এর ফলে আপনার তথ্যের ভিত্তিতে টার্গেটেড অ্যাড দেখাতে পারবে না গুগল।
1/5অনলাইন সার্চের সময়ে চাইলে ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখা যাবে। শুক্রবার এমনটাই জানাল গুগল। ফাইল ছবি : ব্লুমবার্গ (REUTERS)
2/5ফোন নম্বর, ইমেল এবং ঠিকানার মত তথ্য চাইলে হাইড করে রাখা যাবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5এর ফলে আপনার তথ্যের ভিত্তিতে টার্গেটেড অ্যাড দেখাতে পারবে না গুগল। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5নতুন পলিসিতে আপনার ইচ্ছা মতো অন্যান্য তথ্যও অপসারণ করতে পারবেন। অর্থাত্ আপনার আইডেন্টিটি থেফট হতে পারে এমন তথ্য চাইলে ডিলিট করতে পারবেন। ফাইল ছবি: এপি (REUTERS)
5/5এর আগে, গুগল ব্যবহারকারীদের অতি ব্যক্তিগত তথ্য ডিলিটের সুবিধা দিয়েছিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড নম্বরের মতো তথ্য চাইলেই ডিলিট করতে পারেন ব্যবহারকারীরা। অর্থাত্ জালিয়াতির জন্য সম্ভাব্য অপব্যবহার হতে পারে এমন সমস্ত বিষয়েই গ্রাহক আগেভাগে সতর্ক হতে পারবেন।ফাইল ছবি: রয়টার্স (REUTERS)