বাংলা নিউজ > ময়দান > ৬৪ বলে অপরাজিত ১০২, ধোনির অভাবনীয় নজির স্পর্শ করলেন ইশান কিষান

৬৪ বলে অপরাজিত ১০২, ধোনির অভাবনীয় নজির স্পর্শ করলেন ইশান কিষান

ইশান কিষান। ছবি টুইটার

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ঝাড়খণ্ড দল করে ৫ উইকেটে ১৮৮ রান। এই ইনিংসের মূল স্থপতি ছিলেন ইশান কিশান। ৬৪ বলে একটি অনবদ্য অপরাজিত শতরান হাঁকান তিনি।

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভাবান ক্রিকেটার ইশান কিশান। ভারতীয় এই উইকেট রক্ষক ব্যাটার মোটামুটিভাবে জাতীয় দলের হয়ে ওয়ানডে ফর্ম্যাটে নিয়মিত খেলছেন। সাম্প্রতিককালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সিরিজে এক অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। শ্রেয়স আইয়ার সেই ম্যাচে শতরান করলেও ৯৩ রান করে আউট হতে হয়েছিল ইশানকে। আন্তর্জাতিক স্তরে শতরান হাতছাড়া হওয়ার জ্বালাটা যেন কিছুটা তিনি মেটালেন চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। সেখানে ঝাড়খন্ডের হয়ে খেলতে নেমে রাঁচির মাঠে ওড়িশার বিরুদ্ধে হাঁকালেন এক দুর্দান্ত অপরাজিত শতরান।

এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ঝাড়খণ্ড দল করে ৫ উইকেটে ১৮৮ রান। এই ইনিংসের মূল স্থপতি ছিলেন ইশান কিশান। ৬৪ বলে একটি অনবদ্য অপরাজিত শতরান হাঁকান তিনি। ১০২ রানের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৫ টি চার এবং ৭টি ছয়। ১৫৯.৩৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। এদিন ৭ টি হাঁকানোর মধ্যে দিয়ে প্রাক্তন তারকা মহেন্দ্র সিং ধোনির নজিরও স্পর্শ করেছেন তিনি। একটি টি টি-২০ ইনিংসে ঝাড়খণ্ডের হয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির স্পর্শ করেছেন তিনি। উল্লেখ্য ২০০৭ সালে ত্রিপুরার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন ধোনি। ইশান কিশান অবশ্য এবার প্রথম নন। এর আগেও ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে তিনি এক ইনিংসে হাঁকিয়েছিলেন ৭টি ছয়।

এদিন কিশানকে যোগ্য সঙ্গত দেন কুমার সুরজ। তিনি ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন। ওড়িশার হয়ে তরণী শা ৩৪ রান দিয়ে ৩ টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারেই ১১৭ রানে অলআউট হয়ে যায় ওড়িশা দল। ফলে ৭১ রানের বড় ব্যবধানে জয় পায় ঝাড়খণ্ড। ওড়িশার ওপেনার শান্তনু মিশ্র ৫০ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন।এছাড়া আর বলার মতন রান পাননি কোনও ওড়িশার ব্যাটার। শাহবাজ নাদিম বল হাতে ভালো পারফরম্যান্স করেছেন। ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৩ টি উইকেট। বিবেকানন্দ তিওয়ারি ১২ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন