রবিন উথাপ্পা ও মহেন্দ্র সিং ধোনি। ছবি- সিএসকে টুইটার।
বাটার চিকেনের মাংসটাই খেত না ও- ফিটনেস সতর্ক ধোনি কী করতেন, রহস্য ফাঁস উথাপ্পার
2 মিনিটে পড়ুন Updated: 31 Mar 2023, 03:27 PM ISTতারা জাতীয় দলের হয়ে যেমন খেলেছেন, তেমনই চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। ফলে তাদের মধ্যে বন্ধুত্বও খুব ভালো। এবার মহেন্দ্র সিং ধোনির অজানা গল্প সামনে আনলেন উথাপ্পা।