ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেও জাতীয় দলে জায়গা হয়নি তাঁর। বারংবার নাম না করে নির্বাচকদের একহাত নিয়েছেন সরফরাজ খান। এমনকী সদ্য শেষ হওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেললেও সেই ভাবে সাফল্য পাননি তিনি। তবে তিনি সংবাদ শিরনামে থাকতে বেশ পছন্দ করেন। এমনটাই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ভারতীয় দল যখন ক্যারিবিয়ান সিরিজ খেলতে ব্যস্ত, ঠিক তখন চারহাত এক করলেন সরফরাজ খান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিয়ে করলেন মুম্বইয়ের এই ব্যাটার। জম্মু-কাশ্মীরের সোফিয়ান জেলায় জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি। আর সেই বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মুম্বইয়ের তারকা ব্যাটার। সেখানে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ বিবাহিত।' সরফরাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই খরবটি জানাজানি হতে খুব একটা বেশি সময় লাগেনি। ভাইরাল হতে থাকে। যদিও অনেকেই তাতে অবাক হয়েছে। আবার অনেকেই খুশি হয়েছেন। সরফরাজের বিয়ের ছবি পোস্ট করা মাত্রই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব, উমরান মালিক, অক্ষর প্যাটেল।
তবে সোশ্যাল মিডিয়ায় সরফরাজের যে ছবিটি ঘুরে বেড়াচ্ছে, তাতে দেখা যাচ্ছে সরফরাজকে কালো শেরওয়ানি পরা এবং অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন ইনিংস শুরু করার পর তিনি লিখেছেন, 'সর্বশক্তিমান সিদ্ধান্ত নিয়েছিলেন যে কাশ্মীরে বিয়ে করা আমার নিয়তি। আমি এখানে অনেক ভালোবাসা পেয়েছি এবং যখনই সময় পাব আমি এখানে আসবো।' তবে তিনি ভারতীয় ক্রিকেটে অন্যতম বিতর্কিত চরিত্র বলে ধরা হয়। কারণ তিনি জাতীয় দলে সুযোগ না পেয়ে অনেক সময় নির্বাচকদের বিরুদ্ধে মুখ খোলেন। কিছুদিন আগেও ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স সত্ত্বেও তাকে ভারতের নির্বাচনের জন্য বাদ দেওয়া হয়। তবে এদিন যেন কিছুটা হলেও সুর নরম ছিল সরফরাজের। মুম্বইয়ের এই ক্রিকেটার বলেন, 'সর্বশক্তিমান লিখেছিলেন যে আমি এখানে বিয়ে করব। একইভাবে তিনি যদি লিখে থাকেন যে আমি ভারতের হয়ে খেলব, আমি খেলব।'
ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফর ক্রিকেটার তিনি। এমনকী গত মরশুমেও দুর্দান্ত ইনিংস খেলেন সরফরাজ। কিন্তু ভারতীয় দলে জায়গা হয়নি। এমনকী দলে না রাখার জন্য একাধিকবার মুখও খোলেন তিনি। যদিও তাঁর ভারতীয় দলের না খেলার পিছনে অনেকেই মনে করেন ফিটনেসের অভাব রয়েছে। যদিও অনেকেই তাদের মতামত জানিয়েছেন। তবে নতুন ইনিংস শুরু করার পর জাতীয় দলের দরজা খোলে কিনা এটাই এখন দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।