই ১২ রান। ক্রিজে রয়েছেন ধোনি এবং রায়না। ১৭ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান চেন্নাইয়ের।
24 Sep 2021, 11:01:28 PM IST
আম্বাতি আউট
ভাল ছন্দে ছিলেন আম্বাতি রাইডু। কিন্তু ৩২ রান করে হর্ষলের বলে এবি-র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তাঁর জায়গায় নামেন ধোনি। সিএসকে অধিনায়ক কি পারবেন চেন্নাইকে জেতাতে? ১৬ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান চেন্নাইয়ের।
24 Sep 2021, 10:48:44 PM IST
মইন আলি আউট
মইন আলিকে ফেরালেন হর্ষল প্যাটেল। ক্যাচ ধরলেন বিরাট কোহলি। ১৪ ওভারে ৩ উইকেটে ১১৮ রান চেন্নাইয়ের।
24 Sep 2021, 10:38:31 PM IST
চেন্নাইয়ের ইনিংস ১২ ওভার: ১০০/২
১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ করে ফেলল চেন্নাই। আম্বাতি রাইডু ১০ বলে ১৭ রান করে ফেলেছেন। মইন আলির সংগ্রহ ১১ বলে ১১ রান।
24 Sep 2021, 10:30:56 PM IST
চেন্নাইয়ের ইনিংস ১০ ওভার: ৭৮/২
১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে চেন্নাই সুপার কিংস। পরপর রুতুরাজ এবং ফ্যাফের পরপর উইকেট পড়ায় তারা এখন কিছুটা চাপে। অম্বাতি রাইডু (৬ রান) এবং মইন আলি (১ রান) ক্রিজে রয়েছেন।
24 Sep 2021, 10:27:47 PM IST
ফ্যাফ আউট
৯.১ ওভারেই ফ্যাফ ডু'প্লেসিকে ফেরালেন ম্যাক্সওয়েল। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেল চেন্নাই। ৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান সিএসকে-র। ক্রিজে রয়েছেন মইন আলি এবং রাইডু।
24 Sep 2021, 10:23:20 PM IST
রুতুরাজ আউট
বড় ধাক্কা খেল চেন্নাই। ৩৮ রান করে আউট হলেন রুতুাজ গায়কোয়াড়। সামনে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্য়াচ ধরলেন কোহলি। ৮.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৭১ রান চেন্নাইয়ের।
24 Sep 2021, 10:10:21 PM IST
চেন্নাইয়ের ইনিংস ৬ ওভার: ৫৯/০
নবদীপ সাইনির এই ওভারে ১৬ রান নিল চেন্নাই। ১৫ বলে ২৮ রান রুতুরাজের। ফ্যাফ করেছেন ২২ বলে ২৯ রান। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান চেন্নাইয়ের।
24 Sep 2021, 10:04:31 PM IST
চেন্নাইয়ের ইনিংস ৫ ওভার: ৪৩/০
৫ ওভার হয়ে গেল। চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৪৩ করে ফেলেছে। ২৭ রান রুতুরাজের। ফ্যাফের সংগ্রহ ১৪ রান।
24 Sep 2021, 09:58:33 PM IST
চেন্নাইয়ের ইনিংস ৪ ওভার: ৩৫/০
হাসারাঙ্গার ওভারে ১২ রান নিল চেন্নাই। রুতুরাজ ১১ বলে ২২ করে ফেলেছেন। ১৩ বলে ১২ করে অপরাজিত রয়েছেন ফ্যাফ। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান সিএসকে-র।
24 Sep 2021, 09:54:25 PM IST
চেন্নাইয়ের ইনিংস ৩ ওভার: ২৩/০
এই ওভারে মাত্র ৫ রান দিলেন মহম্মদ সিরাজ। ৩ ওভারে ২৩ রান ভারতের। রুতুরাজ গায়কোয়াড় এবং ফ্যাফ ডু'প্লেসি দু'জনেই ১১ করে রান করেছেন।
24 Sep 2021, 09:47:10 PM IST
চেন্নাইয়ের ইনিংস ২ ওভার: ১৮/০
