বাংলা নিউজ > ময়দান > 'মহা ভুল করেছে পাকিস্তান', বাবর আজমদের বর্তমান দুরবস্থার কারণ জানালেন রশিদ

'মহা ভুল করেছে পাকিস্তান', বাবর আজমদের বর্তমান দুরবস্থার কারণ জানালেন রশিদ

সরফরাজ আহমেদ ও মিকি আর্থার। ছবি- রয়টার্স।

কীভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের রাজনীতিই পাক ক্রিকেটকে অন্ধকার পথে ঠেলে দিচ্ছে, সেদিকেই ইঙ্গিত করলেন ওদেশের প্রাক্তন অধিনায়ক। 

পাকিস্তানের বর্তমান দুরবস্থার জন্য পিসিবির রাজনীতিকেই দায়ি করলেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। প্রাক্তন তারকার দাবি, পিসিবি সরফরাজকে ক্যাপ্টেন্সি থেকে এবং মিকি আর্থারকে হেড কোচের পদ থেকে ছেঁটে ফেলে মহা ভুল করেছে।

ইউটিউব চ্যানেল Cricket Baaz-এ আলোচনার সময় লতিফ বলেন, ‘মিকি আর্থারকে কেন সরিয়ে দেওয়া হল? ওকে ছেঁটে ফেলার কারণ কী ছিল? ওর প্রশিক্ষণে দল ভালো খেলছিল এবং উন্নতি করছিল। রেকর্ড দেখলেই সেটা বোঝা যায়। ওকে রাজনীতির শিকার হয়ে সরে যেতে হয়।'

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় পিসিবি আর্থারকে কোচের পদ থেকে ছেঁটে ফেলে। পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয় সরফরাজের হাত থেকে। এমকি তাঁকে মাঠের বাইরেও থাকতে হয়। অথচ কোচ-ক্যাপ্টেন হিসেবে আর্থার-সরফরাজ জুটিই পাকিস্তানকে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করেন।

লতিফ আরও বলেন, ‘আমি মিসবাকে দোষ দিচ্ছি না। হয়ত ও পাকিস্তানের হেড কোচ হতে চায়নি। ও কোচ হিসেবে নিতান্ত তরুণ এবং অনভিজ্ঞ। কেন ওকে দায়িত্ব দেওয়া হল? যা হয়েছিল, তার জন্য পিসিবি দায়ি।’

শেষে প্রক্তন পাক দলনায়ক বলেন, ‘আজ আমরা ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছেও ওয়ান ডে সিরিজে বাজেভাবে হারছি। এটা প্রমাণ করে যে, আমাদের ক্রিকেট টিমের ইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চকে হারানোরও ক্ষমতা নেই।’

বন্ধ করুন