বাংলা নিউজ > ময়দান > MLC-তে সব ম্যাচে হারার লজ্জা থেকে রেহাই পেল নাইট রাইডার্স, জিতল শেষবেলায়

MLC-তে সব ম্যাচে হারার লজ্জা থেকে রেহাই পেল নাইট রাইডার্স, জিতল শেষবেলায়

অর্ধশতরানের পর রিলি রসউ। ছবি- টুইটার

টানা চার ম্যাচ হারের ফলে স্বাভাবিক ভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। অবশেষে এবার জয়ের মুখ দেখল তারা।

আইপিএলে যেমন ব্যর্থতার মুখে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স, মার্কিন মুলুকেও সেই ব্যর্থতা পিছু ছাড়েনি। সেখানেও ব্যর্থতার মুখে পড়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সুনীল নারিনের দল। কোনও ম্যাচে বোলিং ব্যর্থতা, আবার কোনও ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা। কিছু না কিছু লেগেই ছিল নাইটদের। ফলে সাফল্য দরজা খুলতে পরেনি সুনীল নারিনের। পরপর চার ম্য়াচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে শাহরুখ খানের দল।

কিন্তু চতুর্থ ম্য়াচে দুর্দান্ত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। যদিও সেই ম্যাচ জিততে পারেনি তারা। তবে ম্যাচ শেষে রাসেল জানিয়ে দিয়েছিলেন, পঞ্চম ম্যাচে তারা ভালো কিছু করতে চলেছেন। এদিন ঠিক সেটাই হল। সিয়াটল অর্কাসের বিরুদ্ধে খেলতে নামে নাইটরা। আর সেই ম্য়াচে ৫ বল হাতে থাকতেই ২ উইতেটে জয় তুলে নিয়েছে সুনীল নারিনের দল। একেবারে শেষ ম্যাচে জয়ের মুখ দেখল তারা।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক সুনীল নারিন। প্রথমে ব্যাট করতে নেমে সিয়াটল অকার্স ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয়। তবে দুর্দান্ত ইনিংস খেলেন শেহআন জয়সূর্য। ৪৫ বলে ৬০ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ৭টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে।

জবাবে ব্যাট করকে নেমে ফের ধাক্কা খায় নাইটের টপ অর্ডার। জেসন রয় (২), মালহোত্রা (২) এবং গজানন্দ সিং (৩) পুরোপুরি ভাবে রান করতে ব্যর্থ হন। তবে রিলি রসউ দুর্দান্ত ইনিংস উপহার দেন। ৩৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এছাড়াও রাসেল ২৯ বলে ৩৭ রান করেন ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ১৯.১ ওভারে মাত্র ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ম্যাচের সেরা হয়েছেন রিলি রসউ।

ম্যাচ শেষে নাইট অধিনায়ক জানান, 'যে কোনও ম্যাচ জিতলে ভালো লাগে। যদি একবার জয়ের রাস্তা দেখা যায়, তাহলে তা প্রতিদিন অনুসরণ করার পথ দেখতে হবে। আমরা হারলেও অনেক কিছু শিখেছি এবং সমর্থকদের ভালোবাসা অর্জন করেছি। আশা করি পরেরবার আমরা সব বাধা অতিক্রম করতে পারব এবং সাফল্য দেখতে পারব। সব সমর্থকদের ধন্যবাদ।' ম্যাচের সেরা হয়ে রিলি রসউ বলেন, 'যে কোনও জয় আনন্দ দেয়। এটা একেবারেই অন্য অনুভূতি। আজ আমার দিন ছিল। তবে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি। পরেরবার আশা করছি এমনটা হবে না।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গাড়ির শব্দে মানুষের মতো অস্বস্তি বোধ করে পাখিরাও, গবেষণায় উঠে এল করুণ তথ্য শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? অলসদের জন্য সেরা চাকরি, লক্ষ লক্ষ টাকা বেতন নিশ্চিত? দেব-জিৎ নন, এই বাঙালি অভিনেতাই নাকি ছবি পিছু নেন ১ কোটি পারিশ্রমিক! কে তিনি? ‘একটা শব্দও বলতে দিচ্ছে না,’ লোকসভার স্পিকারের বিরুদ্ধে বড় অভিযোগ রাহুলের প্রধানের পদে থেকেই নাইট গার্ড হিসেবে বেতন তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা অভিযুক্ত ব্যক্তিই সাক্ষী! নিয়োগ দুর্নীতিতে ED-র মামলায় সাক্ষ্য়গ্রহণ করল না আদালত হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে ২০০ কোটির কর ফাঁকির পর্দা ফাঁস! বড় দাবি অর্থমন্ত্রীর ৬ দিনে ৪ কেজি ওজন কমিয়েছেন কোরিয়ান মহিলা, জেনে নিন তাঁর ডায়েট প্ল্যান ঝকঝকে হবে মল্লিকঘাটের ফুলবাজার, ছবির মতো সুন্দর গঙ্গার ঘাট, আসছে বড় পরিকল্পনা!

IPL 2025 News in Bangla

শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? IPLর প্রথম ম্যাচে হারতেই মা কামাখ্যার শরণাপন্ন KKR! পুজো দিলেন রাহানে, বরুণরা MIতে খেললে বিমানবন্দরে লাগে না চেকিং! ১০ কোটির অফারে ‘না’? রহস্য ফাঁস KKR তারকার ৫ ম্যাচে তিনবার শূন্য, লজ্জাজনক রেকর্ড বাবর আজমের উত্তরসূরির, একবার আউট ১ রানে IPL: স্টইনিসের ছক্কা গিয়ে পড়ল মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে,ঘটল বড় বিপদ- ভিডিয়ো ‘মাইলস্টোন কিলিং অ্যাকাডেমিতে স্বাগত’, শশাঙ্ককে কেন হার্দিকের ছাত্র বলা হচ্ছে? ‘আমি থাকতে ইডেনের পিচ বদলাবে না, KKR-এর ঘূর্ণি বাইশগজের 'আর্জি’ খারিজ কিউরেটরের জনসনের বদলে মইন নাকি নরকিয়া? RR-এর বিরুদ্ধে KKR-এর একাদশে শিকে ছিঁড়বে রমনদীপের? ৯৭ রান করা আইয়ারকে ব্যাটিং দেননি কেন? শশাঙ্কের জবাবে শ্রেয়সের উপর শ্রদ্ধা বাড়বে শুভমনের ডেরায় দাদাগিরি শ্রেয়সের, আমেদাবাদে সর্বোচ্চ রানের নজির, GT-কে হারাল PBKS

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.