শুভব্রত মুখার্জি: শনিবার থেকে হাঙ্গেরির বুদাপেস্টে বসতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। তার আগেই ভারতীয় অ্যাথলেটিক্স জগতে ফের একবার ডোপিংয়ের ঘন কালো মেঘ। নিজের উপস্থিতির বিবরণ অর্থাৎ কখন, কোথায় রয়েছেন কি করছেন এই বিষয়ে সঠিক তথ্য দিতে না পারার ফলেই বুদাপেস্ট থেকে ভারতীয় রেস ওয়াকার ভাবনা জাটকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রতিযোগিতায় না নেমেই তাঁকে দেশে ফিরতে হবে।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে ভাবনা জাটকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নিজের উপস্থিতির সঠিক বিবরণ না জানিয়ে অ্যান্টি ডোপিং আইন ভাঙার ফলেই ভারতীয় ফেডারেশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাডার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের হয়ে টোকিয়ো অলিম্পিক্সেও লড়াই করেছিলেন ভাবনা। তাঁকে সাময়িক ভাবে নিষিদ্ধ করেছে নাডা।
নাডাকে সময়ে সময়ে নিজের উপস্থিতির বিবরণ পাঠাতে হয় অ্যাথলিটদের। এক বছরে তিন বার এই বিষয়ে ব্যর্থ হলে তা ডোপিং বিরোধী আইন ভাঙার সমান হিসেবে বিবেচিত হয়। ভাবনা জাটের ক্ষেত্রেও বিষয়টি তাই হয়েছে। ফলে ‘হোয়ার-অ্যাবাউট ফেলইওর’ ধারাতে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। নাডার তরফে ১০ অগস্ট ভাবনাকে নোটিশ পাঠানো হয়। তিনি এই নোটিশের উপর স্থগিতাদেশ চান।
সানি চৌধুরীর সভাপতিত্বে একটি কমিটি বিষয়টির শুনানি করে। স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয় তারা। ভাবনা মে মাসে একবার এবং জুন মাসে একবার ডোপিং পরীক্ষা দিতে ব্যর্থ হন। ২০২২ সালের শেষ কোয়ার্টারেও তিনি একবার ব্যর্থ হয়েছিলেন। উল্লেখ্য, গত মাসেই আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপে সোনা পেয়েছিলেন ভাবনা। ভারতীয় এশিয়ান গেমসের দলেও রয়েছেন তিনি। তবে এই ঘটনার পর সেই দল থেকেও তাঁর বাদ পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।