২২ বলে ৮ রানের সংক্ষিপ্ত ইনিংস, তাতেই ইতিহাস গড়লেন ফরজানা হক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপের লিগ ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে বাংলাদেশের ফরজানা এমন এক নজির গড়েন, যা ওদেশের মহিলা ক্রিকেটে তাঁর আগে আর কেউ করে দেখাতে পারেননি।
বাংলাদেশের প্রথম মহিলা ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন টপকে যান ফরজানা। স্বাভাবিকভাবেই তিনিই এখন বাংলাদেশের সব থেকে বেশি ওয়ান ডে রান করা মহিলা ক্রিকেটার।
এমন মাইলস্টোনে পৌঁছতে ফরজানার দরকার ছিল মাত্র ৫ রান। ব্যাট হাতে অজিদের বিরুদ্ধে জাতীয় দলকে নির্ভরতা দিতে না পারলেও ব্যক্তিগত নজির গড়া আটকায়নি তাঁর। আপাতত ৪৭টি ম্যাচের ৪৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ফরজানা সংগ্রহ করেছেন ১০০৩ রান। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৯টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭১ রানের।
বাংলাদেশের হয়ে মহিলা ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রুমনা আহমেদ। অস্ট্রলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে ১৫ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলার পরে তাঁর সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৪৮ ম্যাচের ৪৫ ইনিংসে ৯৪৮ রান। রুমনা ৫টি হাফ-সেঞ্চুরি করেছেন। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা। তিনি ২৯ ম্যাচের ২৬টি ইনিংসে ৪৯৭ রান সংগ্রহ করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।