টি-২০ ক্রিকেটে এক ওভারে চারটি ছক্কা মারার ঘটনা দেখা যায় হামেশাই। তবে এক ওভারে চারটি উইকেটে নেওয়া সহজ নয় মোটেও। তাও আবার ইনিংসের প্রথম ওভারেই এমন কৃতিত্ব অর্জন করার কথা ভাবাই কার্যত অবাস্তব মনে হতে পারে। অথচ সেই অকল্পনীয় কাজটাই করে দেখালেন শাহিন আফ্রিদি।
শুক্রবার ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগ ভাইটালিটি ব্লাস্টে শাহিন নিজের তথা দলের ইনিংসের প্রথম ওভারেই ফেরত পাঠান প্রতিপক্ষ দলের চারজন ব্যাটসম্যানকে। লসিথ মালিঙ্গা আন্তর্জতিক ক্রিকেটে পরপর চার বলে চারটি উইকেট নেওয়ার নজির গড়েছেন আগে। তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কোনও টি-২০ ম্যাচের প্রথম ওভারে চার উইকেট নেওয়ার নজির এই প্রথম। সেদিক থেকে শাহিন আফ্রিদি ইতিহাস গড়লেন বলা যায়।
ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে মাঠে নামে বার্মিংহ্যাম বেয়ার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নটিংহ্যামশায়ার। তারা নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান তুলে সব উইকেট হারিয়ে বসে। ব্যাট হাতে মরিয়া লড়াই চালান উইকেটকিপার টম মুরস। তিনি ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া লিনডন জেমস ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৬ রানের যোগদান রাখেন ওপেনার জো ক্লার্ক।
নটিংহ্যামের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অ্যালেক্স হেলস ৪, ইমদ ওয়াসিম ২ ও শাহিন আফ্রিদি ১ রান করে মাঠ ছাড়েন। বার্মিংহ্যামের হয়ে ৩টি করে উইকেট নেন হাসান আলি ও জ্যাক লিনটট। ২টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে বার্মিংহ্যাম প্রথম ওভারেই ৪টি উইকেট হারিয়ে বসে। শুরুতেই ওয়াইড বলে প্রতিপক্ষকে ৫ রান উপহার দেন আফ্রিদি। পুনরায় ইনিংসের প্রথম বল করতে এসে শাহিন নিখুঁত ইয়র্কারে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান ওপেনার অ্যালেক্স ডেভিসকে। দ্বিতীয় বলে ফের ইয়র্কারে পাক তারকা বোল্ড করেন ক্রিস বেঞ্জামিনকে। শাহিনের ওভারের পঞ্চম বলে ড্যান মাউসলির অনবদ্য ক্যাচ ধরেন ওলি স্টোন। ওভারের শেষ বলে আফ্রিদি বোল্ড করেন এড বার্নার্ডকে।
যদিও শাহিন আফ্রিদির এমন অবিশ্বাস্য কীর্তি সত্ত্বেও নটিংহ্যাম ২ উইকেটে ম্যাচ হেরে মাঠ ছাড়ে। বার্মিংহ্যাম ১৯.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। রব ইয়েটস ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। আফ্রিদি ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪টি উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।