আন্তর্জাতিক হোক বা ঘরোয়া ম্যাচ, ক্রিকেটে দুর্দান্ত সব ক্যাচের নজির নিতান্ত কম নেই। তবে রবিবার ফ্র্যাঙ্ক নসুবুগা যে ক্যাচটি তালুবন্দি করেন, তা ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা সন্দেহ নেই।
ক্রিকেটে বলের পিছনে ধাওয়া করে ক্যাচ ধরা মোটেও সহজ নয়। বলের পিছু পিছু বাউন্ডারি লাইনের দিকে দৌড়ে শূন্যে শরীর ছুঁড়ে উগান্ডার তারকার ধরা ক্যাচটি একারণেই প্রশংসিত হচ্ছে।
রবিবার কাম্পালায় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগ গ্রুপ বি-এর ম্যাচে কেনিয়ার মুখোমুখি হয় উগান্ডা। ম্যাচে মোট ৩টি ক্যাচ ধরেন নসুবুগা। তবে কলিন্স ওবুয়ার ক্যাচটি ছিল নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা।
প্রথম ইনিংসের ১৭.৫ ওভারে দীনেশ নাকরানির বল স্টেপ-আউট করে লেগ-সাইডে তুলে মারেন ওবুয়া। বলের পিছনে দৌড়ে বাউন্ডারি লাইনের কাছে সামনের দিকে শরীর ছুঁড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ফ্র্যাঙ্ক। ওবুয়াকে ফিরতে হয় ব্যক্তিগত ১১ রানে।
আরও পড়ুন:- দু'পায়ের মাঝে ক্যাচ ধরে ব্যাটারকে ফেরালেন বিলিংস, হেসে গড়াচ্ছে নেটপাড়া- ভিডিয়ো
ম্যাচে কেনিয়াকে ৭ উইকেটে পরাজিত করে উগান্ডা। প্রথমে ব্যাট করে কেনিয়া ৪৭.১ ওভারে ২২০ রানে অল-আউট হয়ে যায়। ৭২ রান করেন রাকেপ প্যাটেল। ৩৩ রান করেন ইরফান করিম। জবাবে ব্যাট করতে নেমে উগান্ডা ৪৫.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২৪ রান তুলে ম্যাচ জিতে যায়। সাইমন সেসাজি অপরাজিত ৮৭ রান করেন। নাকরানি নট-আউট থাকে ৫৫ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।