শুভব্রত মুখার্জি:- ২০২৪ সালে আর কয়েকমাস পর থেকেই শুরু হতে চলেছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ' অর্থাৎ অলিম্পিক্স গেমস। আসন্ন এই অলিম্পিক্স গেমসের আয়োজক ফ্রান্সের রাজধানী শহর প্যারিস। অলিম্পিক্স গেমসের আসর আয়োজন করার পাশাপাশি প্যারালিম্পিক্সের আয়োজন করবে প্যারিস। সেই অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সের পদকে এবার লাগতে চলেছে অভিনবত্বের ছোঁয়া। প্রতি ক্রীড়া বিভাগের পদকজয়ীদের 'এক টুকরো' আইফেল টাওয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অলিম্পিক্স আয়োজক কমিটির তরফে! এমনটা এর আগে কখনও দেখেনি গোটা বিশ্ব। এবার অভিনবত্ব আনতে চলেছে অলিম্পিক্স সংস্থা।
আসন্ন অলিম্পিক্স গেমসে পোডিয়াম ফিনিশ করতে পারলেই সেই প্রতিযোগী পাবেন এই বিশেষ উপহার। উল্লেখ্য আইফেল টাওয়ার শুধু প্যারিস বা ফ্রান্স নয় গোটা পৃথিবীর কাছেই এক অন্যতম আশ্চর্য স্থাপত্য। যা ফ্রান্সের ইতিহাসের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আর সেই এক টুকরো ইতিহাসকেই এবার উপহার হিসেবে পদকজয়ীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্স আয়োজক কমিটি। শুক্রবার আয়োজকদের তরফে এই গেমসে যে মেডেল দেওয়া হবে তা উন্মোচন করা হবে। সোনা,রুপা এবং ব্রোঞ্জ তিনটি মেডেল প্রকাশ করা হয়েছে। প্রতিটি মেডেলেই থাকছে ফ্রান্সের ঐতিহ্য আইফেল টাওয়ারের ছবি।
হেক্সাজন আকৃতির প্রতিটি মেডেলে থাকবে স্ক্র্যাপ মেটাল দিয়ে তৈরি আইফেল টাওয়ারের প্রতিকৃতি। ঘটনাচক্রে এই মেটালগুলো সবটাই নেওয়া হবে এই আইকনিক স্মৃতিসৌধ আইফেল টাওয়ার থেকেই। প্যারিস ২০২৪'র ক্রিয়েটিভ ডিরেক্টর থিয়েরি রেবেউল জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে যে ভাবনা চিন্তা কাজ করেছে তা হল অলিম্পিক গেমসের সঙ্গে ফ্রান্সের ঐতিহ্যকে জুড়ে দেওয়া।
কারণ প্যারিস বা ফ্রান্সের প্রতীক বলা যেতে পারে এই আইফেল টাওয়ারকে। জনপ্রিয় জুয়েলারি সংস্থা চাইমেটের তরফে এই পদকগুলো ডিজাইন করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৮ গ্রামের হেক্সাগন আকৃতির টোকেন। পদকের একেবারে মাঝেই বসানো হয়েছে এই প্রতিকৃতি। আইফেল টাওয়ারের সংস্কারের সময়ে বেরিয়ে আসা লোহা এবং স্ক্র্যাপ মেটাল ব্যবহার করেই এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।