শুক্রবার থেকে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মোহালিতে খেলা হবে। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে পূর্ণাঙ্গ অধিনায়কত্বের কেরিয়ার শুরু করতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে প্রাক্তন টেস্ট অধিনায়ক বিরাট কোহলির ক্যারিয়ারের এটি শততম টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারতের টেস্ট দলের নতুন পূর্ণাঙ্গ অধিনায়ক রোহিত শর্মা।
এই সাংবাদিক সম্মেলনে একটি মজার ঘটনা ঘটল। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টের ঠিক আগে সংবাদ সম্মেলনের সময় একটি মজার মুহূর্ত সামনে এল। এক সাংবাদিক ও রোহিত শর্মার সঙ্গে মজার কথোপকথনের একটি ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আসলে, যখন সাংবাদিক সম্মেলন শেষ হতে চলেছে, তখন একজন সাংবাদিক একেবারে বিরক্ত হয়েই রোহিত শর্মাকে কিছু প্রশ্ন করেন।
সাংবাদিক রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেন, ‘রোহিত আমার একটা প্রশ্ন ছিল।’ রোহিত বলেন, ‘হ্যা নিশ্চই জিজ্ঞাসা করুন।’ তখন সাংবাদিক বলেন, ‘আরে রোহিত ম্যাচটাকি মাঠে হচ্ছে না। উইকেট নিয়ে কিছুই বলছেন না।’ রোহিত তখন বলেন, ‘আরে কেউই তো সেই সব প্রশ্ন করছেন না।’ সাংবাদিক তখন বলেন, ‘মাঠের অবস্থার সম্বন্ধে বলুন আর মাঠে দর্শক ফিরে আসছে সেটাকে কীভাবে দেখছেন।’ রোহিত এই প্রশ্ন শুনে বলেন, ‘এটাই ঠিক প্রশ্ন। এতক্ষণ পরে কেউ প্রশ্ন করল যে পিচ কেমন, কন্ডিশন কেমন, প্লেইং ইলেভেন কী হবে, দর্শক আসছে। বাহ এটা বাস্তব প্রশ্ন, খুব ভালো প্রশ্ন।’ সাংবাদিকের এই সব প্রশ্নের জবাবে রোহিত শর্মা রসিকতার ভঙ্গিমায় উত্তর দেন। এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।