দ্বিতীয় ওভারে ১০ রান নিল চেন্নাই। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৮ রান করে ফেলল সিএসকে। রুতুরাজ গায়কোয়াড় ৭ এবং ফ্যাফ ডু'প্লেসি ১০ রান করেছেন।
24 Sep 2021, 09:43:43 PM IST
চেন্নাইয়ের ইনিংস১ ওভার: ৮/০
প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে চেন্নাই ৮ রান করে। রুতুরাজ গায়কোয়াড় ৬ এবং ফ্যাফ ডু'প্লেসি ২ রান করেছে।
24 Sep 2021, 09:38:23 PM IST
চেন্নাইয়ের ইনিংস শুরু
চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমেছেন রুতুরাজ গায়কোয়াড় এবং ফ্যাফ ডু'প্লেসি।
24 Sep 2021, 09:27:58 PM IST
চেন্নাইয়ের সামনে ১৫৭ রানের লক্ষ্য
ব্যাঙ্গালোরের ওপেনিং জুটি এ দিন দুরন্ত ছন্দে ছিল। কোহলি এবং পাড্ডিকাল জুটি ১১১ রানের পার্টনারশিপ গড়ে। কিন্তু তার পর কোহলি ৫৩ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। একের পর এক উইকেট হারায় তারা। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানেই শেষ হয়ে যায় আরসিবি-র ইনিংস। ব্র্যাভো ৩ উইকেট নিয়েছেন। শার্দুল নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন দীপক চাহার। জিততে হলে ধোনিের ১৫৭ রান করতে হবে। শারজার মতো ছোট মাঠে, আইপিএলের ম্যাচে নিঃসন্দেহে এটা বেশ সহজ টার্গেট।
দুরন্ত ছন্দে ডোয়েন ব্র্যাভো। ৯ বল খেলে মাত্র ১১ রান করেই সাজঘরে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল।
24 Sep 2021, 09:18:15 PM IST
আরসিবি-র ইনিংস ১৯ ওভার: ১৫৪/৪
৪ উইকেট হারিয়ে বসে রয়েছে আরসিবি। ১৯ ওভারে ১৫৪ করতে পেরেছে তারা। আর ১ ওভার রয়েছে। ক্রিজে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (৭ বলে ১১) এবং হর্শাল প্যাটেল (২ বলে ২ রান)।
24 Sep 2021, 09:15:57 PM IST
ডেভিড আউট
অভিষেক ম্য়াচে ১ রান করে সাজঘরে ফিরলেন টিম ডেভিড। চাহারের বলে ক্যাচ ধরেন রায়না।
24 Sep 2021, 09:09:52 PM IST
পাড্ডিকাল আউট
৫০ বলে ৭০ করে আউট হলেন পাড্ডিকাল। শার্দুলের বলে ক্যাচ ধরেন রাইডু। ১৭ ওভারে ৩ উইকেটে ১৪০ রান ব্যাঙ্গালোরের। ক্রিজে রয়েছেন গ্লেন ম্য়াক্সওয়েল এবং টিম ডেভিড। আরসিবি-র জার্সিতে অভিষেক হল ডেভিডের।
এবি ঝড়ের দেখা মিলল না শারজায়। ১১ বলে ১২ রান করে আউট হলেন ডি'ভিলিয়ার্স।
24 Sep 2021, 08:54:58 PM IST
আরসিবি-র ইনিংস ১৫ ওভার: ১১৭/১
কোহলি আউট হওয়ার কিছুটা হলেও ছন্দ ভেঙেছে। এবি ডি'ভিলিয়ার্স কিছুটা হলেও সময় লাগবে মানিয়ে নিতে। ১৫ ওভারে ১ উইকেটে ১১৭ রান ব্যাঙ্গালোরের। পাড্ডিকাল ৪৩ বলে ৫৭ করে অপরাজিত রয়েছেন।
24 Sep 2021, 08:49:57 PM IST
কোহলি আউট
ওপেনিং জুটি ভাঙলেন ডোয়েন ব্র্যাভো। ৫৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি। ১৩.২ ওভারে ১ উইকেটে ১১১ রান ব্যাঙ্গালোরের।
O. U. T! ☝️#RCB 111/1 as captain Virat Kohli departs after scoring a fine 53. @DJBravo47 strikes to give @ChennaiIPL a much-needed breakthrough. 👏 👏 #VIVOIPL#RCBvCSK
