আগামী ৭ জুন থেকে ওভালে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই প্রথমবার অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেললেও, ভারত এই নিয়ে দ্বিতীয়বার ফাইনাল খেলছে। সেদিক থেকে অজিদের থেকে ভারত কিছুটা হলেও এগিয়ে রয়েছে। আর এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এই দল গঠনই চমকে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলকে। দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে। এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহানে। অনেকেই মনে করছে, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্যই ভারতীয় দলে ফের জায়গা করে নিয়েছেন তিনি। তবে নির্বাচকদের এমন ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। রঞ্জি ট্রফি খেলে গত বর্ডার-গাভাসকর ট্রফিতে জায়গা করে নেন সূর্যকুমার যাদব। কিন্তু তাঁকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেওয়া হয়েছে। যা দেখে অনেকেই অবাক হয়েছেন।
এবার ভারতীয় দল গঠন নিয়ে সরব হলেন বাংলা দলের ক্রিকেটার সুদীপ কুমার ঘরামি। গত মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা সুদীপ বলেন, 'টি-টোয়েন্টির পারফরম্যান্স দেখে কখনও ওডিআই ক্রিকেট এবং টেস্টে দল নির্বাচন করা উচিত নয়। এটা একেবারেই ভালো হবে না। আইপিএলের পারফরম্যান্স দেখে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য দল নির্বাচন করা উচিত। রঞ্জিতে পারফরম্যান্স করার পর যদি কিছু নাই পাওয়া যায়, তাহলে আর লাভ কী? সবাই লাল বল ছেড়ে সাদা বলে বেশি করে প্রাধান্য দেবে।'
অবশ্য সুদীপ ঘরামির সুরে সুর না মিলিয়ে অন্য পথে হেঁটেছেন গুজরাটের ব্যাটার প্রিয়ঙ্ক পঞ্চাল। তিনি বোর্ডের পাশেই দাঁড়িয়েছেন। গুজরাটের এই ওপেনার বলেন, 'আমি এতে খুব একটা খারাপ কিছু দেখছি না। আমি বর্তমান পরিস্থিতর সঙ্গে পা মেলাতে চাই। বর্তমানে তিনটি ফরম্যাটই খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ তিনটি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করে এবং তুমি যদি শুধুমাত্র রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স করো তাহলে, যে তিনটি ফরম্যাটে ভালো খেলছে সেই দলে সুযোগ পাবে। এখন স্ট্রাইকরেটের দিকে বিশেষ করে তাকানো হয় টেস্টের জন্য। যদি তুমি ইংল্যান্ডের দিকে তাকাও, তাহলে দেখতে পারবে, কীভাবে ওরা টেস্ট ক্রিকেট খেলছে। আগে যখন স্ট্রাইক রেট দেখা তখন ৩০ অথবা ৪০ ঠিক আছে। কিন্তু বর্তমানে ৬০ অথবা ৭০ স্ট্রাইর রেট দেখা হয়। স্বাভাবিক ভাবেই টেস্ট ক্রিকেটেও রানের একটা গতি বেড়েছে।'
অবশ্য ঘরামির পথে হেঁটেছেন বিদর্ভের হয়ে গত মরশুমে রঞ্জিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করা অর্পিত ভাসাভাদা। বিদর্ভের এই ক্রিকেটার বলেন, 'আইপিএলে দেশের বাইরের অনেক ক্রিকেটার থাকে। তবে আমি মনে করি না কেউ আইপিএল খেলে টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য।'
গত ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান। কিন্তু তাঁকে টেস্ট দলে দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বর্ডার-গাভাসকর ট্রফিতে দেখা যাবে। কিন্তু সুযোগ হয়নি তাঁর। পাল্টা সুরে সুর মিলিয়ে ঘরামি বলেন, 'যদি কোনও ক্রিকেটারের ক্লাস না থাকে, তাহলে যে কোনও দলের যে কোনও ক্রিকেটার এত রান করতে পারত না।' ভাসাভাদা বলেন, 'আমাদের কাজ হচ্ছে পারফরম্যান্স করে যাওয়া। যদি নির্বাচকদের মনে না ধরে তাহলে জায়গা হবে না। কোনও না কোনও অযুহাতে তারা বাদ দেবেই। এবং যদি তারা আমাকে দলে রাখতে চায় তাহলে কোনও একটা কারণ সামনে এনে দলে নেবে। নির্বাচন প্রক্রিয়া আমার হাতে নেই। একজন ক্রিকেটার হিসাবে নিজেদের দলের জন্য ভালো পারফরম্যান্স করা উচিত। তবে আমি কারোর প্রতি কোনও রকম অভিযোগ করতে চাই না।'