মরিয়া লড়াই চালিয়েও লঙ্কা প্রিমিয়র লিগে দলকে জেতাতে পারলেন না বাবর আজম। পাক দলনায়কের প্রয়াস ব্যর্থ হয় কলম্বো স্ট্রাইকার্স ১০ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে বসায়। ডাম্বুলা অরাকে জয়ের মঞ্চে বসিয়ে দেন ক্যাপ্টেন কুশল মেন্ডিস।
পাল্লেকেলেতে লিগের অষ্টম ম্যাচে সম্মুখসমরে নামে ডাম্বুলা ও কলম্বো। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ডাম্বুলা। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন কুশল। অর্ধশতরানের গণ্ডি টপকান সাদিরা সমরাবিক্রমেও।
ওপেন করতে নেমে কুশল মেন্ডিস ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। ৪৬ বলের ধ্বংসাত্মক ইনিংসে ডাম্বুলা দলনায়ক ৪টি চার ও ৮টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে সমরাবিক্রমে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৯ রান করে সাজঘরে ফেরেন।
এছাড়া আবিষ্কা ফার্নান্ডো ১২, কুশল পেরেরা ২, ধনঞ্জয়া ডি'সিলভা অপরাজিত ১৫, অ্যালেক্স রস ৪ ও হাসান আলি অপরাজিত ৬ রান করেন। খাতা খুলতে পারেননি হেডেন কের। কলম্বোর হয়ে ৩১ রানে ৩টি উইকেট নেন মাথিসা পথিরানা। ২১ রানে ২টি উইকেট নেন নাসিম শাহ। ১টি উইকেট নিলেও ৪ ওভারে ৫৫ রানে খরচ করেন চামিকা করুণারত্নে।
আরও পড়ুন:- T10 Cricket: ৩২ বলে ৯৪ ফিরদৌসের, ছক্কার ছড়াছড়িতে ১০ ওভারের ম্যাচে উঠল ৩০০ রান- ভিডিয়ো
জবাবে ব্যাট করতে নেমে কলম্বো স্ট্রাইকার্স শেষ মুহূর্ত পর্যন্ত পালটা লড়াই চালায়। তবে শেষমেশ তারা ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রানে আটকে যায়। বাবর আজম ওপেন করতে নেমে ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৭টি চার মারেন।
আরও পড়ুন:- ওভার প্রতি ২৫.২০ রান, মেয়েদের T20I ক্রিকেটে অভাবনীয় বিশ্বরেকর্ড লুসিদের
হাফ-সেঞ্চুরি করেন নুয়ানিদু ফার্নান্ডো। তিনি ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নিরোশন ডিকওয়েলা ১৬, পাথুম নিশঙ্কা ২২, ধনঞ্জয়া লক্ষ্মণ ১৮ ও চামিকা করুণারত্নে অপরাজিত ২০ রান করেন।
ডাম্বুলার হয়ে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন নূর আহমেদ। ১টি করে উইকেট নেন হেডেন কের ও ধনঞ্জয়া ডি'সলভা। উইকেট পাননি হাসান আলি। অধিনায়কোচিত অর্ধশতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কুশল মেন্ডিস। চার ম্যাচে ডাম্বুলার এটি দ্বিতীয় জয়। অন্যদিকে কলম্বো ৩ ম্যাচে মাঠে নেমে ২টি ম্যাচে পরাজিত হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।