সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মাথিসা পথিরানা (ছবি-টুইটার চেন্নাই সুপার কিংস)
১ মিনিটে পড়ুন 16 May 2022
লেখক Sanjib Halder
- ম্যাচের পর জুনিয়র মালিঙ্গাকে নিয়ে ধোনি বলেছেন,‘এই অ্যাকশনে মাথিসা পথিরানা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি মনে করি পথিরানা একজন দুর্দান্ত ডেথ বোলার।কিছুটা মালিঙ্গার মতোই। স্লিঙ্গি অ্যাকশনে সে বেশি বাউন্স পায় না কিন্তু তার কাছে স্লোয়ার বলও আছে। আমরা এই বোলারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করব।’