প্রতিদিনের ম্যাচের পরই ভোল বদলে যাচ্ছে আইপিএলের পয়েন্ট টেবলের। আর শনিবার ডাবল হেডারের ম্যাচের পর তো লিগ টেবলে অনেক বেশি রদবদল হয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে গুজরাট টাইটান্স লিগ টেবলের শীর্ষে উঠে এসেছে। রাজস্থান রয়্যালস দুইয়ে নেমে গেল। তিনে নেমে এসেছে লখনউ সুপার জায়ান্টস, চারে রয়েছে চেন্নাই সুপার কিংস।
এ দিকে পাঁচ এবং ছয় নম্বরে যথাক্রমে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্স যদিও আপাতত সাতে রয়েছে, তবে তারাই একমাত্র দল, যারা শনিবার পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে মাত্র ৩টি ম্যাচে। ৬টি ম্যাচই হেরেছে। প্লে-অফে ওঠার আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে নাইটদের।
আরও পড়ুন: অর্ধেক আইপিলেই ইতিহাস, 'ইমপ্যাক্ট প্লেয়ার’-র জন্য সর্বাধিকবার পার ২০০-র গণ্ডি?
শনিবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লিগ টেবলের আটে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্স আবার নয় নম্বরে নেমে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসের অবস্থা ল্যাজেগোবরে। তারা এখনও পয়েন্ট টেবলের দশ নম্বরে গড়াগড়ি খাচ্ছে।
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ৮, জয়: ৬, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ১২, নেট রানরেট: ০.৬৩৮
২) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ৮, জয়: ৫, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৯৩৯
৩) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৮, জয়: ৫, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৮৪১
৪) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ৮, জয়: ৫, পরাজয়: ৩, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৩৭৬
আরও পড়ুন: 'এরকম ক্যাচ ফেললে আলাদা কোনও ফল হবে না', সুয়াশকে ঝাড় KKR ক্যাপ্টেন নীতীশের
৫) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ৮, জয়: ৪, পরাজয়: ৪, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.১৩৯
৬) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ৮, জয়: ৪, পরাজয়: ৪, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৫১০
৭) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ৯, জয়: ৩, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.১৪৭
৮) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৮, জয়: ৩, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.৫৭৭
৯) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ৭, জয়: ৩, পরাজয়: ৪, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.৬২০
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৮, জয়: ২, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৮৯৮
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।