বাংলা নিউজ > ময়দান > জাতীয় দলের তারকা ডিফেন্ডারকে পাঁচ বছরের লম্বা চুক্তিতে দলে নিল এটিকে-মোহনবাগান

জাতীয় দলের তারকা ডিফেন্ডারকে পাঁচ বছরের লম্বা চুক্তিতে দলে নিল এটিকে-মোহনবাগান

শুভাশিস বোস। ছবি- এআইএফএফ।

ঘরের ছেলেকে ঘরে ফেরাল সবুজ-মেরুন শিবির।

জাতীয় দলের তারকা ডিফেন্ডারকে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে টেনে নিল এটিকে-মোহনবাগান। বরং বলা ভালো, ঘরের ছেলেকে পুনরায় ঘরে ফেরাল সবুজ-মেরুন শিবির।

ইতিমধ্যেই একাধিক ভারতীয় তারকার সঙ্গে চুক্তি সেরেছে আইএসএল চ্যাম্পিয়নরা। এবার মুম্বই সিটির লেফট ব্যাক শুভাশিস বোসকে ৫ বছরের জন্য সই করাল এটিকে-মোহনবাগান। অর্থাৎ, আগামী ২০২৫ পর্যন্ত সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাবেন জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই ২৩টি ম্যাচ খেলা ২৪ বছর বয়সী তারকা।

এর আগেও অবশ্য মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়েছেন শুভাশিস। ২০১৭ সালে তিনি সবুজ-মেরুনের হয়ে মাঠে নামেন। মোহনবাগান থেকে পরের মরশুমে যোগ দেন বেঙ্গালুরু এফসিতে। শেষ দু'টি মরশুমে শুভাশিস মাঠে নামেন মুম্বই সিটি এফসির হয়ে।

আইএসএলের সবথেকে সফল দলের সঙ্গে লম্বা চুক্তির পর শুভাশিস বলেল, 'নিজের শহরে ফিরতে পেরে রীতিমতো রোমাঞ্চিত। নতুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। নিজের সবকিছু দিয়ে এটিকে-মোহনবাগানকে সাফল্য এনে দিতে আমি বদ্ধপরিকর।'

এটিকে-মোহনবাগান এর আগে দুই বিদেশি তারকা রয় কৃষ্ণা ও এডু গার্সিয়ার সঙ্গে যথাক্রমে এক বছর ও দু'বছরের চুক্তি করেছে। ভারতীয় ফুটবলারদের মধ্যে প্রবীর দাস ও শেখ সাহিলের সঙ্গে তারা তিন বছরের চুক্তি সেরেছে। জবি জাস্টিনকে ধরে রেখেছে আগামী দু'টি মরশুমের জন্য।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন