সলমন খানের ছবি সুলতান মনে আছে। যেখানে এক কুস্তিগীর কী ভাবে নিজের কুস্তির জমি ছেড়ে MMA-র রিং-এ প্রবেশ করলেন। বাকিটা রূপোলি পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল, কী ভাবে MMA-র জমিতে ভারতীয় অ্যাথলিটরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে সেরা হয়েছিল। ভারতীয় প্যাঁচে বিদেশি প্রতিযোগিদের ধরাশীয়া করছিল। সেই প্রথম হয়তো ভারতীয়দের কাছে MMA-র বিষয় বা মিক্সড মার্শাল আর্টসের ব্যপারটা পরিস্কার হয়েছিল। তবে সেটা ছিল রূপোলি পর্দার গল্প। এবার সেই গল্প সত্যি হতে চলেছে, দাঙ্গাল কন্যা ববিতা ও গীতা ফোগটের ছোট বোন রিতু ফোগটের হাত ধরে।
মহাবীর ফোগটের ছোট মেয়ে রিতু ফোগট এমুহূর্তে রয়েছেন সিঙ্গাপুরে। তাঁর লক্ষ্য হল আসন্ন MMA-এ প্রতিযোগিতায় ভারতের মাথা উঁচু করা। সে কারণেই গত ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বাবার সঙ্গে ভিডিও কলের মাধ্যমেই যোগাযোগ রেখেছেন রিতু। করোনা ও লকডাউনের মাঝে বাবার সঙ্গে এভাবেই যোগাযোগ রেখেছেন তিনি।
নিজের লক্ষ্যে অবিচল থেকে ১৫ই মে অবশেষে জীবনের সব থেকে বড় প্রতিযোগিতায় নামতে চলেছেন রিতু ফোগট। দঙ্গলের ম্যাচে রিতুর প্রতিপক্ষ হিসাবে থাকছেন আমেরিকার MMA প্রতিযোগি বি নগুয়েন। ম্যাচে নামার আগে রিতু জানিয়েছেন। ‘এটা ভারতীয় বাজারের জন্য বিশেষ আইপি কারণ এই প্রথম ভারত থেকে কোনও প্রতিযোগি গ্লোবাল পর্যায়ে ভারতের মিক্সড মার্শাল আর্টসকে তুলে ধরবে।’
ম্যাচে নামার আগে রিতু ফোগট আরও জানান, ‘এটা ভারতীয়দের লড়াইয়ে ক্ষমতা, সহনশীলতা, লড়াইয়ের অনুপ্রেরণা, চ্যালেঞ্জ নেওয়ার দক্ষতাকে প্রকাশ করবে। এটা ভারতের MMA-ভবিষ্যতকে তুলে ধরবে। আমাদের এই খেলায় নতুন মাত্রা যোগ করার জন্য পেশিতে যথেষ্ট ক্ষমতা রয়েছে।’
রিতুর বাড়ির লোক জানান, ‘আমরা নিজের মেয়ের সঙ্গে প্রতি নিয়ত যোগাযোগ রাখি। ওর বাবা, দিদিরা ওর সঙ্গে ফোনের মাধ্যমে প্রতিদিন কথা বলেন। ওকে আমরা মনে করিয়ে দিতে চাই ও কোন স্বপ্ন পূরণ করতে বিদেশে রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।