
Google Chrome ব্যবহার করেন? ঝুঁকি এড়াতে কী করতে বলছে সরকার
১ মিনিটে পড়ুন . Updated: 02 May 2022, 11:02 PM IST- CERT-In-এর পরামর্শ অনুযায়ী, Chrome ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজারের লেটেস্ট ভার্সানে আপডেট করতে হবে।
গুগল ক্রোম ব্যবহারকারীদের হাই লেভেল থ্রেটের বিষয়ে সতর্ক করল CERT-In(ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম)। সাইবার ক্রাইমের কেন্দ্রীয় সংস্থা Google Chrome ডেস্কটপ ব্রাউজারে বেশ কিছু বড় দুর্বলতা তুলে ধরেছে।
কী করা উচিত?
CERT-In-এর পরামর্শ অনুযায়ী, Chrome ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজারের লেটেস্ট ভার্সানে আপডেট করতে হবে।
Google-এই দুর্বলতার কথা স্বীকার করেছে। একটি সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান মিলবে বলে জানিয়েছে সংস্থা।
গুগল জানিয়েছে, 101.0.4951.41-এর আগের Google Chrome-এর ভার্সানগুলিতে সমস্যা ছিল। ক্রোম ব্লগ পোস্টে গুগল ৩০টি উইকনেস তালিকাভুক্ত করেছে। প্রায় ৭টি বিষয়কে 'উচ্চ' থ্রেট হিসাবে শ্রেণীভুক্ত করা হয়েছে।
আপনার ক্রোম সুরক্ষিত কিনা কীভাবে জানবেন?
সাধারণত অটোম্যাটিকভাবেই গুগল ক্রোমে আপডেট হয়ে যায়।
ক্রোমের ডানদিকের তিনটি ডট-এ ক্লিক করুন। এরপর Settings > Help > About Google Chrome । এবার দেখে নিন আপনার ক্রোম ভার্সান 9101.0.4951.41 কিনা।