শুভব্রত মুখার্জি: ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে বিদেশী কোচ কোন নতুন বিষয় নয়। ক্রীড়াজগতের প্রায় প্রতি ক্ষেত্রেই বিভিন্ন কোচিং স্টাফ বা কোচের পদে তারা আসীন রয়েছেন। ঠিক সেইভাবেই পাকিস্তান সিনিয়র পুরুষ হকি দলের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন ডাচ কোচ অর্থাৎ নেদারল্যান্ডসের বাসিন্দা সিগফ্রায়েড একম্যান। তবে অন্য সবার তুলনায় তিনি আলাদা বলা ভাল সম্পূর্ণ আলাদা তার আচার ব্যবহারে। বিশ্ব জুড়ে এই মুহূর্তে চলছে পবিত্র রমজান মাস। আর সেই সময়ে যখন তার ছাত্ররা দিনভর উপবাস রাখছেন। তখন তিনিও তাদের সঙ্গে উপবাস করার সিদ্ধান্ত নিলেন।
তার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানানো হয়েছে সব মহল থেকেই। উল্লেখ্য ইদ উল ফিতারের আগে ৩০ দিন এই পবিত্র রমজান মাসের রোজা অর্থাৎ উপবাস রাখার রীতি চলবে। সেখানে দিনের বেলায় উপবাস রাখেন ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষেরা। সূর্যাস্তের পর সাধারণত তাদের আহার গ্রহণ করার রীতি রয়েছে। ক্রীড়াবিদরাও এই রীতি নিষ্ঠার সঙ্গেই পালন করেন।
হকির মতন যে কোনও হাই পারফরম্যান্স গেমের ক্ষেত্রে এই সময়টা ক্রীড়াবিদদের সবথেকে কঠিনতম সময় যায়। অনুশীলন, ডায়েট পরিকল্পনা সবক্ষেত্রেই তা প্রভাব ফেলে। সিগফ্রায়েড একম্যানের এটাই প্রথম রমজানের অভিজ্ঞতা। পাকিস্তানের হকি খেলোয়াড়দের এই সময়ে ন্যাশনাল ক্যাম্প থেকে একদিনের ছুটিও দেওয়া হয়েছিল তাদের পরিবারের সঙ্গে থাকতে। সেই সময়েই উপবাসের সিদ্ধান্ত নেন সিগফ্রায়েড একম্যান। তিনি জানিয়েছেন এই বিষয়টি নিয়ে অনেকদিন আগেই আমি ভেবেছি। আমার কাছেও এটা একটা সুযোগ ক্রীড়াবিদদের কষ্টাটাকে উপলব্ধি করার। সেই মতো এই সময়ে ট্রেনিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু রদবদল করেছেন তিনি। উল্লেখ্য এর আগে জাপান পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন সিগফ্রায়েড একম্যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।