দুরন্ত ছন্দে দ্য হান্ড্রেডের মঞ্চ কাঁপালেন ভারতের তন্বী স্মৃতি মন্ধানা। তাঁর ঝোড়ো হাফসেঞ্চুরিতেই গুঁড়িয়ে গেল হরমনপ্রীত কৌরের টিম। মঙ্গলবার মেয়েদের দ্য হান্ড্রেডের ম্যাচে সাউদার্ন ব্রেভকে হারিয়ে দিল ট্রেন্ট রকেটস। ম্যাচের সেরা হলেন স্মৃতি মন্ধানাই। প্রসঙ্গত, দ্য হান্ড্রেডে এটি স্মৃতির প্রথম হাফসেঞ্চুরি।
এদিন টস জিতে ট্রেন্ট রকেটস ফিল্ডিং নেয়। প্রথমে ব্যাট করতে নেমে স্মৃতি মন্ধানার হাত ধরে শুরুটা ভালো করে সাউদার্ন ব্রেভ। স্মৃতি এবং ড্যানি ওয়াট মিলে প্রথম উইকেটে ৬৫ রান যোগ করেন। ৪২ বলে তাঁরা এই পার্টনারশিপ করেন। ৩টি চারের হাত ধরে ২৭ বলে ২৭ করে ড্যানি আউট হয়ে গেলে, স্মৃতি দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন মাইয়া বাউচিয়ার সঙ্গে। দ্বিতীয় উইকেটে স্মৃতি এবং মাইয়া মিলে ৬৩ রান যোগ করেন। ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যান মাইয়া। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার এবং একটি ছয়। মাইয়া আউট হওয়ার পরপরেই হাফসেঞ্চুরি করা সাজঘরে ফেরেন স্মৃতিও। ১৫২.৭৭ স্ট্রাইকরেটে ৩৬ বলে ৫৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন ভারতীয় তারকা প্লেয়ার। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং দু'টি ছক্কায়।
আরও পড়ুন: ৯ বছর ২৫২ দিন পর ফের ODI-তে সুযোগ পেলেন উনাদকাট, গড়লেন নয়া রেকর্ড
এর পর পাঁচে নেমে ক্লো ট্রায়ন ঝড়ের গতিতে ১০ বলে ২৩ রান করেন। মারেন ২টি চার, একটি ছয়। নির্দিষ্ট ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে সাউদার্ন ব্রেভ। ট্রেন্ট রকেটসের হয়ে ব্রায়নি স্মিথ ২ উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নাওমি দাতানি, অ্যালানা কিং এবং কির্স্টি গর্ডন।
আরও পড়ুন: আমারও কুসংস্কার রয়েছে- খেলতে নেমে তাই কী করেন রিঙ্কু? জানালেন KKR তারকা
১৫৮ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩০ রানেই শেষ হয়ে যায় হরমনপ্রীতের দল ট্রেন্ট রকেটসের ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ২১ বলে ৩ উইকেট হারিয়ে বসে থাকে রকেটস। ওপেন করতে নেমে ব্রায়নি স্মিথ কোনও বল না খেলেই রানআউট হয়ে যান। ১২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ট্রেন্ট। নাওমি ১০ বলে ৮ করে সাজঘরে ফেরেন। এর পর আর এক ওপেনার লিজেল লি ১৪ বলে ১১ করে আউট হলে চাপে পড়ে যায় ট্রেন্ট রকেটস। চারে নেমে দলের অধিনায়ক ন্যাট সাইভার ব্রান্ট হাল ধরেন। তাঁকে কিছুটা সঙ্গত করার চেষ্টা করেন হরমনপ্রীত কৌর। কিন্তু ১৭ বলে ২২ করে আউট হন হরমন। ছোট্ট ইনিংসেও ২টি চার একটি ছয় হাঁকিয়েছেন ভারত অধিনায়ক। এর পর ন্য়াট ছাড়া কেউই সেই ভাবে খুঁটি হতে পারেননি। ন্যাট সাইভার ব্রান্ট ৩১ বলে ৪৯ করে আউট হয়ে যান। ৭টি চার ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন ন্যাট। রকেটসের হয়ে এটাই ছিল সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ করেছেন হরমন। বাকিরা কেউ ১৫ রানেও পৌঁছতে পারেননি। ২৭ রানে ম্যাচটি জিতে যায় সাউদার্ন ব্রেভ। সাউদার্নের হয়ে মেরি টেলর ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন জর্জিয়া অ্যাডামস। এবং আনিয়া শ্রুবসোলে ১ উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।