বাংলা নিউজ > ময়দান > সিডনি টেস্টে জো রুটদের সামনে কঠিন টার্গেট ঝুলিয়ে দিল অস্ট্রেলিয়া, কত রান দরকার শেষ দিনে?

সিডনি টেস্টে জো রুটদের সামনে কঠিন টার্গেট ঝুলিয়ে দিল অস্ট্রেলিয়া, কত রান দরকার শেষ দিনে?

উচ্ছ্বসিত অজি শিবির। ছবি- আইসিসি।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অনবদ্য শতরান করেন উসমান খোয়াজা।

সিডনি টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে কঠিন টার্গেট ঝুলিয়ে দিল অস্ট্রেলিয়া। পিচ ও পরিস্থিতির নিরিখে শেষ দিনে জয়ের সম্ভাবনা উজ্জ্বল অস্ট্রেলিয়ার। তবে ইংল্যান্ডের সামনে ম্যাচ জয়ের রাস্তা একেবারে বন্ধ, এমনটাও নয়। যদিও জিততে বা ম্যাচ বাঁচাতে কঠিন লড়াই চালাতে হবে ব্রিটিশ ব্যাটসম্যানদের।

অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ৪১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তুলেছিল। তার পর থেকে খেলা শুরু করে ব্রিটিশদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯৪ রানে। ১১৩ রান করে আউট হন জনি বেয়ারস্টো। ৩৬ রানে ৪ উইকেট নেন স্কট বোল্যান্ড।

১২২ রানের লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ৬ উইকেটে ২৬৫ রান তুলে। প্রথম ইনিংসে ১৩৭ রান করে আউট হওয়া উসমান খোয়াজা দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১০১ রান করে। এছাড়া ৭৪ রান করে আউট হন ক্যামেরন গ্রিন। হ্যারিস ২৭, ওয়ার্নার ৩, ল্যাবুশান ২৯ ও স্মিথ ২৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে জ্যাক লিচ ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ৪টি উইকেট নেন। ২টি উইকেট দখল করেন মার্ক উড।

জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮৮ রানের। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড শেষ ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে। জ্যাক ক্রাউলি ২২ ও হাসিব হামিদ ৮ রানে অপরাজিত রয়েছেন। সুতরাং, জিততে হলে শেষ দিনে ইংল্যান্ডকে তুলতে হবে আরও ৩৫৮ রান। অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০টি উইকেট। পিচ থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। তাই শেষ দিনে ন্যাথন লিয়ঁর নায়ক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ডিজিটাল পেমেন্ট লিংক চালু করতে ভারত-সিঙ্গাপুর আলোচনা, বিরাট বিনিয়োগের সম্ভাবনা দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর বাবা-মা আফজল গুরুর সমব্যথী! স্বাতীর পোস্টে ক্ষুব্ধ আপ 'উৎসবে ফিরুন', মহালয়ার আগেই পুজো উদ্বোধন করবেন মমতা, প্রস্তুতি তুঙ্গে কে বলবে এক ছেলের মা! বিকিনিতে বোল্ড লুকে নুসরত,গভীর নাভিতে ফ্ল্যাট ভক্তরা বোলপুর পেল আরও ১ বন্দে ভারত! কখন দাঁড়াবে? থামবে রামপুরহাটেও, রইল পুরো টাইমটেবিল তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক হচ্ছেন মন্ত্রী শোভনদেব, রাত পোহালেই দায়িত্বে আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.