এবার থেকে আইপিএলে নির্ধারিত ম্যাচ ফিও পাবেন ক্রিকেটাররা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023
আইপিএল 2023
home 












আগামী ৩১ মার্চ ১৬তম আইপিএলের আসর বসতে চলেছে। প্রায় তিন বছর পর হোম বিস্তারিত পড়ুনঅ্যাওয়ে ফরম্যাটে ফিরছে কোটিপতি লিগ। ১০টি দল মোট ১২টি শহরে খেলবে। দিল্লি, মুম্বই, কলকাতা, আমদাবাদ, লখনউ, চেন্নাই, মোহালি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, জয়পুরে আইপিএলের আসর বসবে। আপনাদের পছন্দের ক্রিকেটারকে আইপিএলের বিভিন্ন দলের জার্সি পরে খেলতা দেখা যাবে। প্রায় দুই মাস ধরে চলবে বিশ্বের সবচেয়ে ধনি ফ্র্যাঞ্চাইজি লিগ। গত কয়েক বছর করোনার জেরে আইপিএলের চিরাচরিত চেহারা দেখা যায়নি। একটি নির্দিষ্ট শহরে হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। এবার চেনা ফর্মে দেখা যাবে এই টুর্নামেন্টকে।
টাটকা খবর
সাম্প্রতিক ছবি
ভারতে ফিরে বিরাট কোহলি।
'দেশের জন্য খেলতে পারেনি, IPL খেলতে এলেন বাদশা', ভারতে ফিরেই কটাক্ষের মুখে বিরাট
Updated: 17 Mar 2024, 03:12 PM IST লেখক Ayan Dasভারত ফিরলেন বিরাট কোহলি। তিনি শীঘ্রই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবিরে যোগ দেবেন। খেলবেন আইপিএলে। তা নিয়ে নেটিজেনদের অনেকে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে গেলেও কেউ-কেউ আবার বিরাটকে কটাক্ষ করতেও ছাড়েননি।
ঋষভ পন্তকে নিয়ে পোস্ট করা দিল্লি ক্যাপিটালসের সেই ছবি, হেসে খুন হয়েছেন স্বয়ং পন্ত। (ছবি সৌজন্যে, এক্স @DelhiCapitals ও পিটিআই ফাইল)
'সিংহ' পন্তের কামব্যাক নিয়ে ছবি পোস্ট DC-র, ট্রোল নেটিজেনের, হেসে খুন খোদ ঋষভই!
Updated: 13 Mar 2024, 07:35 AM IST লেখক Ayan Das'টাইগার রিটার্নস'- চোট কাটিয়ে ঋষভ পন্তের প্রত্যাবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের কাছে সেই ছবি নেটিজেনরা হাসি থামাতে পারেননি। ট্রোল করেছেন খোদ পন্তও। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
জেসন রয়। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
IPL থেকে নাম তুললেন KKR-র রয়, দলে এলেন ইংল্যান্ডের হয়ে দ্রুততম শতরান করা তারকা
Updated: 10 Mar 2024, 06:05 PM IST লেখক Ayan Dasএবার আইপিএলে খেলবেন না জেসন রয়। ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। তাঁর পরিবর্তে ইংল্যান্ডের তারকাকে নিয়েছেন গৌতম গম্ভীররা। যিনি সার্বিকভাবে টি-টোয়েন্টি ম্যাচে ২২১টি ইনিংসে ৫,৩০৮ রান করেছেন। গড় ২৫.৮৯। স্ট্রাইক রেট ১৫৩.৪১।
আইপিএলে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
IPL-এ আর খেলবেন না ধোনি? নয়া ‘ভূমিকা’-য় আসছি বলতেই হার্টবিট বাড়ল ফ্যানদের
Updated: 04 Mar 2024, 06:36 PM IST লেখক Ayan Dasমহেন্দ্র সিং ধোনি বলেন, ‘নয়া মরশুমের জন্য অপেক্ষা করতে পারছি না। আর নয়া ভূমিকার জন্যও (অপেক্ষা করতে পারছি না)। এদিকে নজর রাখুন।’ আর সেক্ষেত্রে ‘ভূমিকা’-র উপর বেশি গুরুত্ব দিয়েছেন। যা আইপিএল শুরুর আগে ধোনি ফ্যানদের হার্টবিট বাড়িয়ে দিয়েছে।
জোফ্রা আর্চার।
লক্ষ্য 2024 ICC T20 World Cup, জোফ্রাকে IPL খেলতে বারণ করে দিল ECB- রিপোর্ট
