শুভব্রত মুখার্জি: বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রবি বিষ্ণোই। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে ফাইনালে খেলেছিলেন তিনি। সেই বিশ্বকাপে ভালো বোলিং করেই সকলের নজরে পড়েছিলেন এই নবীন তারকা। বর্তমানে তিনি চুটিয়ে আইপিএলেও খেলছেন। গত মরশুমেই লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে খেলেছেন তিনি। ভারতীয় সিনিয়র দলের হয়ে নিয়মিত খেলাই লক্ষ্য তাঁর। আর এই স্বপ্নপূরণ করতেই এবার নিয়েছেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী মরশুম থেকে ঘরোয়া ক্রিকেটে তিনি আর রাজস্থানের হয়ে খেলবেন না। পরিবর্তে গুজরাটের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে যদিও এখনও পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে স্বয়ং রবি বিষ্ণোই বিষয়টির সত্যতা মেনে নিয়েছেন। তিনি নিজের ইনস্টাগ্রাম থেকে বিষয়টি জনসমক্ষে ঘোষণাও করে দিয়েছেন। সেখানে তিনি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুশীলনের কিট পরে থাকতে দেখা গিয়েছে। ক্যাপশনে লিখেছেন ' নিউ বিগিনিং', অর্থাৎ নতুন করে শুরু। আসন্ন ঘরোয়া মরশুমে রবিকে অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলার সঙ্গে একসঙ্গে গুজরাটের হয়ে বোলিং করতে দেখা যেতে পারে।
ভারতের হয়ে ইতিমধ্যেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে তাঁর অভিষেক হয়ে গিয়েছে। গত বছর টি-২০ বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ২০২২ সালের এশিয়া কাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। তবে টি-২০ বিশ্বকাপের দলে তাঁকে নির্বাচন করা হয়নি।
২২ বছর বয়সী এই স্পিনার ভারতের হয়ে ১০টি টি-২০ খেলার পাশাপাশি একটি ওয়ান ডে ম্যাচেও খেলেছেন। ভারতের হয়ে ১০টি টি-২০'তে ১৬টি উইকেটও নিয়েছেন তিনি। ১৬ রানে চার উইকেট তার শ্রেষ্ঠ পারফরম্যান্স। পাশাপাশি আইপিএলে সুপার জায়ান্টসের হয়ে ইতিমধ্যেই তিনি ১৬টি উইকেটও নিয়েছেন। গত মরশুমেই রাজস্থানের হয়ে মাত্র একটি প্রথম শ্রেণীর ম্যাচে খেলেছিলেন রবি বিষ্ণোই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।