আসন্ন উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের জন্য শক্তিশালী দল গড়ল ত্রিনবাগো নাইট রাইডার্স। যদিও গতবারের চ্যাম্পিয়নদের সঙ্গে পাল্লা দিতে চমকপ্রদ স্কোয়াড গড়ে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা এক্ষেত্রে হাতিয়ার করছে ফর্মে থাকা এক ভারতীয় তারকাকে। তারা দলে নিয়েছে ভারতের স্পিনার অল-রাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিলকে।
গতবার ডব্লিউসিপিএলের উদ্বোধনী মরশুমে কোনও ভারতীয় ক্রিকেটারকে খেলতে দেখা যায়নি। শ্রেয়াঙ্কাই হতে চলেছেন মেয়েদের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে অংশ নেওয়া প্রথম ভারতীয় তারকা। যদিও সিনিয়র ক্রিকেটে এখনও ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি ২০ বছরের শ্রেয়াঙ্কার। তবে যে রকম পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন তিনি, তাতে হরমনপ্রীতের সংসারে ঢুকে পড়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে তাঁর।
গত উইমেন্স প্রিমিয়র লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নামেন শ্রেয়াঙ্কা। ৭টি ম্যাচে সংগ্রহ করেন সাকুল্যে ৬টি উইকেট। পরে এমার্জিং এশিয়া কাপের ২টি ম্যাচে মাঠে নেমে ৯টি উইকেট নেন তিনি। শ্রেয়াঙ্কা হংকংয়ের বিরুদ্ধে মাত্র ২ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। পরে বাংলাদেশের বিরুদ্ধে ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট পকেটে পোরেন তিনি।
উল্লেখ্য, এবছর উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ শুরু হবে ৩০ অগস্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। ১১দিনের টুর্নামেন্টে গত মরশুমের মতোই অংশ নেবে ৩টি দল ত্রিনবাগো নাইট রাইডার্স, বার্বাডোজ রয়্যালস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় মরশুমে। প্রতিটি দল লিগে একে অপরের বিরুদ্ধে দু'বার করে মাঠে নামবে। লিগ টেবিলের শীর্ষে থাকা দুটি দল একে অপরের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে।
ত্রিনবাগো নাইট রাইডার্স স্কোয়াড: দিয়েন্দ্রা ডটিন, শামিলিয়া কনেল, আনিসা মহম্মদ, কাইসিয়া নাইট, কাইশোনা নাইট, ব্রিটনি কুপার, জাইদা জেমস, লি আন কারবি, কারেনা নোয়েল, সামারা রামনাথ, শুনেলে শও, ওরলা প্রেন্ডারগাস্ট, ডেন ভ্যান নিকার্ক, মিগনন ডু'প্রীজ, ফ্রান জোনাস।
বার্বাডোজ রয়্যালস স্কোয়াড: হেইলি ম্যাথিউজ, অ্যাফি ফ্লেচার, আলিয়া অ্যালেইন, শিনেল হেনরি, রাশাদা উইলিয়ামস, জেনিলিয়া গ্লাসগো, শেডিন নেশন, ভানেসা ওয়াটস, কিয়ানা জোসেফ, তৃষান হোল্ডার, জাহজারা ক্ল্যাক্সটন, মারিজান কাপ, লরা হ্যারিস, গ্যাবি লুইস, আমান্দা জেড ওয়েলিংটন।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্কোয়াড: স্টেফানি টেলর, করিশ্মা রামারাক, নতাশা ম্য়াকলিন, শেরমাইল ক্যাম্পবেল, শাকিবা গজনবি, শাকিরা শেলমান, শেনেতা গ্রিমন্ড, কাইসিয়া শাল্টজ, চেরি আন ফ্রাসের, আশমিনি মুনিসার, জেনাবা জোসেফ, সোফি ডিভাইন, সুজি বেটস, শাবনিম ইসমাইল ও শ্রেয়াঙ্কা পাতিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।