কীর্তিপুরের বাইশ গজে নতুন কীর্তি গড়ল নেপাল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান করল টিম নেপাল। শুধু সর্বোচ্চ রান করাই নয়, এদিন নেদারল্যান্ডসকে ১৪২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নেন কুশল ভুরতেল, করণ কেসিরা।
নেপালের সঙ্গে নেদারল্যান্ডস ছাড়াও টুর্নামেন্টে ছিল মালেশিয়া। গ্রুপ লিগে মালেশিয়াকে দু’বার ও নেদারল্যান্ডসকে একবার হারিয়ে ফাইনালে উঠেছিল নেপাল। অন্যদিকে মালেশিয়াকে পিছনে ফেলে সিরিজের ফাইনালের টিকিট পাকা করেছিল নেদারল্যান্ডস।
ফাইনালে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশায় বুক বেঁধে ছিলেন অনেকেই। কিন্তু শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে হেলায় হারায় নেপাল। এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেদারল্যান্ডস। আর এখানেই যেন ভুল করে বসলেন পিটার সিলার। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে নেপাল তোলে ২৩৮ রান। ৫৩ বলে ৭৭ রানের ইনিংস খেলেন কুশল ভুরতেল। ম্যাচের দ্বিতীয় অর্ধশতরান করেন কুশল মাল্লা। দ রানের জন্য অর্ধশতরান হাত ছাড়া করেন দীপেন্দ্রসিং এয়ারই।
নেপালের ২৩৮ রানের জবাবে ৯৬ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ম্যাচে নেপালের হয়ে তিন ওবারে ১১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন করণ কেসি। এদিন ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন করণ। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন কুশল ভুরতেল।
টুর্নামেন্টে দু’দুবার ২০০ রানের গন্ডি টোপকে ছিল নেপাল। প্রথমে নেদারল্যান্ডসের বিরুদ্ধেই ২০৬ রান করেছিল তারা। তবে সেই ম্যাচ ৩উইকেটে জিতে ছিল নেদারল্যান্ডস। আর একবার মালেশিয়ার বিরুদ্ধে ২০০র বেশি রান করেছিল নেপাল। গ্রুপ লিগের সেই ম্যাচে ৭উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছিল নেপাল। সেই ম্যাচ অবশ্য জিতেছিল তারা। তবে টুর্নামেন্টের ফাইনালে নিজেদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তুললো নেপাল। কীর্তিপুরের বাইশ গজে নেপালের ২৩৮ রানের ইনিংস ভুলবেননা কেউই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।