রঞ্জিতে ত্রিপুরার বিরুদ্ধে দ্বিশতরান করলেন চণ্ডীগড়ের মনন ভোরা। এছাড়াও মুম্বইয়ের সরফরাজ খান, অভিমন্যু, প্রশান্ত চোপড়া বড় রান করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক রঞ্জিতে কারা নজর কাড়লেন আর কারা ব্যর্থ হলেন।
1/7অভিমন্যু ঈশ্বরন: নিজের নামাঙ্কিত মাঠে খেলতে নেমে শতরান করেছেন। শুধু শতরান নয়, ১৫০ রান করেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ঈশ্বরন। ভারতীয় এ দলের হয়ে শতরান করে এসেছেন বাংলাদেশ সফর থেকে। উত্তরাখন্ডের বিরুদ্ধে ২৮৭ বলে ১৬৫ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে। ছবি- পিটিআই
2/7সরফরাজ খান: তামিলনাড়ুর বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান। ২২০ বলে করলেন ১৬২ রান। তাঁর ঝুলিতে ছিল ১৯টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। সরফরাজ বড় রান পেলেও অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।মাত্র ৪২ রান করেন তিনি। ছবি- পিটিআই
3/7অর্জুন তেন্ডুলকর: কেরলের বিরুদ্ধে বল হাতে দুটি উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর। অপরদিকে গোয়া ব্যাট করতে নেমে ইশান গাডেকার ১৫৪ বলে ৭৬ রানে অপরাজিত রয়েছেন। ছবি- রয়টার্স
4/7প্রশান্ত চোপড়া: বরোদার বিরুদ্ধে শতরান করলেন প্রশান্ত চোপড়া। ২২৫ বলে ১১১ রান করে অপরাজিত রয়েছেন তিনি। প্রশান্তের ইনিংসটি সাজানো ১০ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সৌজন্যে। ছবি- পিটিআই
5/7মনন ভোরা: ডবল সেঞ্চুরি করলেন চণ্ডীগড়ের অধিনায়ক মনন ভোরার। ত্রিপুরার বিরুদ্ধে দ্বিশতরান করলেন তিনি। বিপক্ষকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন মনন। ৩১৩ বলে ২০০ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২৪টি বাউন্ডারি ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ছবি- এইচটি
6/7কেদার যাদব: অসমের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং উপহার মহারাষ্ট্রের ব্যাটার কেদার যাদবের। দ্বিতীয় দিনের শেষে ১৪৬ বলে ১৪২ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। তাঁর ইনিংসটি সাজানো ১৪টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারিতে। ছবি-ফাইল
7/7আকাশ পাণ্ডে: জম্মু-কাশ্মীরের হয়ে দুর্দান্ত বল করলেন রেলওয়েজের বোলার আকাশ পাণ্ডে। বল হাতে ছয়টি উইকেট নেন তিনি। আর তাতেই জম্মু-কাশ্মীর কুপোকাত হয়ে যায়। প্রতীকী ছবি