বাংলা নিউজ > ময়দান > লর্ডসে একদিনের ক্রিকেটে ইতিহাস গড়লেন রিস টপলি! পিছনে ফেললেন শাহিন আফ্রিদিকে

লর্ডসে একদিনের ক্রিকেটে ইতিহাস গড়লেন রিস টপলি! পিছনে ফেললেন শাহিন আফ্রিদিকে

লর্ডসে রেকর্ড গড়লেন রিস টপলি (ছবি-এপি) (AP)

বৃহস্পতিবার লর্ডসে ভারতীয় দলের বিরুদ্ধে ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ফাস্ট বোলার রিস টপলি। এদিন ৯.৫ ওভার বল করে ২৪ রান খরচ করে ছয়টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এদিনের ম্যাচে ২টি মেডেনও নিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার লর্ডসে ভারতীয় দলের বিরুদ্ধে ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ফাস্ট বোলার রিস টপলি। এদিন ৯.৫ ওভার বল করে ২৪ রান খরচ করে ছয়টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এদিনের ম্যাচে ২টি মেডেনও নিয়েছিলেন তিনি। ভারত বনাম ইংল্যান্ডের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ১০০ রানের বড় জয় পেয়েছে জোস বাটলাররা। এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিস টপলি। এদিনের পারফরমেন্সের জন্য তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। 

আরও পড়ুন… রজনী স্টাইলে নিজের ডিসলোকেট হওয়া কাঁধ ঠিক করলেন রোহিত শর্মা, অবাক জাদেজা

ভারতের বিরুদ্ধে এদিন দুরন্ত বোলিং করে বেশকিছু নতুন রেকর্ড গড়েছেন রিস টপলি। টি-টোয়েন্টি সিরিজ থেকে এখন ওয়ানডে সিরিজ রোহিত শর্মাদের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন ৬.৭ ফুটের এই ইংলিশ বোলার। এ দিন রিস টপলির বলে আউট হয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব সহ মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণ।

আরও পড়ুন… রজনী স্টাইলে নিজের ডিসলোকেট হওয়া কাঁধ ঠিক করলেন রোহিত শর্মা, অবাক জাদেজা

এদিনের করা রিস টপলির পারফরমেন্স হল লর্ডসের মাঠে করা একদিনের ক্রিকেটে সেরা পারফরমেন্স।। এর আগে শাহিন আফ্রিদি বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে ৩৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন। অন্য শ্রুবসোলে ২০১৭ সালে লর্ডসের মাঠে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তবে সকলকে টপকে গেলেন টপলি। এদিন তিনি ইংল্যান্ডের হয়ে সেরা খেললেন না, করলেন বড় রেকর্ডও। 

বন্ধ করুন