শুভব্রত মুখার্জি
প্রথম টেস্টে লজ্জাজনক হারের পরে দ্বিতীয় টেস্টে একেবারে দিনের শেষে এসে ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। গোটা দিন ম্যাচ দোদুল্যমানতায় ভুগেছে। প্রথম দুই সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল প্রোটিয়াদের হাতে। দিনের শেষের দিকে দ্রুত রিকেলটন এবং টেম্বা বাভুমাকে ফিরিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। যদিও দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে রান উঠেছে যথেষ্ট। দিনের শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান।
এদিন ওয়ানডে-সুলভ মেজাজে ব্যাট করেছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। ফলে দিনের প্রথমভাগে রানও উঠেছে দ্রুতগতিতে। দিনের শেষে আবার ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলাম। দুটি উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১২ তম ওভারের শেষ বলে প্রোটিয়াদের দলীয় ৫২ রানের মাথায় বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন পেসার খালেদ আহমেদ। ২৪ রান করে আউট হন সারেল এরউইয়া। ৬৬ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করেন প্রোটিয়া অধিনায়ক। ২৬ ওভারেই ১০০ ছাড়ায় প্রোটিয়াদের স্কোর। এরপর ফের কিগ্যান পিটারসেনকে সঙ্গী করে জুটি গড়েন এলগার। জুটিতে ওঠে ৮১ রান। ৮১ রানের এই জুটি ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। এলগার ৮৯ বলে ১০ টি চারে ৭০ রানের ইনিংস খেলে আউট হন।
৩৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল ২ উইকেটে ১৫৬। সেই সময় হঠাৎ করেই নেমে আসে বৃষ্টি। ২৪ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয় বৃষ্টি । ৭৪ বলে অর্ধশতরান সম্পূর্ণ করা পিটারসেনকে ৬৪ রানে ফেরান তাইজুল। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। তারপরে ফের জুটি গড়েন টেম্বা বাভুমা আর রিকেলটন। ১১৩ বলে অর্ধশতরান করে বাভুমা। ৭৪ তম ওভারের মাঝপথে শারীরিক সমস্যার জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় লিটন দাস। তাঁর জায়গায় কিপিং শুরু করেন একাদশে না থাকা নুরুল হাসান সোহান। ৮৩ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন তাইজুল। তার বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেন রায়ান রিকেলটন (৪২)। বল তার গ্লাভসে লেগে ফার্স্ট স্লিপে ইয়াসির আলি চৌধুরীর হাতে চলে যায়।
উইকেট পতনের পরে টেম্বা বাভুমার সঙ্গী হন কাইল ভেরাইনা। প্রোটিয়াদের দুর্গে পঞ্চম আঘাত করেন খালেদ। ১৬২ বলে ৬৭ রান করা টেম্বা বাভুমাকে ফিরিয়ে দেন তিনি। তৃতীয় আম্পায়রের সহায়তায় বাভুমাকে আউট ঘোষণা করা হলে প্রোটিয়াদের রান সংখ্যা দাঁড়ায় ২৭১ রানে পাঁচ উইকেট । তারা দিন শেষ করেছে ৫ উইকেটে ২৭৮ রানে। ক্রিজে ভেরাইনা ১০* এবং মুল্ডার ০* রানে অপরাজিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।