Updated: 04 Dec 2023, 09:09 PM IST লেখক Tania Royআর্চারকে মুম্বই ইন্ডিয়ান্স ২০২২ সালের আইপিএলের আগে ৮ কোটি টাকা দিয়ে কিনেছিল। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি গত সপ্তাহে তাঁকে অবশ্য ছেড়ে দিয়েছে। ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল নিলামের জন্যও নিজের নাম লেখাননি তিনি।
আইপিএলের বাজারদর ছয় শতাংশ বৃদ্ধি পেল।
আইপিএলের নয়া মূল্যায়ন, বাজারদর ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে হল ৯২,৫০০ কোটি- রিপোর্ট
Updated: 22 Sep 2023, 08:48 AM IST লেখক HT Bangla Correspondentবিশ্ব জুড়ে আইপিএলের জনপ্রিয়তা তুঙ্গে। আইপিএলের নব মূল্যায়ন করা হয়েছে সম্প্রতি। আর সেই জনপ্রিয় টুর্নামেন্টের বাজারদর নাকি বেড়ে গিয়েছে আরও ছয় শতাংশ! ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯২,৫০০ কোটি টাকা।
লারার জায়গায় নতুন কোচ খুঁজে নিল সানরাইজার্স হায়দরাবাদ। ছবি- এসআরএইচ।
IPL-এ কোচ বদল, লারাকে ছেঁটে ফেলে কোহলিদের প্রাক্তন হেড স্যারকে দায়িত্ব দিল SRH
Updated: 07 Aug 2023, 03:33 PM IST লেখক Abhisake Koleyসানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব নেওয়ার আগে IPL-এ দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কোচিং করিয়েছেন প্রাক্তন কিউয়ি তারকা। গত ছয় মরশুমে এই নিয়ে চারবার কোচ বদল করল SRH।
দীপক চাহার ও শিবম দুবে। ছবি- সিএসকে।
অ্যান্ডি ফ্লাওয়ারকে স্বাগত জানাল RCB (ছবি-টুইটার)
RCB New Coach: বিরাট কোহলিদের নতুন হেড স্যারের সাফল্য দেখলে আপনিও অবাক হয়ে যাবেন
Updated: 04 Aug 2023, 11:44 AM IST লেখক Sanjib Halderজিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার তথা ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর সঙ্গে, নিজেদের টিম ডিরেক্টর মাইক হেসন এবং প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলল RCB.
গৌতম গম্ভীরের পুরনো সতীর্থ অ্যান্ডি ফ্লাওয়ার এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড স্যার হতে চলেছেন! (ছবি-বিসিসিআই)
RCB New Coach: গম্ভীরের পুরনো সতীর্থ এবার কোহলিদের হেড স্যার!
Updated: 04 Aug 2023, 09:20 AM IST লেখক Sanjib Halderসূত্রের খবর, এই দলের পরবর্তী কোচ হতে পারেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার তথা ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি মাইক হেসনের স্থলাভিষিক্ত হতে পারেন। যার মেয়াদ শেষ হচ্ছে ৩১ অগস্ট। হেসনকে ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
জাদেজা বা স্টোকস নন, ধোনির পরবর্তীতে CSK-এর নেতৃত্ব পাবেন এই তরুণ (ছবি-টুইটার)
জাদেজা বা স্টোকস নন, ধোনির পরে এই তরুণের হাতে উঠবে CSK-র নেতৃত্ব! জানালেন রায়াডু
Updated: 22 Jul 2023, 04:01 PM IST লেখক Sanjib Halderওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে অন্তর্ভুক্ত হওয়ার পর, রুতুরাজকে চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৩-এর জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও নিযুক্ত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র দলের অধিনায়কত্ব ছাড়াও, রুতুরাজ মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে পুনেরি বাপ্পা দলের নেতৃত্বও দিয়েছিলেন।
যুজবেন্দ্র চাহালের গলায় শেন ওয়ার্নকে নিয়ে আক্ষেপের সুর (ছবি-টুইটার)