কারা, কবে, কাদের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক-সহ পরপর ৪ বলে ৪ উইকেট নিয়েছেন, চোখ রাখুন সেই তালিকায়।
1/4রশিদ খান: ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে হ্যাটট্রিক-সহ ৪ বলে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রশিদ খান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনিই প্রথম এমন নজির গড়েন। রশিদ ১৫.৬ ওভারে কেভিন ও'ব্রায়েনকে আউট করেন। পরে ১৭.১, ১৭.২ ও ১৭.৩ ওভারে তিনি পরপর ফিরিয়ে দেন জর্জ ডকরেল, শেন গেটকেট ও সিমি সিংকে।
2/4লসিথ মালিঙ্গা: ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে পরপর চার বলে চার উইকেট নেন মালিঙ্গা। তিনি ইনিংসের ২.৩, ২.৪, ২.৫ ও ২.৬ ওভারে পরপর আউট করেন কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি'গ্র্যান্ডহোম ও রস টেলরকে। মালিঙ্গা অবশ্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও ৪ বলে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
3/4কার্টিস ক্যাম্পহার: ২০২১ সালের ১৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে পরপর চার বলে ৪টি উইকেট নেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পহার। তিনি ইনিংসের ৯.২, ৯.৩, ৯.৪ ও ৯.৫ ওভারে পরপর আউট করেন কলিন অ্যাকারম্যান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস ও ভ্যান ডার মারউইকে।
4/4জেসন হোল্ডার: ২০২২ সালের ৩০ জানুয়ারি ব্রিজটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে পরপর ৪ বলে ৪ উইকেট দখল করেন জেসন হোল্ডার। তিনি ১৯.২, ১৯.৩, ১৯.৪ ও ১৯.৫ ওভারে পরপর আউট করেন ক্রিস জর্ডন, স্যাম বিলিংস, আদিল রশিদ ও সাকিব মেহমুদকে।