সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে চূড়ান্ত ফ্লপ হয়েছেন ৩১ বছরের ভারতীয় বোলার জয়দেব উনাদকাট। তবে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বল করতে নামার আগেই তিনি নজির গড়ে ফেলেছেন। প্রায় গত ১০ বছর পর জয়দেব উনাদকাট টিম ইন্ডিয়ার হয়ে কোনও একদিনের ক্রিকেট ম্যাচের দলে জায়গা পেলেন। ৯ বছর ২৫২ দিন পর দেশের হয়ে ওডিআই ম্যাচ খেলছেন উনাদকাট।
২০১৩ সালের ২১ নভেম্বর কোচিতে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তিনি শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন। তার পর ২০২৩ আইপিএল টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট স্কোয়াডে সুযোগ পেলেও, একাদশে জায়গা পাননি। কিন্তু শেষ পর্যন্ত সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই-তে নজির গড়ে প্রত্যাবর্তন করলেন উনাদকাট।
আরও পড়ুন: আমারও কুসংস্কার রয়েছে- খেলতে নেমে তাই কী করেন রিঙ্কু? জানালেন KKR তারকা
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সময়ের ব্যবধানে উনাদকাট ওডিআই ম্যাচ খেলছেন। তাঁর মতো ৯ বছর ২৫২ দিনের ব্যবধানে আর কোনও ভারতীয় ক্রিকেটার ওডিআই ম্য়াচ খেলেননি। এর আগে রবিন সিং ৭ বছর ২৩০ দিনের ব্যবধানে ওডিআই ম্যাচ খেলেছিলেন। এতদিন এটাই ছিল সবচেয়ে বেশি সময়ের ব্যবধানে কোনও ভারতীয় প্লেয়ারের ওডিআই ম্যাচ খেলার নজির। মঙ্গলবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই-এ সুযোগ পেয়ে, রবিন সিং-এর সেই নজির ছাপিয়ে গেলেন উনাদকাট।
এ ছাড়াও অমিত মিশ্র ৬ বছর ১৬০ দিনের ব্যবধানে ওডিআই ম্যাচ খেলেছিলেন। পার্থিব প্যাটেল আবার ৬ বছর ১৩৩ দিনের ব্যবধানে ওডিআই ম্যাচ খেলেছিলেন। আর ৫ বছর ৩৪৪ দিনের ব্যবধানে রবিন উথাপ্পা ওডিআই ম্যাচ খেলেছিলেন।
উনাদকাট গত বছর ভারতীয় টেস্ট ক্রিকেট দলে কামব্যাক করেছিলেন। গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছিল। ইতিপূর্বে তিনি টিম ইন্ডিয়ার হয়ে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন। প্রসঙ্গত, জয়দেব উনাদকাট ভারতের হয়ে সাতটি একদিনের ম্যাচে ৮ উইকেট এবং ১০টি আন্তর্ডাতিক টি-২০ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। এ ছাড়া চারটি টেস্ট ম্যাচে তিনি মাত্র তিনটে উইকেট নিতে পেরেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ধারক ওডিআই-এ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দলে রাখা হয়নি। মঙ্গলবারও ফের দলের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। মেগা ম্যাচে আরও একবার তরুণ ক্রিকেটারদের নিয়েই পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টিম ইন্ডিয়া এই ম্যাচের প্রথম একাদশে একজোড়া রদবদল করে। বাদ পড়েন উমরান মালিক এবং অক্ষর প্যাটেল। দলে ঢুকেছেন রুতুরাজ গায়কোয়াড় ও জয়দেব উনাদকাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।