চার মেরে অর্ধশতরান করে ফেললেন পাড্ডিকাল। ৩৫ বলে ৫২ রান করেন তিনি। তাঁর সঙ্গে বিরাট কোহলি রয়েছেন ক্রিজে। ৩২ বলে ৪৫ রান বিরাটের। ১০০ করে ফেলেছে ব্যাঙ্গালোর।
২ ওভারে মোট ২০ রান করেছে ব্যাঙ্গালোর। কোহলি ৩০ বলে ৪৪ রান করেছেন। পাড্ডিকাল করেছেন ৩০ বলে ৪৩ রান। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে কোহলিদেক সংগ্রহ ৯০ রান।
24 Sep 2021, 08:27:01 PM IST
আরসিবি-র ইনিংস ৮ ওভার: ৭০/০
৮ ওভারে ৭০ রান করে ফেললেন বিরাট এবং পাড্ডিকাল। বিরাট করেছেন ২৬ বলে ৪০ রান। পাড্ডিকালের সংগ্রহ ২২ বলে ২৮ রান।
24 Sep 2021, 08:14:38 PM IST
আরসিবি-র ইনিংস ৬ ওভার: ৫৫/০
৬ ওভারে ৯ রান নিল আরসিবি। কোনও উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৫৫ রান। বিরাট কোহলি করেছেন ২১ বলে ৩৩ রান। পাড্ডিকাল করেছেন ১৫ বলে ২১ রান।
24 Sep 2021, 08:10:07 PM IST
আরসিবি-র ইনিংস ৫ ওভার: ৪৬/০
এই ওভারে দশ রান নিয়েছে ব্যাঙ্গালোর। ৫ ওভারে ৪৬ রান আরসিবি-র। কোনও উইকেট পড়েনি। বিরাট কোহলি ১৭ বলে ২৭ রান করেছেন। পাড্ডিকাল করেছেন ১৩ বলে ১৯ রান।
24 Sep 2021, 08:04:37 PM IST
আরসিবি-র ইনিংস ৪ ওভার: ৩৬/০
বিরাট কোহলি ইতিমধ্যে ১৩ বলে ১৯ রান করে ফেলেছেন। দেবদূত পাড্ডিকাল করেছেন ১১ বলে ১৭ রান। আরসিবির সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ৪ ওভারে ৩৬ রান।
24 Sep 2021, 08:00:18 PM IST
আরসিবি-র ইনিংস৩ ওভার: ২৮/০
দুরন্ত ছন্দে আরসিবি-র দুই অধিনায়ক। বিরাট কোহলি ১১ বলে ১৮ রান করে ফেলেছেন। দেবদূত পাড্ডিকাল ৭ বলে ১০ করেছেন। ৩ ওভারে ২৮ রান ব্যাঙ্গালোরের। কোনও উইকেট পড়েনি।
24 Sep 2021, 07:46:33 PM IST
খেলা শুরু
ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। কে জিতবে আজ? ধোনি না কোহলি? চার দিয়ে শুরু করল আরসিবি। বিরাট কোহলি প্রথম দু'বলে দু'টি চার মারেন।
ধোনি ব্রিগেড অপরিবর্তিত, দু'টি পরিবর্তন কোহলির দলের
চেন্নাই সুপার কিংসের টিমে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে ব্যাঙ্গালোরের দু'টি পরিবর্তন হচ্ছে। জেমিসনের জায়গায় দলে ঢুকছেন টিম ডেভিড। তাঁর অভিষেক হচ্ছে এই ম্যাচে। নভজিৎ সাইনির ঢুকছেন সচিন বেবির জায়গায়।
24 Sep 2021, 07:33:04 PM IST
টসে জিতে ফিল্ডিং নিলেন ধোনি
টসে জিতলেন মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই বিরাট কোহলির টিমকে ব্যাট করতে পাঠালেন মাহি। কোহলিও দাবি করেছেন, আগে বল করতে পারলে ভাল হত।
24 Sep 2021, 07:28:42 PM IST
বালির ঝড়ের কারণে পিছিয়ে গেল ম্যাচের সময়
বালির ঝড়ের কারণে পিছিয়ে গেল ম্যাচ। সাড়ে সাতটায় টস হবে। আটটায় শুরু হবে ম্যাচ।
বালির ঝড়ের জন্য পিছিয়ে গেল টস। কখনও হবে টস? আসলে এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট ভক্তরা। কোহলি এবং ধোনি এই মুহূর্তে মাঠে দাঁড়িয়ে গভীর আলোচনায় ব্যস্ত।