বাংলা নিউজ > ময়দান > এটা টি ২০ নয়- লিটনকে স্লেজিং-এর সময়ে কী বলেছিলেন? উত্তর দিলেন সিরাজ

এটা টি ২০ নয়- লিটনকে স্লেজিং-এর সময়ে কী বলেছিলেন? উত্তর দিলেন সিরাজ

লিটন দাসের সঙ্গে মহম্মদ সিরাজের ঝামেলা (ছবি-টুইটার)

দিনের শেষে ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন মহম্মদ সিরাজ। তিনি জানিয়েছেন ঠিক কি ঘটেছিল তাঁদের দুজনের মধ্যে। ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে মহম্মদ সিরাজ বিষয়টি নিয়ে একটু মুচকি হেসে জানিয়েছেন, ‘আমি ওকে আলাদা করে কিছু বলিনি। বলেছিলাম এটা কিন্তু টি-২০ ফর্ম্যাট নয়। এটা টেস্ট ক্রিকেট। বুদ্ধিমানের মতো ক্রিকেটটা খেল।’

শুভব্রত মুখার্জি: চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অ্যাডভান্টেজ ভারত। ভারত তাঁদের প্রথম ইনিংসে করে ৪০৪ রান। জবাবে বাংলাদেশ দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে। ফলে ইতিমধ্যেই তাঁদের সামনে রয়েছে বড় ব্যবধানে টেস্ট হারের ভ্রুকুটি। টাইগারদের ব্যাটিংয়ের সময়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন লিটন দাস এবং ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। একটা সময় মহম্মদ সিরাজের দিকে তেড়ে আসতে দেখা যায় লিটন দাসকে!

আরও পড়ুন… ভিডিয়ো: লিটন দাস ও মহম্মদ সিরাজের মধ্যে অঙ্গভঙ্গির লড়াই! যুদ্ধে যোগ দিলেন বিরাট কোহলি

দিনের শেষে ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন মহম্মদ সিরাজ। তিনি জানিয়েছেন ঠিক কি ঘটেছিল তাঁদের দুজনের মধ্যে। ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে মহম্মদ সিরাজ বিষয়টি নিয়ে একটু মুচকি হেসে জানিয়েছেন, ‘আমি ওকে আলাদা করে কিছু বলিনি। বলেছিলাম এটা কিন্তু টি-২০ ফর্ম্যাট নয়। এটা টেস্ট ক্রিকেট। বুদ্ধিমানের মতো ক্রিকেটটা খেল।’

আরও পড়ুন… অর্জুনের ছোটোবেলা সোজা ছিল না, ছেলের সেঞ্চুরির পর আবেগপ্রবণ সচিন

প্রসঙ্গত এদিন বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়ে ভারতের হয়ে দুরন্ত শুরু করেন মহম্মদ সিরাজ। এদিন ভারতের হয়ে সিরাজ ১৪ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। পাশাপাশি এদিন বল হাতে অনবদ্য পারফরম্যান্স করেছেন কুলদীপ যাদব। তিনি ৩৩ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। দিনের শেষে কুলদীপ যাদব জানিয়েছেন, ‘আমি একটু নার্ভাস ছিলাম। প্রথম ওভারেই আমি উইকেট তুলে নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দিনের শেষে মোমেন্টাম এখন আমাদের দিকে। কয়েক ওভার বল করার পরেই আমি ভালো অনুভব করতে শুরু করি। গতির হেরফের করেছি। লেংথ বদল করেছি। দিক পরিবর্তন করেছি বারবার। আমি ভালো টার্ণ পারছিলাম। এদিন একটু জোরে বল করার চেষ্টা করেছি। জিনিসটা আমাকে সাহায্য করেছে।'

বন্ধ করুন